
সোনেলার নতুন অফিস উদ্বোধন আজ। আমি জিসান ভাইজানসহ হেলাল ভাইজান, তৌহিদ ভাই, মমি ভাই, মজিবর ভাই বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের আলোচ্য বিষয় হলো সোনেলার মিলনমেলা আরও আড়ম্বরপূর্ণ কিভাবে করা যায়। আমি বললাম, করোনা কালে সবার জন্য আমি চিন্তা করি; ফোনে দু’একজনের সাথে যোগাযোগও হয়। ভাবি কবে আবার একসাথে আড্ডা দেব আমরা। এটি প্রায়ই ভাবি বাসায় বসে ব্লগিং করার সময়, গত ফেব্রুয়ারীতে মিলন মেলা হলো আবার কবে মিলিত হব সবাই?
জিসান ভাই বললেন, আপনারা সবাই যদি ইঞ্জা ভাইয়ের মতো চিন্তাভাবনা করেন তাহলে নিশ্চয় আরও সুন্দর মিলনমেলা করা সম্ভব আমাদের।
হঠাৎ সাবিনাপু আর বন্যাপুর আগমন। জিসান ভাইজান লাফিয়ে উঠে বললেন এই কে কোথায় আছিস! তাড়াতাড়ি গিয়ে জিলাপি নিয়ে আয়। পিয়ন ব্যাটা ঝিমুচ্ছিলো, সেখান থেকে তড়াক করে লাফ দিয়ে দৌড় লাগালো জিলাপি আনতে। সাবিনা আপু আদুরে গলায় বললো, ভাইয়া শুধু জিলাপি, মিষ্টি কই?
জিসান ভাইজান ততোধিক আদুরে গলায় বললেন, আপনাদের মিষ্টি রাখা আছে; জিলাপি হলো স্টাটার। আমাদের অন্যান্য ব্লগারবৃন্দ চলে আসলে সবাইকে নিয়ে ফিতে কাটবো এরপর মিষ্টি মুখ করানো হবে।
হেলাল ভাইজান হে হে হে করে হেসে বললেন, মেয়েদের নিয়ে আর পারিনা! শুধুই মিষ্টি মিষ্টি করে।
তৌহিদ ভাই বললো, আচ্ছা আচ্ছা আপুরা খেতে চেয়েছে আর কি! আপু আপনি আসেন, ভিতরে একবার দেখিয়ে নিয়ে আসি।
বন্যা আপু বললেন, এই তৌহিদ ভাই, আমার পান কই?
তৌহিদ ভাই জিভ কেঁটে নিজেই পান আনতে দৌড় দিলেন। যেভাবে দৌড় দিলেন, ঠিক সেভাবেই ফিরে এলেন পান নিয়ে।
কিছু সময়ের মধ্যেই দেখছি পুরা অফিস ভরপুর। সিনিয়র এবং রিটায়ার্ড ব্লগার ভূমিহীন জমিদার, বন্দনা আপু, সারোয়ার ভাইও হাজির।
ভূমিহীন ভাই কুমিল্লা থেকে মাতৃ ভান্ডারের রসমলাই নিয়ে এসেছেন দশ হাঁড়ি, দেখেই সবার চোখ লোভাতুর হয়ে গেলো।
শাহরিন আপু বন্যা আপু আর সাবিনা আপুকে কানে কানে বললেন, তিনটা হাঁড়ি তাড়াতাড়ি সরিয়ে রাখার ব্যবস্থা কর। কথাটা কানে যেতেই জিসান ভাইজান বললেন, কেউ হাঁড়ির দিকে নজর দিওনা, নাহলে সবারই সর্ট পড়বে।
বন্দনা আপুকে দেখলাম, বিড়ালের ঘন্টা বাঁধা শিখাচ্ছেন পিচি আপু মনি কাশফিতাকে।
পিয়ন ব্যাটা জিলাপি এনে ভিরমি খেলো এতো লোক দেখে। জিলাপি তো শর্ট পড়বে! সে তাড়াহুড়ো করে জিলাপি আমার হাতে দিয়ে আরও আনতে ভোঁ দৌড়। জিলাপি হাতে নিয়ে মিষ্টি খোর আমি তাড়াহুড়ো করে জিলাপি নিয়ে মুখে দেবো…..
