মিষ্টি-মুষ্টি দেখান, আজ মনে হয় এই প্রথম শুনলাম, অন্তত কেউ একজন বুঝে গেছে দেখে শান্তি ছাড়া উলুবনে মিস্টি খাওয়ান বলে কোনই লাভ নাই 🙂
আমি আর ওদের সাথে পেরে উঠছিনা রে ভাই…
চারমূর্তি? নিজের প্রতিচ্ছবি নয়তো ?
বিভিন্ন পোষ্টে আপনার মন্তব্য দেখে তো প্রমান পাইনা যে আপনি শব্দ খরায় ভুগছেন ।
সোনেলা ব্লগের ত্রিমূর্তি মানে কি ? কারা এই ত্রিমূর্তি ? এনারা কি মৎস প্রজাতির ? ঝাতি জানতে চায় ।
ছবিগুলো সুন্দর ।
কিন্তু এত ছোট দিলেন কেনো ? ৭০ কেবি পর্যন্ত তো দিতে পারতেন।
নুতন ক্যামেরায় তোলা ছবি দেখতে চাই ।
ত্রিমূর্তি সবেশে নিশ্চয়ই হাজিরা দেবে, চিনে নিক না ঝাতি 🙂
এরা মৎস কেনো নানান রূপেই আসে… আমি নিজে এখনো ধরাছোঁয়ার অনেক বাইরে…
ছবিগুলো কিন্তু নরুন ক্যামেরাতেই তোলা, RAW Format এ ছিলো, এজন্য ৭০ কেবি তে আন্তেই ছোট হয়ে গেলো।।
একদম ৭০ তে আনতে কি সফট ইউজ করবো ভাইয়া?
আচ্ছা সব্যসাচী কাকে বলে? আমি জানি না আপনি জানেন? আবার আপনাকেই সব্যসাচী বলে নাতো ? দাড়ান দাড়ান দেখছি, উপরে এমন একজন আছে যার সাথে আবার তার উপরের জনের হট লিংক আছে। ওনাকে বলবো প্রতিবেদন তৈরী করতে। উনি সব পারেন।
ছবিগুলোর কথা বলার প্রয়োজন নেই যেখানে শকুন্তলা আপনার ছবি দেখে লজ্জা পেয়ে গেছেন।
এবার কিন্তু একটা কথা বলতেই হয়। আপনি তো শুধু ছবি তুলেছেন তাই না? আপনিতো আর তাদেরকে সৃষ্টি করেন নি তাহলে এত কম ছবি কেন দিলেন? এমনতো না যে আপনাকে সৃষ্টি করতে হয়। খুঁজে খুঁজে শুধু ছবি তুলবেন আর কোনো কাজ নেই।
আচ্ছা কৃপনের সংজ্ঞা কি ? ;? ভুলে গেছি আমি বলবেন দয়া করে?
আমি কৃপন? আমার কোথাও কোন শত্রু নাই, আজ থেকে আপনিই হলেন :Angry:
রিসাইজ করতে গেলে, আমার সাইজই কিছুটা চেঞ্জ হয়ে যায় রে ভাই, আর বেশি দিলে কেউ বিরক্ত হয় কিনা এটা ভেবেই …
সব্যসাচীর সংজ্ঞা ত্রিমূর্তি জানেনা এ কি করে সম্ভব? অবশ্য নিজেকে সংজ্ঞায়িত করা কঠিন কর্মই বটে 🙂
না না ঠিক আছে আপনিই সঠিক তারপরও কারো শত্রু হতে চাই না। আমি ছোট মানুষতো তাই প্রথমে বুঝিনি একটু আগে রেডিওতে দেখেছি নতুন ক্যামরা দিয়ে ছবি বেশি তুললে নাকি ক্যামরার ক্ষতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে। ওমাগো !!! দেখবেন একটু সাবধানে চালাবেন শেষে নাতি পতিরা যাতে দাদীর হাতের ক্যামরা ব্যবহার করার সৌভাগ্য অর্জন করতে পারে।
দিন দিন নষ্ট হবে না নতুন ক্যামরা এতো তাড়াতাড়ি। গ্যারান্টি দেয়নি নাকি? ^:^
শুন্য শুন্যালয়
