তোমায় হারিয়ে ফেলার কষ্টে আমার কাঁদতে আছে বারণ জানতে কভু চাইনা তবু হারিয়ে যাওয়ার কারণ কোন সে সুখে কিসের আশে হাঁটলে ফিরতি পথে? থাকলো না কেউ ছুঁয়ে দেখার মনের গহীন ক্ষতে! চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো! চোখের পিসি আজকে ভেজে জলপ্রপাতের ধারায় সদাই তুমি ব্যস্ত ছিলে [ বিস্তারিত ]