কানাডার টরন্টো, মন্ট্রিল বা অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নের বড় বড় শপিং কমপ্লেক্সে যখন যাই কিছু কেনা কাটা করিই। নিজের, পরিবারের সকলের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জন্য টুকটাক কেনাকাটা করতেই হয়। শপিং করতে গিয়ে একটি নিয়ম যেন অলিখিত ভাবে আমার উপর স্থায়ী ভাবে আসন গেঁড়ে বসেছে। মেগা শপিং স্টোর গুলোতে প্রবেশ করেই প্রথমে ছুটে যাই গার্মেন্টস এলাকায়। [ বিস্তারিত ]