কত্তোগুলা কথা শুনাইলো, আমি যদি ১০০ বান্ডিল ছবি আপনারে ইনবক্স না করছি !!! রিসাইজের দায়িত্ব আপনার 😀
কি যে করি, রাজ্যের বিশাল গেট, তবু পথ পালটে আসতে একটু দেরি যে হয়েই যায় …
মশাই
না না ভাই বন্ধ ফন্ধের ভিতর তো আরও বেশি থাকার কথা। তবে আমি মনে হয় বুঝতে পেরেছি কেন ছিলো না নিশ্চই বিরাট কোনো উপন্যাস লিখেছে দু’দিনে, দেখবেন আজকে পোষ্ট করবেই ওটা। ভাব-সাব কিন্তু তাই বলছে। আজকে সোনেলা উপন্যাস পাবেই।
কে যে কাকে ধার দেবে বা নেবে তা বুঝতে পারছি না ।
তবে আমার অবস্থা খুব সঙ্গিন , ধার পেলে এ যাত্রা প্রাণ বেঁচে যায় ।
তা না হলে আউল- ফাউল লেখা ছলে আসলে তখন নিন্দের ভাগ আপনাদেরই নিতে হবে ।
সমস্যা নেই কোন , লেখাটিতো পালিয়ে যাচ্ছে না ।
অপেক্ষা করার অভ্যেস আমার আছে ।
আর এ লেখাটি এখানে দেয়ার জন্য লিখিও নি । কী মনে হল ,আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়েও দিলাম ।
৪৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্, এবারে ছবি তোলা আমাকে শেখাতেই হবে ।
নূতন ক্যামেরা , মিষ্টি-মুষ্টি দেখান অন্তত ।
শব্দ জিপসিদের এজন্যই ভাল লাগে না । আর শব্দদের দোষ-ই দেই কী করে ?
সে তো ওদের দখলে , আপনি এর একটি ব্যবস্থা করুণ সত্বর ।
আমি কিন্তু চারমূর্তি দেখতে পাচ্ছি ।
শুন্য শুন্যালয়
মিষ্টি-মুষ্টি দেখান, আজ মনে হয় এই প্রথম শুনলাম, অন্তত কেউ একজন বুঝে গেছে দেখে শান্তি ছাড়া উলুবনে মিস্টি খাওয়ান বলে কোনই লাভ নাই 🙂
আমি আর ওদের সাথে পেরে উঠছিনা রে ভাই…
চারমূর্তি? নিজের প্রতিচ্ছবি নয়তো ?
বনলতা সেন
ও মোর খোদা ! আপনি ছবিও তোলেন ?
লজ্জা দিচ্ছেন ,তা কিন্তু বুঝতে পারি ।
শুন্য শুন্যালয়
লজ্জা রেখে দিন, আমি মডেল হবার জন্য আপনাকে অনুরোধ করতেই পারি …
জিসান শা ইকরাম
বিভিন্ন পোষ্টে আপনার মন্তব্য দেখে তো প্রমান পাইনা যে আপনি শব্দ খরায় ভুগছেন ।
সোনেলা ব্লগের ত্রিমূর্তি মানে কি ? কারা এই ত্রিমূর্তি ? এনারা কি মৎস প্রজাতির ? ঝাতি জানতে চায় ।
ছবিগুলো সুন্দর ।
কিন্তু এত ছোট দিলেন কেনো ? ৭০ কেবি পর্যন্ত তো দিতে পারতেন।
নুতন ক্যামেরায় তোলা ছবি দেখতে চাই ।
শুন্য শুন্যালয়
ত্রিমূর্তি সবেশে নিশ্চয়ই হাজিরা দেবে, চিনে নিক না ঝাতি 🙂
এরা মৎস কেনো নানান রূপেই আসে… আমি নিজে এখনো ধরাছোঁয়ার অনেক বাইরে…
ছবিগুলো কিন্তু নরুন ক্যামেরাতেই তোলা, RAW Format এ ছিলো, এজন্য ৭০ কেবি তে আন্তেই ছোট হয়ে গেলো।।
একদম ৭০ তে আনতে কি সফট ইউজ করবো ভাইয়া?
