অনেকদিন আগে সোনেলা গ্রুপের জন্য লিখেছিলাম এটা…একমাত্র অসম্ভব সুন্দর একটি মন্তব্যে অনুপ্রাণিত করেছিলো ছাইরাছ ভাইয়া…আজ সোনেলা ব্লগের বন্ধুদের জন্য দিলাম …
“এক পাখি”
ঘর ভর্তি কিচির মিচির শব্দে বেড়ে ওঠা ছোট্ট এক পাখি ঘরের এক কোণায় চুপটি করে বসে মনে মনে ভাবে
“একদিন সে উড়াল দেবে”…
পাথুরে ঝরনা, ঝোপঝাড় পেরুবে পিঠে ছোট্ট স্বপ্নের সেলফ নিয়ে…
গান গেয়ে শোনাবে নদীর ওপর ভেসে ওঠা মাছগুলোকে।
একটি পালক উড়িয়ে দেবে গাছের নীচে পড়ুয়া কোন বালককে।
উড়ালিয়া শিকারীর রংবেরঙের তীর ধনূকের ভালোবাসায় জড়িয়ে মনে মনে ভাবে,
একদিন সে তার সাথে উড়াল দেবে …
স্বপ্নে ফোলা চোখ দুটো খুলতেই সে দেখে, তার দিয়ে মোড়ানো রঙ্গিন খাঁচার ঘর…
ভালোবাসার শিকারী ভালোবাসে অনেক, কত মায়া কত যতন…
তবুও পাখি কেন যে মনে মনে ভাবে “একদিন সে উড়াল দেবে”…
ঘুমিয়ে থাকা রাজকন্যা যেমন জানেনা, অদলবদল কাঠির ফাঁদে পার হয়ে গেছে কত মাস কত বছর, ছোট্ট পাখিও জানেনা কখন শিংওয়ালা মৃত্যু যাদুকর দাড়িয়ে আছে তাকেই ছুঁয়ে…
ছোট্ট শেষ নিঃশ্বাস নিতে নিতে বোকা পাখিটা মনে মনে ভাবে “একদিন সে উড়াল দেবে”….
৪০টি মন্তব্য
খসড়া
স্বাধিনতার জন্য আর কত মূল্য দিতে হবে। আর কত দেখতে হবে খান্ডব দাহন।
সবাই স্বপ্ন নিয়েই বাচে।
শুন্য শুন্যালয়
হুম স্বপ্ন নিয়েই বেঁচে থাকা …
আদিব আদ্নান
আরে , আপনাকে দেখি ছাইরাছ সাহেব ঠিকই চিনে নিয়েছিল ।
এ জন্যই আমরা খুব সুন্দর সুন্দর লেখা পড়ার সুযোগ পাচ্ছি । তাকেও ধন্যবাদ ।
হ্যা , ঐ পাখিটার মত অজানা হাওয়ায় ভর করে আমরাও ভুল করেই ভুলে যাই মৃত্যু জাদুকরের কথা ।
লেখাটি কিন্তু সত্যিই অনেক অনেক সুন্দর ।
শুন্য শুন্যালয়
অনেক অনেক ধন্যবাদ আদিব ভাইয়া … আমরা ভুলে যাই কারন আমরা ভুলে যেতে চাই…
নীহারিকা
এমন মন ছুঁইয়ে যাওয়া একটি লেখা পড়ে সত্যি ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা শুন্যর জন্য -{@
শুন্য শুন্যালয়
আপনাকেও শুভকামনা নীহারিকা আপু… -{@
স্বপ্ন নীলা
ভাল লেগেছে ভীষণ,,,,,,,,,,আরো লিখা দেন,,,,,,,,,,পড়ি প্রাণটা জুড়াই,,,,,,,,,,,,,
শুন্য শুন্যালয়
কি ভালো যে লাগলো মন্তব্যটা পড়ে…ভালো থাকুন স্বপ্ন নীলা আপু…
জিসান শা ইকরাম
স্বপ্ন নীলা বলেছেনঃ ভাল লেগেছে ভীষণ,,,,,,,,,,আরো লিখা দেন,,,,,,,,,,পড়ি প্রাণটা জুড়াই,,,,,,,,,,,,,
আমিও তো এটি বলতে চেয়েছি 🙂
আমারও একটি পাখি আছে ।
শুন্য শুন্যালয়
হুম জানিতো আপনার একটি বকবক করা পাখি আছে… 🙂
মা মাটি দেশ
বেশ গোছানো ভাল লাগল।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ভাইয়া… শুভেচ্ছা -{@
ফরহাদ ফিদা হুসেইন
একদিন সে উড়াল দেবে…
শুন্য শুন্যালয়
দেবেই দেবে …
আফ্রি আয়েশা
চমৎকার ভাবনার প্রকাশ … আপনি সত্যি ভালো লিখেন 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আফ্রি … এমন মন্তব্য উৎসাহিত করে …
বনলতা সেন
প্রকৃত পাখিরা মাঝে মাঝে মাটিতে নেমে এলেও ওরা উড়তেই পছন্দ করে ।
পাকা লেখিকা হয়ে যাচ্ছেন দেখছি ।
শুন্য শুন্যালয়
হুম …পাখি খাঁচায় আটকানো খুবই অপছন্দ … ধন্যবাদ প্রিয় বনলতা আপু… -{@
নাজনীন খলিল
“শেষ নিঃশ্বাস নিতে নিতে বোকা পাখিটা মনে মনে ভাবে” একদিন সে উড়াল দেবে “….”
