আমার সখীর হাসি, অপলক চোখে রোজ দেখে হয় প্রকৃতিও উচ্ছ্বাসী। গাগরী কাঁকালে যায় সে যখন নদীতে বিকেল বেলা, আলো ছায়া করে লুকায়ে দেখতে মেঘালয়ে বসে খেলা। ফুল ফল শাখে খুশির দোলনে আঁকতে বদনখানি, বারে বারে ধরে বক্ষে জড়ায়ে সবুজ পাতার ছানি। ঘাস ঝাড়ে খেয়ে হরেক ফড়িং দেখবার এসে দোল, ক্ষণে ক্ষণে গড়ে হাতছানি দিয়ে দুষ্টুর [ বিস্তারিত ]