ধ্যাত ঘুম ভেঙ্গে গেলো! আমি এদিক ওদিক তাকাই, আমার জিলাপি কই? আহারে জিলাপি আমার!
এমন #স্বপ্ন কি বাস্তব হবে?
চলবে-
প্রচ্ছদঃ জাকিয়া জেসমিন যূথী
জিলাপির ছবি: গুগল
১১৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হাজির হলাম পড়ে সাক্ষাত করব। ভাইজান।
ইঞ্জা
অপেক্ষায় রইলাম।
মোঃ মজিবর রহমান
💜
ইঞ্জা
💕💕
মোঃ মজিবর রহমান
হ্যা হ্যা আমি মিষ্টি খোর! আমিও মিষ্টি চাইই চাই। সুন্দর লাগল অধম আমি বাদে সবাই এইরকম সুন্দর সুন্দর মিষ্টি খাওয়ার অফার দিবেন। ঘুমের মাঝেই খেয়ে হায় তুলব আরো দেন,, আর এক্টু দেন্না প্লিজ।
ইঞ্জা
ভাই আপনারা খাওয়ার আগেই খেতে চেয়েছিলাম, কিন্তু স্বপ্ন ব্যাটা বাটপারি করলো। 🙄
মোঃ মজিবর রহমান
তাইতো পড়লাম। রিজিকের মালিক আল্লাহ। পরের পর্বে খাওয়ানো হবে।
ইঞ্জা
দেখা যাক ভাই
মোঃ মজিবর রহমান
দুক্ষিত আমি ফেবুতে নিয়মিত নই।
ইঞ্জা
ভাই নিশ্চয় নিয়মিত হয়ে উঠবেন, দোয়া রইলো।
মোঃ মজিবর রহমান
ব্লগে হইতো নিয়মিত থাকব কিন্তু ফেবুতে নই।
ইঞ্জা
অবশ্যই ভাই ব্লগই আপনার জন্য অপেক্ষায়।
নীরা সাদীয়া
পরপর ২ বার আপনার ঘুম ভেঙে গেলো?
নাকি ১ম বারের ঘুম ভাঙার লাইনটা ভুলে চলে এসেছ? আসলে ঐ লাইনটার জন্য পুরো গল্পটাই মাঝপথে কেমন ঝপাত করে ভেঙে যাচ্ছে!
ইঞ্জা
কপি পেস্ট হয়ে গিয়েছিলো আপু, ধন্যবাদ।
এখন ঠিক করে দিয়েছি আপু।
জাকিয়া জেসমিন যূথী
ধ্যাত ঘুমটাই ভেঙ্গে গেলো। … তৃতীয় প্যারাটা বোধহয় ভুল এসেছে। মুছে দিতে হবে।
ভালোই। যেখানে আমার নাম দিয়েছেন, সেখানে আমি ভাবছি ২য় পর্ব বুঝি বা আমার লিখতে হবে। হা হা হা। আর আমার নামের একটা পার্ট বানান ভুল এসেছে ভাইজান। যুঁথি= যূথী হবে।
গল্পের শুরু চমৎকার। চলুক কলম সবার।
ইঞ্জা
আপু কপি পেস্টের ঝামেলা ছিলো ঠিক করে দিয়েছি, সাথে নামের বিষয়টাও ঠিক করে দিয়েছি।
সুন্দর প্রচ্ছদটার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিরন্তর।
জাকিয়া জেসমিন যূথী
নাম কিন্তু এখনো ভুল রয়ে গেছে। যূথী হবে
রোকসানা খন্দকার রুকু।
এরপর কে লিখবে তা জানালে ভাল হত
ইঞ্জা
আপু অলরেডি ঠিক করে দিয়েছি, এখন ঠিক আছে আপু?
জাকিয়া জেসমিন যূথী
একদম
ইঞ্জা
এরপর সম্ভবত জিসান ভাইজান লিখবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
গল্পে গল্পে জমে উঠুক সোনেলা ব্লগ। শুভ কামনা।
ইঞ্জা
অবিরাম ধন্যবাদ ভাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো থাকবেন। ধন্যবাদ।
আরজু মুক্তা
তৌহিদ ভাই গাইবান্ধার রসমন্জরি আনবেন কি?
