
কোন এক নাম না জানা হাঁটে আমার
দুঃখগুলো বেচে দেবো পানির দামে-
গধূলীর রঙকে উপেক্ষা করে কিনে নেব
সন্ধ্যার একলা চড়ুই;যে পথ চিনে ফিরে আসে নীড়ে।
কোন এক ফাল্গুনী রাতে আমার
কাঁন্নাগুলো বেচে দেবো আগুনের দামে –
রোদে পোড়া ভাটফুল খোপায় গুজে পরে
নেবো বকুলের পায়েল;যার সুবাস আদি থেকে অন্তে।
নিজেকে বিকিয়ে দেবো ভালবাসার চড়ামূল্যে,
বিষন্ন নাগরিক শোকে ঝিঁঝিঁর গানকে মাড়িয়ে শুঁয়োপোকা হবো ; চুমুটুকু রেখে।
১৯টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
বাহ! চমৎকার লিখলেন। প্রতিটি শব্দ দিয়ে অলংকৃত করা ছোট কবিতাটি মন ছুঁয়ে রইলো।
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম খুশি। নিয়মিত আসুন, লিখুন। মিলেমিশে একাকার হয়ে থাকুন আমাদের সাথে। শুভ কামনা। 🌹🌹
খুরশীদা খুশী
ধন্যবা।
খুরশীদা খুশী
ধন্যবাদ
রাফি আরাফাত
প্রথমেই সোনেলায় স্বাগতম। অসধারন একটা লেখা দিয়ে শুরু করলেন। নিয়মিত লেখা চাই৷ অনেক ভালো হয়েছে।
ভালো থাকবেন
খুরশীদা খুশী
ধন্যবাদ
তৌহিদ
দারুন একটি কবিতা নিয়ে সোনেলায় এলেন আপু। স্বাগতম।
লিখুন আপু আপনার নিজের মত করে।
খুরশীদা খুশী
ধন্যবাদ
মনির হোসেন মমি
বিষন্ন নাগরিক শোকে ঝিঁঝিঁর গানকে মাড়িয়ে শুঁয়োপোকা হবো ; চুমুটুকু রেখে।
বাহ্ চমৎকার বাক্য চয়ণ। লিখুন।অভিনন্দন আপনাকে।
খুরশীদা খুশী
ধন্যবাদ
শিরিন হক
সুন্দর একটি কবিতা দিয়ে শুরু করলেন সোনেলার যাত্রা। এভাবেই এগিয়ে যাবেন আশাকরি। পাশে আছি সবাই।
মোঃ মজিবর রহমান
গতকাল একটি মন্তব্য করে হারিয়ে ফেলেছি খুজে পাইনি হারিয়েছি অতল্গহীনে।
অপূর্ব লেখাটি। মুগ্ধতা রেখে গেলাম ।
শুভেচ্ছা সোনেলায়।
ভাল থাকুন।
রেহানা বীথি
বাহ্ খুব সুন্দর
ইঞ্জা
চমৎকার লিখলেন আপু, মুগ্ধতা রেখে গেলাম।
আরজু মুক্তা
আত্মিক ভালোবাসা। দারুণ।
বানান গুলো ঠিক করে নিবেন।
শুভকামনা
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে, লিখুন নিয়মিত এবং পড়ুন।
শাহরিন
শব্দ গুলো মন ছুয়ে গেছে। ভাট ফুলের নাম প্রথম শুনলাম।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অনবদ্য লেখনী।
শুভকামনা অহর্নিশ….
নাজমুল হুদা
দারুণ অনুভূতি ছোঁয়া।
ছোঁয়াচে লেগে যাচ্ছে বারবার ,পড়েছিও কয়েকবার।
কবিতায় অলংকার অনেক সুন্দর হয়েছে।
শুভেচ্ছা জানাচ্ছি সোনেলায়
মোহাম্মদ দিদার
অসাধারণ লিখলেন আপু।
মুগ্ধ হলাম