সে তো প্রকাশ্যেই আসতো সূর্যকে ঢেকে তার কালোকেশে, ঘুম জাগাতো পৃথিবীর ক্লান্ত চোখে, জননীর অদৃশ্য মমতায়, সুমধুর গুঞ্জনে আঁচলে বেঁধে নক্ষত্র নেমে আসতো সচতুর ক্রমশ উচু হওয়া বিনাশী দেয়াল ডিঙ্গিয়ে, মখমলের শয্যায় ছলকে দিতে কামনার জল নামিয়েছিলো অঢেল বৃষ্টি। কেউ জানতো না এই রাতের কথা, হিংসুটে বাতাস ও না, শুধু জানতো মিটমিট করে তাকিয়ে থাকা [ বিস্তারিত ]