প্রযুক্তিগত সুবিধা আসবেই , একে ঠেকানো যায় না । কিন্তু আমরা বাঙ্গালীরা এর অপব্যবহার করি খুব ।
মোবাইলে 3G এসে গিয়েছে । টেলিটক শুরু করেছে আগেই , আজ শুরু হলো গ্রামীণ ফোনের। মন্ত্রী ” ভিডিও কল ” করার মাধ্যমে গ্রামীণ ফোনের 3G উদ্বোধন করলেন। আশাকরা যায় আগামী বছরের মার্চ মাসের মধ্যে সমগ্র দেশে 3G সুবিধা পাওয়া যাবে।
লক্ষ্য করে দেখুন ” মন্ত্রী আজ ভিডিও কলের মাধ্যমে 3G উদ্বোধন করলেন ” – হাইলাইটস এই খবরে , যেন 3G একমাত্র ভিডিও কলেই ব্যবহৃত হবে। অথচ ” মন্ত্রী একটি কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজ করার মাধ্যমে এটি উদ্বোধন করলেন ” – এমন হলেই ভালো হতো । বলা বাহুল্য সমস্ত মোবাইল অপারেটরগন এই ভিডিও কলের উপরই তাদের প্রচারনায় জোর দিবেন । বর্তমানে যেভাবে রাত ১২ টার পর কল রেট সর্বনিম্ন – একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই এই রাত ১২ টার প্রচারনা তা বুঝাই যায়।
3G এর অপব্যবহার ভয়াবহ রূপ নিতে পারে । এখানেও রাত ১২ টার পরে বিশেষ অফার দিবে মোবাইল অপারেটরগন এটা নিশ্চিত। কি কি হতে পারে ভিডিও কলে এটি আমরা সবাই জানি এবং বুঝি । কত যে কেলেঙ্কারি , কত ভিডিও যে অনলাইনে প্রকাশ হবে , তা এখনই কল্পনা করা যায় ।
অনুরোধঃ
১ / বোকার মত ভিডিও কল এ এমন কিছু করবেন না , যাতে আপনি বিব্রত হন ।
২ / আপনার ছেলে , ছোট ভাই , কন্যা , বোন কে 3G সাপোর্ট করে , এমন সেট কিনে না দেয়াই ভালো । যদি একান্তই দিতে হয় , নজর রাখবেন তার উপর। কারন হিন্দি সিরিয়াল দেখে , আপনি যা ধারনা করেছেন , তার চেয়ে অনেক বেশী কিন্তু তারা বুঝে গিয়েছে ।
অকঃ 3G মোবাইলে ব্যাবহার নিয়ে আমার দীর্ঘদিনের বন্ধু ব্লগার মিসুর সাথে আলাপের প্রেক্ষিতে এই পোস্ট লেখার আইডিয়া এসেছে।
পোস্টের কৃতিত্ব মুলতা মিসুর ।
১৮টি মন্তব্য
খসড়া
খুব ভাল বলেছেন। ধন্যবাদ এ প্রসঙে বক্তব্য দেবার জন্য।
জিসান শা ইকরাম
আমরা 3G এর অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকবো ।
নীলকন্ঠ জয়
একদমই ঠিক বলেছেন জিসান ভাইয়া। 3G সেটে অপব্যবহারের ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। এবং সামাজিক অধপতনের জন্য ভিডিও কল, ভিডিও কল রেকর্ডিং-ই যথেষ্ট।
ধন্যবাদ সতর্ক করে দেওয়ার জন্য।
জিসান শা ইকরাম
সতর্ক থাকতে হবে সবার ।
নিশিথের নিশাচর
পুরাপুরি সহমত আপনার সাথে দাদা…… এই 3G উপকারের থেকে অপকারই বেশি হবে মনে হয়।
জিসান শা ইকরাম
সতর্ক থাকলে কম হবে 🙂
আদিব আদ্নান
প্রযুক্তিকে অবশ্যই সতর্কতার সাথে গ্রহণ করতে হবে ।
অবশ্যই অপ্রাপ্ত বয়স্কদের নজরে রাখতে হবে ।
জিসান শা ইকরাম
আমাদের দেশে এর অপব্যবহার হবেই।
সতর্ক হলে অপব্যবহার কমে যাবে ।
ছাইরাছ হেলাল
শিশু কিশোরদের দিকে বিশেষ ভাবে নজর রাখা প্রয়োজন ।
জিসান শা ইকরাম
অবশ্যই নজর রাখতে হবে ।
মা মাটি দেশ
3Gব্যাবহারে যত যুকিই থাকবেই তাকে সর্তকতায় রাখতে হবে।মন্ত্রী একটি ভিডিও কল করে উদ্ভোধন করেছে এটা একটি কন্পিউটার ওপেন করে করলে ভাল হত।ঠিকই বলেছেন কিন্তু কি আর করা বিশ্ব যেখানে কন্পিউটার ছেড়ে অন্য দিকে আবিস্কারে মগ্ন সেখানে আমরাতো টেকনোলজিতে সবে মাত্র ভুমিষ্ট হলাম এখনও সরকারী অনেক প্রশাসনের কর্মকর্তারা কন্পিউটার চালাতে সহকারী নিয়োগ দিচ্ছে।
ঠিক হয়ে যাবে সব…..আশায় আছি।ধন্যবাদ।
জিসান শা ইকরাম
3G টা আসলে নেটের জন্য সবচেয়ে ভালো এই প্রচারনা চালালে অনেক সুবিধা হয় ।
শুধু ভিডিও কলের জন্য জোড় প্রচারনা না চালানো হয় ।
ধন্যবাদ আপনাকেও ।
প্রিন্স মাহমুদ
3G বুঝিনা , বুঝতেও চাইনা , এত আধুনিক আমি হমু না 🙁 আমি মূর্খই থাকুম ।
জিসান শা ইকরাম
না , মূর্খ কেনো থাকবো ?
আমরা শুধু সতর্ক থাকবো — -{@ -{@
বনলতা সেন
প্রযুক্তির পক্ষে বরাবর আমি , তবে সম্ভাব্য ক্ষতি এড়িয়ে ।
জিসান শা ইকরাম
হুম ঠিক ।
প্রজন্ম ৭১
জনসচেতনা মুলক পোস্ট । সতর্ক থাকতে হবে । (y) (y)
জিসান শা ইকরাম
অবশ্যই সতর্ক থাকতে হবে ।