তুমি ছুঁয়ে দিলেই আমি শুরু করি জীবনের অপূর্ণ স্বাধ, তুমি ছুঁয়ে দিলেই আমি হারিয়ে যাই মধুর স্বপ্ন জগতে। তুমি বললেই আমি এনে দিতে পারি সমুদ্রের ঝিনুকের মুক্ত, তুমি বললেই আমি গড়ে দেবো সুখের এক স্বর্গঘর। তুমি ছিলে যখন বুঝিনি আমি সূর্য্যের তীব্র উত্তাপ, তুমি ছিলে যখন ছিল না আমার ভালবাসার তীব্র অনীহা। তুমি ছিলে না [ বিস্তারিত ]