সাঁজের মায়া

বনলতা সেন ২৪ আগস্ট ২০১৪, রবিবার, ০৯:৩৯:৫৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬৩ মন্তব্য

নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে কী বলতে চাও ? সোনালী সাঁজ। দাবানল বুকে চেপে নিরাপদ নিরাপত্তায়।
সাঁজ,কুহক দেখেছো – সেজেছো কখনও। সূর্যের জাহাজডুবি শেষে সুগন্ধি চাঁদ একটু পরেই ছুঁয়ে যাবে তোমাকে,বাতাসে তার ই সুর পৌঁছে গেছে।কী এমন দগ্ধ যন্ত্রণা,মুখরা তোমাকে চুপিয়ে রেখেছে।

ছদ্মবেশীর ডুগডুগি হাতে সারাক্ষণ হাটেমাঠে স্যাঁতস্যাঁতে তন্বী হৃদয় সেঁকছ বুঝি খাঁখাঁ রোদ্দুরে!

নাচাবো বানর ,জীবন্ত খরগোশ , সার্কাসের আহত ক্লাউন,হাড্ডিসার খিস্তি-খেঁউড়ের কার্তিক ও তুফান তার্কিক।
নাবালকের হাঁটি-হাঁটি পা পা করে ছেড়ে দেব।

দেখ –দেখ গোধূলি,চোখ তুলে তাকাও – দেখছ ? কতটা রং আমার ডানায় ?
চল না, উড়ে যাই ঐ দূর নীলিমায়।

সুগন্ধী গোলাপ সন্ধ্যা ,বনপোড়া হরিণী সন্ধ্যা,
সুপক্ব সোনালী কাফনে নিপুণ চিতায় চড়িয়ে ধূপের গন্ধ টেনে নেব ব্যাপক খরার তৃষ্ণার্ত এ বুকে।
নিঃশব্দ সাঁজের স্বপ্নাচ্ছন্ন দিলখোলা হাসি ঝরে পড়ে মোদের মাঝে।

৭৯৭জন ৭৯৭জন
0 Shares

৬৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