তাহলে তাড়াতাড়ি আসতাম!🍴
তৌহিদ
গাড়ি দাঁড়ালে আনবো অবশ্যই।☺
বন্যা লিপি
ফু’আম্মা, আবার রসমঞ্জরী????? তৌহিদ ভাউ জিলাপী আনলেও মনে করুম কিপ্টামী ছাইড়া গেছে হেরে😂😂😂😂
ইঞ্জা
আপু লাইনে আগে মুই খাড়াইছি, রসমঞ্জরি হোক বা জিলাপি, মুই আগে খামু। 😁
তৌহিদ
বন্যা আপু আমারে যে তকমা দিলেন! রসমঞ্জুরী না, আপনার কপালে পানও জুটবেনা। ☺
বন্যা লিপি
তৌহিদ ভাই, আপনে কেমনে ভাবলেন, আপনার কাছ থিকা আমি পানের আশা করুম? আমি তো পানের কতাই চিন্তা করিনাই, মুক্তা ফুআম্মা আবার রসমঞ্জরী আশা করে…… হুহ্….মানু আর পাইল্হে না😏😏😏😏
তৌহিদ
আমি মানুষ বুঝে খাওয়াই, বুঝলেন তো!
ইঞ্জা
রসমঞ্জরি এ আবার কি, আমিও খেতে চাই।
ইঞ্জা
ভাই উদ্ভোদন বলে কথা, নিয়ে আসেন।
তৌহিদ
রসমালাই ভাই।
ইঞ্জা
ওরে বাবা এটাই রসমঞ্জরি 😱
তৌহিদ
এগ্লা কথা! জিলাপি শর্ট! মোট্টেও না। আসলে এরকম পরিস্থিতি হবে জানতাম বিধায় কিছু জিলাপি আগাম সরিয়ে রেখেছিলাম। যাতে সবার ভাগে পড়ে। হায়! ঘুম ভেঙ্গে দেখি আমার মুখ পানি পানি হয়ে আছে। স্বপ্নের জিলাপি খেতে গিয়ে রসে টইটুম্বুর জিলাপির রস ভেবে সারারাত ঠোট চেঁটে খেয়েছি 😜
দাদা, এমন বাস্তব সপ্ন দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। এ স্বপ্ন সত্যি হবেই একদিন।
চমৎকার লিখেছেন দাদা। এগিয়ে চলুক গল্প। সোনেলার ব্লগারদের অংশগ্রহণে গল্প লেখার দারুণ একটি আইডিয়া এটি। জিসান ভাইকে ধন্যবাদ।
ধন্যবাদ যূথী আপুকে। এত কষ্ট করে আমাদের জন্য চমৎকার একটি কাভার ফটো বানিয়েছেন।
সবার জন্য শুভকামনা রইলো।
ইঞ্জা
ভাগ্যিস বার্গার ছিলোনা স্বপ্নে, থাকলে পুরা পাশ বালিশ হাপিস করে দিতেন আপনি। 😜😛
এই স্বপ্নটা যদি সত্যি করা যায়, তাহলে জমবে মজা, আচ্ছা আসার সময় রসমঞ্জরি আনতে ভুলবেন না, নামেই দিওয়ানা হয়ে গেছি। 😉
তৌহিদ
ইনশাআল্লাহ ভাই।
ইঞ্জা
ইনশা আল্লাহ
রেহানা বীথি
স্বপ্নে আমার দুর্বলতা বরাবরই, তারওপর জিলাপি, মিষ্টি… আহা আহা!
