ঘড়ির কাটাটা টিন টিন করে বেজে উঠল এখন রাত্রী চারটা, ঘুম নেই চোখে,অভ্যাসটা যেন বহু পুরনো দিনের। কখনও রাত্রী দুটা কি তিনটা কর্মশেষে ভোরের পাখী ডাকতে না ডাকতেই, আধো ঘুমে,হুর হুর করে ছুটছি আবার রানারের মতন। আবারও অপেক্ষার পালা যখন বেলা পাচটা ক্লান্তির ঘাম মুছে যায় অন্যত্র পার্ট কর্মের , যাত্রার হিমেল বাতাসে এরপর আবার [ বিস্তারিত ]