
স্বপ্ন
ব্লগারদের সম্মিলিত গল্প। একটি গল্প কি আসলে সম্মিলিত ভাবে লেখা সম্ভব? একজন লেখক একটি লেখার প্লট ভেবে লেখা আরম্ভ করেন এবং শেষও করেন তার প্লট অনুযায়ী। পাঠকরা সে লেখা পড়ে যে যার মত গ্রহন করেন। লেখকের চিন্তার কাছাকাছি খুব কম পাঠকই পৌছাতে পারেন। তবে লেখকের চিন্তাকে কেউ সম্পূর্ন ধারন করতে পারেন বলে মনে হয়না।
একটি লেখার পাঠক সব যখন লেখক হন! তখন পাঠকগন লেখাটি বিভিন্ন ভাবে বিশ্লেষন করেন, লেখার ভাল মন্দ দোষ ত্রুটি মান নির্ণয় করেন। চিন্তা ভাবনার স্তর এবং বিভিন্নতার কারনে একটি গল্প বা উপন্যাস সম্মিলিত ভাবে লেখা সম্ভব নয়।
সোনেলায় বর্তমানে স্বপ্ন নাম এর সম্মিলিত গল্প লেখা চলছে। যে যার মত আলাদা আলাদা উপস্থাপনায় গল্প লিখছেন। এটি ধারাবাহিক বা সম্মিলিত গল্প হলো কিভাবে? সম্ভব এটি?
হ্যা সম্ভব। একটি শিকলের অনেক গুলো চক্রাকার বা লম্বাকার লুপ থাকে। এই ছবিতে দেখুন, শিকলটির লুপগুলো বিভিন্ন রঙের। বিভিন্ন রঙের লুপ একটির সাথে অন্যটি যুক্ত হয়ে একটি আস্ত সুন্দর শিকল হয়েছে। লুপ একটির সাথে অন্যটি আটকে দিতে তৃতীয় কিছু ব্যবহার করা হয়নি। একটির শেষ প্রান্ত অন্যটির প্রথম প্রান্তের সাথে যুক্ত করা আছে বলেই একটি শিকলের সৃস্টি হয়েছে।
আসুন এবার স্বপ্ন গল্পের সাথে এই শিকলটি মিলিয়ে দেখি। এক একজন ব্লগার আলাদা আলাদা গল্প লিখবেন, যা বিভিন্ন রঙের আলাদা আলাদা লুপ। একটি গল্পের শেষ দিয়ে পরের গল্পের প্রথম দিয়ে আটকে দিলেই তো একটি স্বপ্ন গল্পের শিকল তৈরী হয়ে যায়। স্বপ্ন গল্পের এক থেকে চার পর্ব পর্যন্ত শিকল ছিল। এরপর শিকল ছিড়ে গিয়েছে। লেখকরা হয়ত বুঝতে পারেননি কিভাবে পূর্বের গল্পের শেষ দিয়ে তার গল্প আরম্ভ করবেন। এটি কোনো কথা! ব্লগারগন সব পারে। নিজের উপর আস্থা রাখুন, না বুঝলে বলুন, মন্তব্যে বুঝিয়ে দেব সহজ উপায়।
আসুন এবার দেখি গল্প গুলো শিকলের মত আলাদা আলাদা রঙের হয়েছে কিনা তা আলোচনা করি। আমার দৃস্টিতে হয়নি। এখন পর্যন্ত প্রকাশিত সমস্ত পর্ব গুলোই প্রায় একই ধরনের হয়েছে। আড্ডা টাইপ। একই রঙের। লাল, সিদুঁরে লাল, লাল খয়রী, হালকা লাল ইত্যাদি। যেহেতু কয়েকটি পর্ব এমন হয়েছে তাই লেখকদের হয়ত ধারনা হয়েছে যে এমনই লিখতে হবে।
এতে লেখকদের উপর চাপ পরছে, লেখার মাঝে সব ব্লগারদের আনতে হচ্ছে। এত ব্লগারদের ভুমিকা কি হবে গল্পে তা ভেবে হিমসিম খাচ্ছেন। সবচেয়ে বড় বিষয়, এই আড্ডা ধরনের গল্প একসময় একঘেয়ে লাগবে।
কি করনিয়?
