প্রিয় নবীণা, চার দেয়ালের সীমানা পেরিয়ে যত বার ই আকাশ দেখতে চাই, তত বার ই বিরূপ প্রভাবে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে যায় আমার পৃথিবী । এতো নেতিবাচক তরঙে দোদুল্যমান আমার নিয়তি, তার হিসাব কষে শেষ করা যাবে না । তারপর ও আমি সম্ভাবনার আলো দেখি, প্রতিনিয়ত স্বপ্ন দেখি, সম্মুখে ছুটে চলি, অবিরাম, ক্লান্তিহীন । [ বিস্তারিত ]