দারুণ শুরু ভাইয়া।
প্রতি পর্বেই সাথে থাকতে চাই।
ইঞ্জা
আপু সায়হে থাকুন, তৌহিদ ভাই রসমঞ্জরিও নিয়ে আসবেন। 😁
সুপর্ণা ফাল্গুনী
এতো জিলাপিময় গল্প। জিহ্বা তো উথালপাথাল করছে। ইস কবে যে সোনেলার সবার সাথে আবার দেখা হবে। তৌহিদ ভাই জিলাপি রাইখেন কইলাম আমি আবার গরম জিলাপির ভক্ত।
ইঞ্জা
এই আইসে আরেক জিলাপি খোর, তৌহিদ ভাই জিলস্পি তো শেষের পথে। 😆
সুপর্ণা ফাল্গুনী
শেষের পথে হলে ভালো। নতুন করে গরম টা আনবেন। 😍😍
ইঞ্জা
পিয়ন গেছে আপু, দ্রুতই গরম গরম জিলাপি আসছে।
সুরাইয়া পারভীন
ভাঙ্গবেই তো ঘুম 😕
আমাকে ছাড়াই জিলাপী খাওয়া!!
ওটুকু জিলাপী আমার একারই লাগবে
হা হা হা হা হা হা
দারুণ লিখেছেন ভাইয়া
ইঞ্জা
আরে খোদা, এ দেখি সবাই জিলাপির পাগল, মোর কি হবে মনু? 😂😂😂🤣🤣🤣🤣
জিসান শা ইকরাম
ইশ জিলাপিই খেতে পারলেন না? এটা কিছু হলো? ঘুমটা আর একটু দেরী করে ভাঙলে কি হতো?
স্বপ্নের প্রথম পর্ব দিয়ে গল্প লেখা শুরু হলো।
আশাকরি সমস্ত একটিভ ব্লগারগন এই সম্মিলিত গল্প লেখায় অংশ গ্রহন করবেন।
সুন্দর প্রচ্ছদটির জন্য বীথি ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা। অতি অল্প সময়ের মধ্যেই উনি এটি তৈরী করে দিলেন।
সম্মিলিত গল্পের সাফল্য কামনা করছি।
ইঞ্জা
ভাইজান, ঘুমে না হলেও জেগেই আমার স্বপ্ন সত্যি হলো, বাকিটা এখন আপনারভহাতেই, জিলাপি আমার খাওয়া চাই চাই। 😁
যুঁথী আপুর তুলনা নাই, আমার বেশ পছন্দ হয়েছে প্রচ্ছদটি, কৃতজ্ঞ হয়ে রইলাম, ধন্যবাদ আপুকে।
বন্যা লিপি
আপনি ভাইজান বার বার যুথীরে চন্দ্রবিন্দু দিয়া ব্যাহা বানাইয়া দেতে লাগজেন ক্যা হেইডা আগে কন। চন্দ্রে বিন্দু না দিয়াই যুথী লেহেন। যুথী আফায় রাগ হইবার লাগজে দেহেন না?
ইঞ্জা
আফা হেইয়া বুইজ্জা মুই আগেই তা ঠিক কচ্ছি, বুঝেন। 😉
তৌহিদ
বন্যা আপুরটাও ঠিক হয়নাই 😃😃
যূথী হবে ☺
বন্যা লিপি
লাগজে…..তৌহিদ ভাউ লাগজে মোর পিছে….ভুল ধরনের😊😊
সুপায়ন বড়ুয়া
জিলাপীর রঙটা হেভী হলো গল্পের মতো মজা
সাথে যুঁথী আপুর সুন্দর প্রচ্ছদটার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিরন্তর।
শুভ কামনা।
ইঞ্জা
দাদা খুব শিগ্রই আপনার পালা আসবে, রেডি থাকুন।
বন্যা লিপি
সুপায়ন দাদা যুথী লেখেন >যুঁথী না
ইঞ্জা
নামে যায় লেখেন ভুল নাই, এরপরেও ঠিক করে দেওয়া ভালো।
প্রদীপ চক্রবর্তী
প্রথমে বলি প্যাঁচাল জিলাপির প্যাঁচটা দারুণ 😂
আর আপনারা খেলেন আমাদেরকে রেখে!
এটা কেমন করে হয় দাদা?
.