(y)
শুন্য শুন্যালয়
সবাই শেষ দিনটি পর্যন্ত আশা নিয়েই বাচে… মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু… -{@
যাযাবর
কবিতাটি পড়ে কেন জানি হাহাকার জাগলো মনের মাঝে । (-3
শুন্য শুন্যালয়
লেখাটা তাহলে সার্থকতা পেয়েছে… অনেক ধন্যবাদ ভাইয়া …
প্রিন্স মাহমুদ
সুন্দর
শুন্য শুন্যালয়
ধন্যবাদ যুবরাজ … 🙂
ছাইরাছ হেলাল
মনে রাখার জন্য ধন্যবাদ ।
এখন কিন্তু ভালই লেখেন আপনি ।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ছাইরাছ ভাইয়া… -{@
মশাই
:Amazed: মুদ্রাদোষ আর কিচ্ছু না।
শুন্য শুন্যালয়
হুম পুরাই 😛
ছাইরাছ হেলাল
কবির হৃদয়ের অতল তলে পুঞ্জিভূত ক্রনিক যন্ত্রণার বিচ্ছুরণ টের পাওয়া যায় অসাধারণ উপস্থাপনায় ।
কবে যে এমন গুছিয়ে লিখতে পারব ।
সেই তখন কী লিখেছিলাম বড়ই জানতে ইচ্ছে করে ।
শুন্য শুন্যালয়
আমার কিন্তু মনে আছে, “কাঠির ফাঁদ থেকে বেড়িয়ে ছোট্ট পাখী একদিন ঠিক আকাশে উড়াল দেবে”… 🙂
ছাইরাছ হেলাল
এটি আমার একটি পছন্দের মন্তব্য । আমার নিজের অনেক মন্তব্য সেভ করা থাকে ,
এটি ছিল না , এখন সেভ করে রাখলাম ।
মনে রেখেছেন দেখে আবারও কৃতজ্ঞতা । ছোট্ট একটি অপেক্ষার শেষ হল ।
আপনি আগে থেকেই ভাল লিখতেন ।
এ লেখাটিও অদ্ভুত সুন্দর ।
শুন্য শুন্যালয়
মন্তব্য সেভ করে রাখেন, দারুন তো… আমার অটসেভ ছিলো।। কেউ ভালো লিখলে অনেকেই তাকে চেনে, তাকে কে ভালো লেখায় কেউই চেনেনা…
আপনার মতো লিখতে পারলে না বুঝবো ।
ভালো থাকুন সবসময়…
ছাইরাছ হেলাল
যিনি লেখেন নিজ যোগ্যতায় লেখেন , কেউ কাউকে লেখাতে পারে না ।
আপনি আমার থেকে ভাল লেখেন এবং আরও ভাল লিখবেন ।
আমি আপনার লেখার পাঠক মাত্র ।
আমার মন্তব্য প্রাণ থেকে করা ,তাই নিজের কাছেও রাখি
আরও লেখার অপেক্ষায় আছি আপনার ।
নীতেশ বড়ুয়া
;(
শুন্য শুন্যালয়
থাক বাছা, সুনামি বইয়ে দিতে হবেনা।
নীলাঞ্জনা নীলা
দুজনেই আমার প্রিয় কবি। শুন্য আপু এবং কবিভাই। এই দুজনের লেখার সামনে দাঁড়ালে মন ভেবে মরে কি লিখছি আসলে আমি? একটি মন্তব্য আর একটি কবিতা, কি বিশাল গভীরতর আবেগ! আর এই আবেগ না থাকলে এমন একটি সেতুবন্ধন দেখা হতোনা আমার।
“কাঠির ফাঁদ থেকে বেড়িয়ে ছোট্ট পাখী একদিন ঠিক আকাশে উড়াল দেবে”
“ভালোবাসার শিকারী ভালোবাসে অনেক, কত মায়া কত যতন…
তবুও পাখি কেন যে মনে মনে ভাবে “একদিন সে উড়াল দেবে”…
মন্তব্য আমায় দিয়ে সম্ভব না।
শুন্য শুন্যালয়
কবি ভাই, আমার অনেক প্রিয় একজন ব্যক্তি। তিনি যেমন আমাকে স্নেহ, আবেগে সোনেলায় জড়িয়ে রেখেছেন, তেমনি তোমাকেও, আরো অনেককেই। গভীরতর আবেগের কিছুটা তোমাদের কাছ থেকেই পাওয়া। কিছু না বলা মন্তব্যেও অনেক কিছু থাকে। ভালো থেকো তুমি আপু। -{@ (3
নীলাঞ্জনা নীলা
আপু আমি তো ভালোই থাকি। 🙂 -{@ (3
শুন্য শুন্যালয়
বাহ্, আমারই মতো। আমি সবসময় ভালো থাকি। 🙂 (3
নীলাঞ্জনা নীলা
হুম আপু। 😀 (3