রাত্রি

বনলতা সেন ৩ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৯:০৭:২৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৬ মন্তব্য

রাত, এখনও কাঁদছো! মোছ চোখ।
এসো, আরও কাছে এসো,এসো এই বুকে।
রূপোর ঝিনুকে তুলে ওম ওঠা দুধ খাইয়ে দেব
দেব কপালে কাজল টিপ;
গন্ধ মাখা এলো চুলে জোড়া বিনুনি করে দেব
লাল ফিতের ফুল জড়িয়ে,
কথা দিচ্ছি ঝুমঝুমি এনে দেব দু দু’টো ।
চলো, নিকানো উঠোনে খেলি দুজনে এক্কা দোক্কা , সত্যি বা মিথ্যে-মিথ্যি চড়ুইভাতি।
চলনা ,দু ‘জনে চুপি চুপি কাশবনে কালো ফড়িংয়ের পিছু নিয়ে ধরে ফেলি দু’একটা।
লেজে ছোট্ট সুতো বেধে ওড়াই, কিছুক্ষণ।
আবারও বলছি–
শেষ কর এ কান্না আমার বুকে মুখ লুকিয়ে।

তোমার মুখর সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ
দেয়ালে লুটায় অবহেলে,
অযথা কেনই বা মাথাকুটে মড়া অস্থিরতার অবগাহনে?
এ ঝিমঝিম ওষধি স্বপ্ন না দেখলে হয়না ?

কেঁদোনা বলছি, ক্ষণিকের এই সরাইখানায়
ভীরুতার হিম নিয়ে কেন যাও পাথুরে দেয়ালে মাথাকুটতে !

৪৯৭জন ৪৯৭জন
0 Shares

৫৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