প্রচ্ছদটি সুন্দর হয়েছে। যুঁথী দিদির প্রতি কৃতজ্ঞতা।
আর আমাদের ইঞ্জা দাদা গল্পটা পাঠিয়ে তুলেছেন।
দেখি পরবর্তী পর্বে আমাদেরকে আমন্ত্রণ জানান কি না।
ইঞ্জা
দাদা উদ্ভোদনি দিনে আপনাদের সবার আগমন হবে, এবং আপনাদের একে একে ডাকা হবে গল্পটি পরিপূর্ণ করার জন্য, ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
ইঞ্জা
😁
সুরাইয়া নার্গিস
জিলাপী শব্দটা জানি কেমন নাম শোনলেই খাওয়ার লোভ আসে, দারুন লিখছেন ভাইজান।
স্বপ্নে খাওয়ার মজাই আলাদা তারপর যদি মিষ্টি হয় তাহলে কথায় নেই 😋।
জিসান ভাই মুখে খালি ছোট আপু স্বপ্নে আমাকে নিল না 😩,হেলাল ভাইয়া,তৌহিদ ভাইয়া,মমি ভাইয়া,মজিবর ভাইয়া,জিলাপীর লোভে আড্ডা দেয় সব বুঝি 😏। সাবিনা আপু,বন্যা আপুও আমাকে খোঁজল না 😪
ভাগ্যিস ইঞ্জা ভাইজান জিলাপী খাওয়ার আগে ঘুমটা ভাঙ্গল এখন বাস্তবে খেলে আমিও ভাগ পাব😋। গল্পে তো আমার নাম নেই তাই স্বপ্নে খেতে পারি নাই, দেখা হলে জিলাপীর ভাগ নেব ☺😋
ধন্যবাদ পিয়ন ব্যাটাকে আমার জিলাপী আনতে গিয়েছে, ফেরত আসার আগে আমিও আসতেছি সবাই সোনেলা ব্লগে চোখ রাখুন 😍
শুরুটা চমৎকার হয়েছে এগিয়ে চলুক গল্প।
শুভ কামনা রইল সোনেলা ব্লগ।
ইঞ্জা
আপু স্বপ্নে দেখছি আপনারা সবাই হাজির হইতেছেন, জিলাপি শিগ্রই খাওয়া হবে, নো চিন্তা ডু ফুর্তি। 😁
সুরাইয়া নার্গিস
ভাগ্যিস স্বপ্নটা ভাঙ্গছিলো না হলে যেতে খাওয়া শুরু করছিলেন দোকানে জিলাপী তৈরি করেও সামলানো যেত না 😋😋😋
যাইহোক খাওয়ার আশা রাখছি 😍
ইঞ্জা
আপু আমি জিলাপি খোর হলেও পেট আমার টাংকি নয়। 😆
সুরাইয়া নার্গিস
তাও ঠিক তবে যেভাবে শুরু করছিলেন চিন্তার বিষয় ☺
তৌহিদ
আপনাকে স্পেশাল জিলাপি খাওয়াবো ঠিক আছে ☺
সুরাইয়া নার্গিস
সেটা স্বপ্নেই দেখলাম 🙄
আমাকে রেখেই জিলাপী খাওয়া শুরু 😩
স্বপ্নটা না ভাঙ্গলে তো এই খবরটাও জানতাম না 😏
আচ্ছা খাওয়াবেন বলছেন যখন খুশি হলাম, আফাতত মিষ্টি খাব না, স্পেশাল জিলাপীর জন্য অপেক্ষা করবো 😋😋😋
ইঞ্জা
হ হ হরে বইনা, আফনের লাগি স্পেশাল জেলেবি লইয়া আইতাছি। 🤡🥰
রোকসানা খন্দকার রুকু।
এরপর কে লিখবে তা জানালে ভাল হত।
ইঞ্জা
এরপরে জিসান ভাইজান গ্রুপে জানাবেন টাইম টু টাইম কে লিখবেন।
খাদিজাতুল কুবরা
গল্প পড়লা, সবার মোটামুটি কমেন্টবক্সের আড্ডাও উপভোগ করলাম।
খুব ভালো লাগলো।
গল্পের পরের পর্বের অপেক্ষায় রইলাম।
ইঞ্জা
আপনারও লিখতে হবে, সময়ে গ্রুপ পোস্টে জানবেন, রেডি থাকুন।
খাদিজাতুল কুবরা
আমি কখনও গল্প লিখিনি।
শেষে যদি গল্প লিখতে গিয়ে কবিতা লিখে ফেলি।
জিলিপির মতো পেঁচিয়ে যাবে না সবটা?
