নাগরিক

পাগলা জাঈদ ২ অক্টোবর ২০১৩, বুধবার, ১২:১৭:২৭পূর্বাহ্ন বিবিধ ১৭ মন্তব্য

নাগরিক

-আবু জাঈদ

নগরীর এক প্রান্তে খাদ্য কিন্তু ক্ষুধা নেই,
অন্য প্রান্তে ক্ষুধার মহাসমাবেশ, খাদ্য নেই,
তোমাদের আছে যুক্তি, যার বাস্তবতা নেই,
আমাদের আছে বাস্তবতা, যার যুক্তি ই নেই।

তাই বলি কি-
উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দাও রাজ্য পরিষদ
বুক থেকে এক চিমটি চামড়া নিয়ে কর অনিরুদ্ধ বশীকরণ
পালটে দাও নির্লজ্জ সংবিধানের বেহায়া গতিপথ।

১জন ১জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