খোকার কাক

বোরহানুল ইসলাম লিটন ৯ অক্টোবর ২০২২, রবিবার, ০৬:৫২:১৩পূর্বাহ্ন ছড়া ৮ মন্তব্য

বলনু ডেকে বলতো খোকা
দেখতে কেমন মোদের দেশের কাক?
চাইলে ক্ষণিক ভাবতে পারিস
চুপটি থেকে দরজা রেখে ফাঁক!

বললো আমি সবই জানি
কও তো আবার লাগবে কেন দেখা!
কাউয়া সে তো সবুজ কালার
গলায় আঁকা চিরল চিরল রেখা।

পায়ের পাতা খুব খয়েরী
পুচ্ছ গোছা লম্বা সটান বেশ,
থাকতে পারে কিন্তু কারো
হঠাৎ মাথে লম্বা ক’টা কেশ।

চোখ অনেকটা গোল্লা গোল্লা
হিজল গাছেই রোজ করে ঘুর ঘুর,
ডাক দিলে সেই এত্তো ঝরে
দু’ঠোঁট থেকে মেরুণ কালার সুর।

শুধাই শুনে বলিস কি রে
পশ্চিমে কি আজ উঠেছে রবি?
বললো মেলে ড্রয়িং খাতা
এইটা কি কও, টিয়ার ভাবো ছবি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪৮০জন ৩৯৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