আমি বরং পাঠক হই সাথে স্বপ্ন দেখি পরের পর্বে কোন মিষ্টি খাবো।
ছাইরাছ হেলাল
@খাদিজাতুল কুবরা
সমস্যা নেই, এই গল্প দিয়েই হাতে খড়ি /খড়ি হাত হয়েই যাক।
আর কবিতা লিখতে চাইলে লিখুন, দেখবেন জাদু বলে ঘুঁটা দিয়ে গল্প হয়ে যাবে।
তবে আপনি গল্প ই লিখবেন।
ইঞ্জা
অসুবিধা নেই, আমরা ছন্দে ছন্দে দুলিবো আনন্দে, যা খুশি লিখে মিলিয়ে দেবেন, নো চিন্তা, ডু ফুর্তি। 😆
খাদিজাতুল কুবরা
হেলাল ভাইয়া আপনারা যখন বলছেন চেষ্টা করতে পারি।
তবে আমি কিন্তু পরামর্শের জন্য জ্বালাতন করবো।
খাদিজাতুল কুবরা
ইঞ্জা ভাইয়া আপনারা অভয় দিচ্ছেন যখন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো।
ইঞ্জা
আমরা গ্রুপে জানাবো কখন কার পালা, তখন নিশ্চয় দেবেন।। 😊
মোঃ মজিবর রহমান
ঁ দিয়ায় আপুরে আকাশ পানে তুইলা পাঠামু চাদ থেইকা আন্তে।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনাদের এতো উৎসাহ আমাকে সত্যি না হলেও স্বপ্নেে চাঁদে পাঠিয়ে ছাড়বে।
খুব উপভোগ করলাম আপনাদের আন্তরিকতা।
মোঃ মজিবর রহমান
পরএর পর্ব লেখার জন্য সময় কয়দিন ভাইজান।
ইঞ্জা
যতদিন লাগে ভাই, চলবে। 😊
মনির হোসেন মমি
মুখে নেয়ার আগেই স্বপ্ন ভেঙ্গে গেল! ভাইজান মিষ্টির স্বাধ মুখে নিতে পারেননি মনে কষ্টাইয়েন না।স্বপ্ন সত্যি হবে যদি লক্ষ্য থাকে অটুট।
ইঞ্জা
যদি লক্ষ্য থাকে অটুট
নিশ্চয় হবে জিলাপি ভক্ষন। 😆
নিতাই বাবু
শ্রদ্ধেয় ইঞ্জা দাদা, আমার মনে হয় আমিও আপনার সাথে এই স্বপ্নই দেখতেছিলাম। আপনার ঘুম ভেঙে গেলেও, আমার ঘুম কিন্তু তখনও ভেঙে যায়নি। আমি আরও কিছু দেখেতেছিলাম। আপনি জিলাপি মুখে দিবেন কোত্থেকে? জিলাপি তো শেষ হয়ে গিয়েছিল আরও আগেই। জিলাপি না পেয়ে আপনি যে, জিলাপির ভাণ্ডটা চেটেচেটে খেয়েছেন, তা কিন্তু আমি দেখেছি। তা আপনি লেখার মাঝে প্রকাশ করেননি। একটু মিথ্যে বলেছেন। আমি সাক্ষী আছি!
ইঞ্জা
হায় হায়, একি কম দাদা, মুই জিলাপি পাই নো, ইয়া মাবুদ মোরে জিলাপি ভক্ষণ করাইয়া দাও, দাদা অসুবিধা নেই, আমার ভাগেরটা আপনিই খেয়েছেন তা বুঝে চুপ মেরে গেছি। 😉
নিতাই বাবু
জিলাপি শেষ হলেও মিষ্টির পালায় কিন্তু ঠিকই থাকবেন এবং ভাগেও পাবেন নিশ্চয়!
ইঞ্জা
ওহ হো মিষ্টি তো রয়ে গেছে, ধন্যবাদ দাদা, এদিকে আপনি থাকুন, আমি মিষ্টি সামলিয়ে আসি। 😆😉
শবনম মোস্তারী
আহা! জিলাপী… 😍😍
কিন্তু স্বপ্ন টা ভেঙ্গেই গেল, না গেলে
আমরাও জিলাপী খেতে পারতুম..😀😀
সুন্দর সূচনা গল্প.. এগিয়ে চলুক..
