ক্ষুদের বৃহৎ ভাবনা

শুন্য শুন্যালয় ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার, ০৮:০৩:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৭ মন্তব্য

original [640x480]
ঘুম থেকে জেগে তার স্বপ্নের কথা শুনতে হয় আমাকে রোজ। কখনো মুখ ভার করে বলে, আই হ্যাড এ ব্যাড ড্রিম টুডে, আবার কখনো খুশি সুন্দর কিছু স্বপ্ন দেখতে পেরে।
একদিনের স্বপ্নটা এমন তার–

** আমরা তিনজন গাড়িতে কোথাও যাচ্ছি, পথে আমাদের গাড়ি ক্রাশ করলো।
এক সুন্দর ইয়াং ব্লাক লেডি তার দিকে এগিয়ে এসে বললো; হ্যালো, আই এম কুইন এলিজাবেথ।
আই লাভ ইউ।
সে বলে উঠলো, হোয়াট?
এলিজাবেথ বললো, ইয়েস। তুমি কী আমার সাথে আমার প্যালেসে যাবে?
সে বললো, অবশ্যই যাব। এরপর সে কুইন এলিজাবেথের সাথে তার প্রাসাদের দিকে চললো।

আমাকে বললো, আম্মু স্বপ্নটা সুন্দর না? আমি কৃত্তিম মন খারাপের ভাব দেখিয়ে বললাম, মোটেও না। তুমি কুইন এলিজাবেথের সাথে যাবে বলে আমাদের গাড়ি ক্রাশ করিয়ে দিলে? সে আমাকে জড়িয়ে ধরে বললো, আম্মু ইটস যাস্ট এ ড্রিম। অতঃপর আমি খুশি।
দেখি আইপ্যাড নিয়ে কী যেন টাইপ করছে, আমাকে জিজ্ঞেস করলো এলিজাবেথের স্পেলিং কী? বললাম। সে ঘুরে দেখে টেখে বললো, আম্মু কুইন এলিজাবেথ তো একজন ওল্ড লেডি কিন্তু আমি যাকে স্বপ্ন দেখলাম সেতো একজন ইয়াং লেডি, সে চিন্তিত। আমি তখন কিচেনে হাসি চাপছি। তবে ওল্ড লেডি দেখে সে দমে যায়নি, আমাকে জানালো সে কুইন এলিজাবেথ কে নিয়ে রিসার্চ করতে চায়। তার প্যালেসের নাম কী শুনে ইউটিউবে দেখে সে মুগ্ধ। আমাকে জিজ্ঞেস করলো, আম্মু এলিজাবেথের প্যালেস তো বিশাল বড় আর সুন্দর, দেন হোয়াই সো ম্যানি পিপল ডিজলাইক দিস ভিডিও?
এই প্রশ্নের উত্তর জানা, তবে বোঝানো কঠিন। পৃথিবীর সব মানুষের পছন্দ যদি এক হতো, তাহলে হেভী মেটাল সং কোত্থেকে আসলো? 🙂

** তার স্কুলে ধর্ম ক্লাস হয়। আল্লাহ্ আর ইবলিস শয়তান তার কাছে স্টার ওয়ার্সের গুড গাই আর ব্যাড গাই এর মতো। সে গুড গাইকে পছন্দ করে তাই আল্লাহ্‌কেও তার পছন্দ। রাতে ঘুমাতে যাবার আগে আমাকে প্রশ্ন করছে, আম্মু আল্লাহ্ সব জায়গায় আছে? বললাম হুম। টেবিলফ্যান দেখিয়ে বললো, এইখানেও আছে? বললাম, হু। বলে তাহলে তো ব্যাড পিপলের মধ্যেও আছে। প্রশ্নটা শুনে চমকালাম, যে ভাবনা আমাদের বড়দের মনে তা এত দ্রুত তার মধ্যে এসেছে দেখে কিছু ভাবনাতেও পড়লাম। তার পরের প্রশ্ন, আচ্ছা আল্লাহ্ তো ভালো মানুষ তাহলে হোয়াই হি কিল পিপল?
ওকে কী বোঝাবো, আমিতো নিজেই জানিনা 🙁

** -আব্বু মৃত্যু সম্পর্কে তুমি কী জানো?
*তার উত্তর, মৃত্যু হলে কেউ আর নিঃশ্বাস নিতে পারবেনা।
-আচ্ছা আর?
*মৃত্যু হলে কেউ আর ফিরে আসবেনা। আচ্ছা আরকিছু?
-মৃত্যু হলে মানুষ বোন্‌সে পরিনত হবে, সেই বোন্‌স থেকে তখন আরেকজন মানুষ তৈরি হবে।
অ্যাঁ!! এইডা কী কয়?
এই বুদ্ধিতে মানুষ বানাইলে কতো হাড্ডির অপচয় কম হইতো তাই না? 😀

জ্বরে পড়েছে ছেলেটা। সারাক্ষন আই প্যাড নিয়ে বসে থাকা ছেলে নিজেই সব কিছু বাদ দিয়ে শুয়ে আছে। পাশে গিয়ে তাকে খুশি করতে বললাম, আসো আমরা গল্প করি। সে খুব খুশি, কথা বলতে সে ভীষন পছন্দ করে। বললো আচ্ছা, তুমি শুরু করো। বললাম আচ্ছা। হ্যালো হাও আর ইউ?
সে বললো, গুড। বললাম তুমিতো সিক, গুড বলছো কেন? একটু ঠোঁট ফাঁটা হাসি দিয়ে বললো, কারন তুমি এখন আমার সাথে আছো তাই আমি ভালো আছি। (3
এর চাইতে বেশি পাওয়ার আর কিছু আছে কী?

আমার দেব শিশুটা বড় হয়ে গেছে। ৩ কেজির ছেলে এখন ৯ বছর পূর্ন করে ফেললো। এইতো সেদিন এলো, এইতো সেদিন।

৬৯৬জন ৬৯৬জন
0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