শুন্য শুন্যালয়
তারা আমার থেকে ধরাছোঁয়ার অনেক বাইরে … 🙂
নির্বাসিত নীল
‘শব্দ খরা’ থেকে যদি সুন্দর কিছু বের হয়,
তবে ‘শব্দ খরা’ই ভালো।
সবগুলো ছবিই সুন্দর।
তবে আমার দুই নাম্বারটাই বেশী ভাল্লাগছে।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ভাইয়া, প্রজাপতির চোখ আর মুখ আসলেই সুন্দর 🙂
মশাই
দেখছি গল্প লিখেন,
লিখেন কবিতাও ,
প্যাঁচালও দেখছি,
আজকে ছবিটাও।
আচ্ছা সব্যসাচী কাকে বলে? আমি জানি না আপনি জানেন? আবার আপনাকেই সব্যসাচী বলে নাতো ? দাড়ান দাড়ান দেখছি, উপরে এমন একজন আছে যার সাথে আবার তার উপরের জনের হট লিংক আছে। ওনাকে বলবো প্রতিবেদন তৈরী করতে। উনি সব পারেন।
ছবিগুলোর কথা বলার প্রয়োজন নেই যেখানে শকুন্তলা আপনার ছবি দেখে লজ্জা পেয়ে গেছেন।
এবার কিন্তু একটা কথা বলতেই হয়। আপনি তো শুধু ছবি তুলেছেন তাই না? আপনিতো আর তাদেরকে সৃষ্টি করেন নি তাহলে এত কম ছবি কেন দিলেন? এমনতো না যে আপনাকে সৃষ্টি করতে হয়। খুঁজে খুঁজে শুধু ছবি তুলবেন আর কোনো কাজ নেই।
আচ্ছা কৃপনের সংজ্ঞা কি ? ;? ভুলে গেছি আমি বলবেন দয়া করে?
শুন্য শুন্যালয়
আমি কৃপন? আমার কোথাও কোন শত্রু নাই, আজ থেকে আপনিই হলেন :Angry:
রিসাইজ করতে গেলে, আমার সাইজই কিছুটা চেঞ্জ হয়ে যায় রে ভাই, আর বেশি দিলে কেউ বিরক্ত হয় কিনা এটা ভেবেই …
সব্যসাচীর সংজ্ঞা ত্রিমূর্তি জানেনা এ কি করে সম্ভব? অবশ্য নিজেকে সংজ্ঞায়িত করা কঠিন কর্মই বটে 🙂
মশাই
না না ঠিক আছে আপনিই সঠিক তারপরও কারো শত্রু হতে চাই না। আমি ছোট মানুষতো তাই প্রথমে বুঝিনি একটু আগে রেডিওতে দেখেছি নতুন ক্যামরা দিয়ে ছবি বেশি তুললে নাকি ক্যামরার ক্ষতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে। ওমাগো !!! দেখবেন একটু সাবধানে চালাবেন শেষে নাতি পতিরা যাতে দাদীর হাতের ক্যামরা ব্যবহার করার সৌভাগ্য অর্জন করতে পারে।
দিন দিন নষ্ট হবে না নতুন ক্যামরা এতো তাড়াতাড়ি। গ্যারান্টি দেয়নি নাকি? ^:^
শুন্য শুন্যালয়
কত্তোগুলা কথা শুনাইলো, আমি যদি ১০০ বান্ডিল ছবি আপনারে ইনবক্স না করছি !!! রিসাইজের দায়িত্ব আপনার 😀
সিনথিয়া খোন্দকার
আপনার তোলা ছবি? অসাধারন!! (y)
শুন্য শুন্যালয়
হুম একটু একটু শিখছি, থ্যাংকস 🙂
খসড়া
অসাধারণ। (y)
শুন্য শুন্যালয়
থ্যাঙ্কস ভাইয়া, অনেক দিন কিন্তু পোস্ট পাচ্ছিনা আপনার… কেনো কেনো কেনো?
প্রজন্ম ৭১
এমন ছবি পেলে শব্দ খরায় ভুগুন সমস্যা নেই ।
শুন্য শুন্যালয়
বলছেন, ভরসা পেলাম ভাই, ধন্যবাদ 🙂
সীমান্ত উন্মাদ
চমৎকার ছবি ব্লগে অনেক অনেক ভালোলাগা।
শুন্য শুন্যালয়
থাঙ্কু ভাইজান …
ছাইরাছ হেলাল
কই যে থাকে ?
মশাই
আমার হারিকেনে কেরোসিন শেষ খুজতে খুজতে। তবে কিছুটা অবাক হলাম।
ছাইরাছ হেলাল
কেন অবাক কেন ?
আপনার খবর নেই , মনযোগের দেখা নেই ।
মশাই
অবাকতো হতেই হয়। জন্তর মন্তর ফু যখন আপনি জানেনই তখন লুকায় কিভাবে তারা???