ইঞ্জা
জিলাপি খাওয়া হবে নিশ্চয়, আমাদের পরবর্তী ব্লগার নিশ্চয় ভক্ষণ করাবেন আপু, খুব শিগ্রই পরবর্তী পর্ব আসছে। 😊
শবনম মোস্তারী
অপেক্ষায় রইলাম
ইঞ্জা
গল্পের দ্বিতীয় অংশও এসে গেছে বল্গে, দৌড়ান সবাই ওদিকে। 😆
সাদিয়া শারমীন
খুব ভালো লাগলো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। আর জিলেপির ছবিটা দেখে লোভ সামলাতে পারছিনা।
ইঞ্জা
খুব শিগ্রই জিলাপি খাওয়া হবে, পরবর্তী ব্লগার ছবির জিলাপি নিয়ে নিশ্চয় হাজির হবেন, ততক্ষণ সিট টাইট, পেট খালি রাখুন। 🤗
ফয়জুল মহী
অসাধারণ ভাবব্যঞ্জণা I
ইঞ্জা
😂🤣
সিকদার সাদ রহমান
জিলাপি না পেলে ঘরে ঘরে আন্দোলোন গড়ে তোলা হবে। জিলাপি পাইলাম না এর মধ্যে স্বপ্ন ভন্ডুল। এই বিচারে ফাসি চাই।
ইঞ্জা
খুব শিগ্রই আসিতেছে জিলাপি, তখন নিশ্চয় পেট পুরে খাবেন ভাই, be there.
সাজেদুল হক
স্বপ্নের শুরুটা চমৎকার।এখন অপেক্ষার পালা।
ভালো একটা আইডিয়া নিয়ে আসা হলো। ধন্যবাদ পাওয়ার দাবিদার।
একটা বিষয় কি ভাবা যায়। এখানে কে কে লিখবেন তার একটা ক্রম ঠিক করে জানিয়ে দেয়া। আর এটা কি কি বারে প্রকাশিত হবে এমন গাইড লাইনও যদি দেয়া যায়। যিনি লিখেছেন তিনি বিষয়টি মাথায় রাখতে পারছেন। আর পাঠকগন নির্দিষ্ট সময়ে খুঁজে পাবেন।শুভকামনা সকল ব্লগ সদস্যদের জন্য।
ইঞ্জা
প্রতি পর্বের আগেই গ্রুপে পরবর্তী ব্লগার কে হবেন তা জানিয়ে দেওয়া হবে, প্রথম পোস্ট গ্রুপে আমিই দিয়েছিলাম, সেই পোস্টকে নিয়ে আইডিয়া করলেন জিসান ভাইজান, সাথে থাকুন, এবার জমবে মজা।
আলমগীর সরকার লিটন
প্রচ্ছদঃ জাকিয়া জেসমিন যূথী আমার খুবি পরিচিত মানুষ
ভাল লাগল দাদা একসময় ব্লগ নিয়ে হৈ চৈ করেছি ————-
ইঞ্জা
জ্বি আপু আমাদের স্নেহভাজন, উনিই প্রচ্ছদ করেছেন, সাথে থাকুন ভাই, হৈ চৈ চলবেই। 😇
ছাইরাছ হেলাল
স্বপ্ন-স্বপ্ন স্বপ্নে জিলাপি আর মিষ্টি খাওয়া খাওয়ি মন্দ না, তবে এগুলো রুগীদের জন্য।
আমরা জলজ্যান্ত কেজি সাইজের মিষ্টি-ভূক, স্বপ্নে না জেগেই ভর-পেট চালিয়ে দিতে পারি। হায় কাউ দেখে বুঝতে পারছেন না।
আর ঘটনা হলো তেনারা একটু খাই খাই, দুন্নাইডাইতো তেনাদের। অতএব মিষ্ট মিষ্টি চালু থাকিবে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে, সবাইকে নিয়ে এ সুন্দর আয়োজনের জন্য। আমরা তো আমরাই আবার ও প্রমানিত।
এগিয়ে চলুক এই সুন্দর গল্প-বলার কথামালা।
ইঞ্জা
স্বপ্ন নিয়ে মহা শোরগোল শুরু হলো ভাইজান, কে কার আগে জিলাপি খাবে তা নিয়ে হুলুস্থুল চলছে, আইডিয়াটা জিসান ভাইজানের, বাকিটা দেখতেই পারছেন, চলুক মিষ্টি ভক্ষণ। 😆
মাহবুবুল আলম
ভাই আপনে না হয় জিলেপি নিয়ে একটা স্বপ্ন দেখছেন ভাল কথা! কিন্তু এ নিয়ে জিসান ভাই কাহিনি
জমিয়ে তুলবে এটা কেমন কথা? এর মাধ্যমে সোনেলাকে জিলেপিময় করে তোলা হলো!!!