এক ধরনের গল্প নয়, বিভিন্ন রঙের গল্প লিখুন। গল্প মানেই কি আড্ডা ? ব্লগার সুরাইয়া নার্গিস তার উপন্যাসের কয়েকটি পর্বে চরিত্র গুলোর নাম বিভিন্ন ব্লগারের নামে দিয়েছেন। আপনি গল্পে সুধু চরিত্রের নাম গুলো ব্লগারদের নামে রাখুন।
ভ্রমন কাহিনীও তো লেখা যায়। স্বপ্নে কি ভ্রমন করা নিষেধ? চলে যান রাতারগুল বা বান্দরবন কয়েকজনকে নিয়ে। মুভি রিভিউ লিখুন, শাহরুখ খানের পরিবর্তে তৌহিদ ভাইর নাম দিন। প্রিয়ংকার পরিবর্তে সাবিনা ইয়াসমিন, মাধুরীর পরিবর্তে বন্যা লিপির নাম দিলে কেউ কি আপনাকে পিটাবে?
সমস্ত ব্লগারদের গল্পের মধ্যে আনতে হবে এমন কথা নেই। গল্পের প্রয়োজনে যে কটি চরিত্র আসে সে কজনের নাম দিন। আমার নাম বাদ দিন, দিতে হবেনা আমার নাম।
আমরা চাচ্ছি বিভিন্ন রঙের গল্প। আশাকরি বুঝাতে পেরেছি আমি। কেউ না বুঝলে সংকোচ না করে মন্তব্যে বলুন। সংকোচের কিছু নেই, সব আমরা আমরাই।
শুভ স্বপ্ন,
শুভ ব্লগিং।
৪৩টি মন্তব্য
শিরিন হক
শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং
সিকদার সাদ রহমান
স্বপ্ন একটি সিরিজ গল্প এর চেইন মেইনটেইন খুব জরূরী। লেখক এক গল্প থেকে অন্য গল্প গেলে সম্পূর্ন দিক হারিয়ে ফেলে। চেইন থাকলে এটা হয় না।
জিসান শা ইকরাম
একমত, চেইন মেইনটেইন করা জরুরী।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দারুন বলেছেন ভাইয়া। সহমত পোষণ করছি। আড্ডা নিয়েই কেন লিখতে হবে?স্বপ্নে অনেক কিছু ই হতে পারে। বিষয়ের বৈচিত্র্য আনতে স্থান , ঘটনা, গাম্ভীর্য ভিন্ন ভিন্ন রুপে আসলেই পুরো সম্মিলিত প্রয়াস টি অনবদ্য অসাধারণ হবে। শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
আড্ডার গল্প আর না আসুক স্বপ্নে। গল্পের মাঝে সোনেলা ব্লগ আসতে পারে। চরিত্রের নাম ব্লগারদের হতে পারে।
শুভ ব্লগিং।
ফয়জুল মহী
লেখা না বুঝলেও ছবি দেখে বুঝা যায় লেখার ভাব
জিসান শা ইকরাম
এই লেখা না বুঝার কি আছে!
শুভ ব্লগিং।
নিতাই বাবু
আমি কিন্তু বুঝেও বুঝি নাই, দাদা। লেখা রেডি করে রেখেছি। আশা করি ভালো হবে না। লেখা প্রকাশের পর শিকল হয়তো ছিড়েও যেতে পারে!