ছাইরাছ হেলাল
জানি তো ,ব্যাস্ত ছিল , সেটা বলে ফেলা ঠিক না ।
আর বন্ধ-ফন্ধ আছে , তাই এমন ।
শুন্য শুন্যালয়
ঠিক ঠিক, আমাকে কেউ খোঁজেই না 🙁
শুন্য শুন্যালয়
আরে আমি তো আপনাদের কেই খুঁজছি, … পথ ক্রস হয়ে গেলো নাকি? ;?
ছাইরাছ হেলাল
ছবি দিয়ে হাওয়া হবেন এটি কিন্তু ঠিক না ।
শুন্য শুন্যালয়
কি যে করি, রাজ্যের বিশাল গেট, তবু পথ পালটে আসতে একটু দেরি যে হয়েই যায় …
মশাই
না না ভাই বন্ধ ফন্ধের ভিতর তো আরও বেশি থাকার কথা। তবে আমি মনে হয় বুঝতে পেরেছি কেন ছিলো না নিশ্চই বিরাট কোনো উপন্যাস লিখেছে দু’দিনে, দেখবেন আজকে পোষ্ট করবেই ওটা। ভাব-সাব কিন্তু তাই বলছে। আজকে সোনেলা উপন্যাস পাবেই।
শুন্য শুন্যালয়
ত্রিমূর্তির কাছ থেকে ধার ফার চাওয়া ছাড়া আমার আর উপায়ই নেই 🙁
ছাইরাছ হেলাল
কে যে কাকে ধার দেবে বা নেবে তা বুঝতে পারছি না ।
তবে আমার অবস্থা খুব সঙ্গিন , ধার পেলে এ যাত্রা প্রাণ বেঁচে যায় ।
তা না হলে আউল- ফাউল লেখা ছলে আসলে তখন নিন্দের ভাগ আপনাদেরই নিতে হবে ।
ছাইরাছ হেলাল
‘চলে’ পড়তে হবে ।
মশাই
আরে জগৎ বিখ্যাত লেখকদের লেখা পড়তে পড়তে একটু বিরক্ত হয়ে পড়েছি শ্রদ্ধেয়। এবার একটা আউল ফাউল লেখার খুব খুব দরকার। দিয়ে দিন না একটা প্লিজ বলছি।
শুন্য শুন্যালয়
দিয়ে দিন না একটা প্লিজ বলছি…।
মা মাটি দেশ
একে বারে মন্তব্যের বন্যা খড়ার বন্যায় নাইবা গেলাম :Happy-Grin:
শুন্য শুন্যালয়
বন্যায় তো পরে গেলেন ভাইয়া, আর উপায় নেই… আজকাল কম কম দেখছি কেনো আপনাকে? ঠিক ঠিক বলুন ।।
ছাইরাছ হেলাল
দায় , আপনাদের ই । দিয়ে দিলাম ।
মশাই
diyeche sejonno dhonnobad tobe kajta aktu kharap holo. Amio kintu ha kore takiye chilam apnar post paoar jonno. Thak amari kopal mondo.
শুন্য শুন্যালয়
কথা দিচ্ছি এ পোস্ট আপনিও পড়তে পারবেন… আজ যুক্তি করে দুজনের পোস্ট, 🙂
ছাইরাছ হেলাল
সত্যি বলছি আমি কিন্তু কিছুই জানিনা ।
আপনি জানলেও জানতে পারেন ,একদিকেরটি ।
ছাইরাছ হেলাল
সমস্যা নেই কোন , লেখাটিতো পালিয়ে যাচ্ছে না ।
অপেক্ষা করার অভ্যেস আমার আছে ।
আর এ লেখাটি এখানে দেয়ার জন্য লিখিও নি । কী মনে হল ,আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়েও দিলাম ।
নীলাঞ্জনা নীলা
শব্দখরা বুঝি একে বলে!!! 😮
আজ প্রথম জানলাম।
আবারও শব্দখরা হোক, নতূন নতূন অনেক কিছু আসুক। -{@ (3
শুন্য শুন্যালয়
হুম খরাই তো, লেখার কিছুই পাইনা আমি, সেইইইইই তবে থেকে। 🙂
নীলাঞ্জনা নীলা
লেখার কিছু পাওনা বলেই এতো ভাবতে হয় মন্তব্য করতে গিয়ে। যদি পেতে তাহলে বোধ হয় ভাষাহীন হয়ে যেতাম।