শুভেচ্ছা রইলো ভাই!
ইঞ্জা
ভাই, এখানে আমাদের সম্মিলিত গল্প হচ্ছে, জিসান ভাই এর একটি অংশ,জিলাপির ভক্ত দেখছি শুধু আমি না, আপনি সহ সবাই দেখছি জিলাপির প্যাঁচের মতোই ভক্ত। 😁
সঞ্জয় মালাকার
বাহা বেশ চমৎকার, কিন্তু আমি শুধু পাঠক হয়ে থাকবো সবার গল্পে।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
ইঞ্জা
না দাদা, আপনাদের সম্মিলিত গল্প এইটি, সময়ে ডাক এলেই লিখতে হবে সবাইকেই। 😊
সঞ্জয় মালাকার
অবশ্যই দাদা, ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
এত্তো সুন্দর জিলাপি! ছবি দেখেই আপনার স্বপ্নে ঢুকে যেতে মন চাইছে ভাইজান,
ইঞ্জা
আমাদের জিলাপি সবসময় সুন্দর হয় আপু, অপেক্ষা করুন দ্রুতই ভক্ষণ করতে পারবেন। 😊
সাবিনা ইয়াসমিন
আরও অপেক্ষা! তাহলে শুধু জিলাপিতে হবে না ভাইজান, আরো আইটেম যোগ করুন। খেয়ে দেয়ে ভালো একটা ঘুম দেই। ভালো ঘুম না হলেতো স্বপ্ন দেখতে পারবো না,, কিন্তু আমিতো স্বপ্ন দেখতে চাই!
ইঞ্জা
স্বপ্নবাজ মানুষেরা স্বপ্ন দেখতে ভালোবাসে, তেমনি আপনিও হলে স্বপ্নবাজ মানুষ, নিশ্চয় অনেক অনেক খাবারের আয়োজন হয়েছে, স্বপ্ন দেখতে মানা নাই। 😁
পর্তুলিকা
ব্লগে আসা মাত্রই এত্তো চমৎকার ইভেন্ট পাইলাম। যদি অনুমতি দেন তাইলে আমিও আমার স্বপ্ন নিয়া যোগ হইতে চাই। অনুমতি কি পাওয়া যাইবো বড় ভাই?
ইঞ্জা
নিশ্চয় পাবেন, আমি জিসান ভাইজানকে বলে রাখছি যেন এই সম্মিলিত গল্পে আপনাকেও গল্প লেখার আমন্ত্রণ জানাই।
শুভকামনা রইলো।
কামাল উদ্দিন
আমার ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটে আমি আবার ঘুমানোর চেষ্টা করি যাতে বাকী স্বপ্নটা দএখতে পারি। মানে অন্তত জিলাপীটা খেয়ে আসতে পারি। জিলাপীর প্যাচে শুরু হলো, দেখা যাক এই গল্পের শেষটা আমাদের কোথায় নিয়ে যায়। ………..শুভ সকাল বড় ভাই।
ইঞ্জা
মাঝে মাঝে আমিও চেষ্টা করি যদি দেখা স্বপ্নটা ভালো হয়, এইবারের স্বপ্ন আমাদের ব্লগার টু ব্লগার যাচ্ছে বিধায় আরেকবার দেখার দরকার নেই ভাই, শুধু অপেক্ষা মাত্র।
ধন্যবাদ ভাই।