নাগরিক
-আবু জাঈদ
নগরীর এক প্রান্তে খাদ্য কিন্তু ক্ষুধা নেই,
অন্য প্রান্তে ক্ষুধার মহাসমাবেশ, খাদ্য নেই,
তোমাদের আছে যুক্তি, যার বাস্তবতা নেই,
আমাদের আছে বাস্তবতা, যার যুক্তি ই নেই।
তাই বলি কি-
উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দাও রাজ্য পরিষদ
বুক থেকে এক চিমটি চামড়া নিয়ে কর অনিরুদ্ধ বশীকরণ
পালটে দাও নির্লজ্জ সংবিধানের বেহায়া গতিপথ।
১৭টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
স্বাগতম । ব্লগ সম্পর্কে এই লেখাটি পড়ুন । https://sonelablog.com/archives/5489
পাগলা জাঈদ
হুম পড়ব, ধন্যবাদ
ছাইরাছ হেলাল
আপনি যা বলেন সুন্দর ও স্পষ্ট করেই বলেন ভিন্ন ভঙ্গিতে ।
পাগলা জাঈদ
হুম এটাই আমার পচা লেখা গুলো ভাল করার কৌশল :p
আদিব আদ্নান
পচা লেখা পড়লাম ,
ভালই লাগল ।
খসড়া
সংবিধান কে নিয়ে কটুতুক্তি একটি বড় অপরাধ। সাধারন নাগরিক এ নিয়ে কথা বলার অধিকার রাখেনা। আপনার শেষ লাইন টি আপত্তিকর।
পাগলা জাঈদ
এক লেখা সবার কাছে ভাল লাগবে বলে আমি মনেও করিনা, আপনার আপত্তি থাকতেই পারে, এটা অস্বাভাবিক নয়, যখন বাসের মধ্যে মোবাইলে জাতীয় সঙ্গীতের রিন টোন বাজত আর আমি দাঁড়িয়ে থাকতাম সে রিং টোন শেষ হবার আগ পর্যন্ত তখন আমার ও আপত্তিকর লাগত।
ভাল লাগা এইটুকুই যে এখনো অনেকে আছেন যারা চোখ বুজে সংবিধান কে ভালবাসতে জানেন।
ধন্যবাদ
জিসান শা ইকরাম
ভালো লিখেন আপনি ।
আফ্রি আয়েশা
ভালো লেগেছে 🙂
পাগলা জাঈদ
ধন্যবাদ সবাই কে
নীলকন্ঠ জয়
ভালো । তবে এই সংবিধান কি জাতীয় সংবিধান?
পাগলা জাঈদ
আমাদের সংবিধান বেহায়া নারীদের মত করে প্রতি ৫ বছরে একবার বদল হয়, কোনটা যে আসলে জাতীয় সংবিধান তাও ভুলে গেছি 🙁
প্রজন্ম ৭১
(y)
নীলাঞ্জনা নীলা
আবু জাঈদ কেনো পাগলা জাঈদ ? আবু জাঈদ নামটাই তো অনেক সুন্দর। লেখা ভালো লেগেছে ।
পাগলা জাঈদ
এই ব্লগে আমি নতুন, আমাকে বেশির ভাগ বন্ধু পাগলা জাঈদ নামেই চেনে, তাই এই নামটা রেখেছি, কয়েকদিন পর ই পালটে দেব 🙂 ধন্যবাদ নামের প্রশংসা করায়
প্রিন্স মাহমুদ
শব্দের ব্যাবহার মারাত্মক ।
পাগলা জাঈদ
চেষ্টা করি কিছু করতে, কতটা পারি তা বুঝি না, আপনাদের ভাল লাগাই আমার প্রাপ্তি