খৃষ্টপূর্ব ৩১৫০ এ আমার আর মুগ্ধতার বিয়ে সম্পন্ন হয় বেশ ধুমধাম সহকারেই। স্বর্গের অধিকর্ত্রী নাট দেবীর বিশেষ স্নেহধন্যা মুগ্ধতার বিয়ের আয়োজন তিনিই করেছিলেন। পরমা সুন্দরী স্ত্রী নিয়ে আমার দিনগুলো স্বপ্নের মতই সুন্দর ছিল। ফুল, পাখি, জোছনা, ঝরনা শোভিত পারিপার্শ্বিকতায় স্বপ্ন ময় মুহূর্তগুলো কেটে যাচ্ছিল। ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হয়ে আনন্দ, সুখে পূর্ন ছিল সে জীবন। তখন [ বিস্তারিত ]