ছোট্ট হাঁসের ছানা, টুপ করে ডুব ক্ষণিক দিয়েই খাচ্ছে তুলে দানা। বার বারে ডাক দিচ্ছে যদি বক্ষে আশা চষে, উঠছে দ্বিগুন জোশে, লাফ দিয়ে ফের মায়ের পিঠে ঘাপটি মেরে বসে। গাছের ডালে কাক ভাবে সেই দৃশ্যে উঠে দুলে, দেখেই পরাণ খুলে, ক্যান ছাড়ে না ওদের তরে হিংসা আমায় ভুলে! ভিড়ছে তবে জান তরী কি মানব [
বিস্তারিত ]