শুভ ব্লগিং! ব্লগের সবার সুস্বাস্থ্য কামনা করি।
জিসান শা ইকরাম
এত সহজ করে বুঝানোর পরে যখন বুঝতে পারেননি তখন আমিই ব্যার্থ আসলে বুঝাতে। বুঝিয়ে বলতে পারিনি বোধহয়।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মত প্রকাশ,দাদা।
আপনার লেখার সাথে সহমত পোষণ করছি।
কেননা একেকজনের চিন্তাচেতনা একেক রকম তাই স্বপ্ন ভিন্ন আঙ্গিকে লেখা যায়।
.
শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
আড্ডা টাইপ গল্প হয়ে গিয়েছে সব,
এমন আর চাইনা।
শুভ কামনা।
রেহানা বীথি
কথাটি খুব মনঃপুত হয়েছে ভাইয়া। বিষয়টি নিয়ে ভাবনা এসেছে মনে, আপনার পোস্ট পেয়ে মনে ভরসা পেলাম। স্বপ্ন যে ধারাবাহিকতা আশা করে, কেন যেন তা হচ্ছে না। আমাদের ঘাটতি আছে, বিষয়-বৈচিত্র নিয়ে হয়তো ভাবছি কম। এতে করে একসময় পাঠক ধৈর্য হারাবে। তা যেন না হয়, সুন্দরভাবে শুরু হওয়া স্বপ্ন শেষ হোক সুন্দরভাবেই।
জিসান শা ইকরাম
আড্ডা টাইপ হয়ে যাচ্ছে সব গল্প। এতে ব্লগারদের ধারনা হয়েছে যে এভাবেই গল্প লিখতে হবে। একই ধরনের গল্প হওয়ায় একসময় তা একঘেয়ে হবেই।
শুভ ব্লগিং।
রেজওয়ানা কবির
ভাইয়া আপনি যেগুলো লিখেছেন এগুলো একেবারে আমার মনের কথা।সব লেখা পড়ে আমার মনে হয়েছিল, হয়তো এভাবেই লিখতে হবে কিন্তু এটা আমার পছন্দ ছিল না।আমি আমার স্বপ্ন আজ লিখলাম।এখনোো শেষ করি নি তবে লিখেছি।সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আপনার পোষ্টের মাঝে।ধন্যবাদ।আমার লেখাটি লিখতে এবার সুবিধা হবে।
জিসান শা ইকরাম
বুঝাতে পেরেছি যে এটিই লেখার সার্থকতা।
আপনার স্বপ্ন গল্পের অপেক্ষায় আছি।
শুভ ব্লগিং।
রোকসানা খন্দকার রুকু।
ভাইয়া আমি কি লিখব।যদি লিখি তা জানালে উপকৃত হব।আর সেভাবে রেডি করে না হয় দেখিয়ে নেব।
জিসান শা ইকরাম
যে কোনো গল্প লিখুন, আড্ডা ধরনের গল্প পরিহার করুন। বাংলা ভাষায় কোটি কোটি গল্পের ধরন আছে, সেভাবে লেখুন।
আপনি আপনার মত লিখুন।
শুভ ব্লগিং।
সুপায়ন বড়ুয়া
সুন্দর বিষয়ের অবতারনা করলেন ভাইজান
১ম গল্প থেকে ৪র্থ গল্প পর্যন্ত ঠিক ছিল ৫ম গল্প থেকে চেইন ব্রেক হলে তখন নোটিস করলে ১০ম পর্যন্ত ভাঙা থাকতো না। অবশ্য আপনি অসুস্থ ছিলেন।
যাক ১১ তম থেকে আবার পরিপূর্নতা পাবে আশা করি।
হ্যাপী ব্লগীং।
জিসান শা ইকরাম
নোটিশ করেছি তো গ্রুপে। শেষ থেকে শুরু করতে হবে, এই বিষয়টা খুবই কঠিন মনে হচ্ছে অনেকের কাছে।
কেন কঠিন মনে হচ্ছে তাই বুঝছি না আসলে।
শুভ ব্লগিং।
ইঞ্জা
একমত ভাইজান, সম্মিলিত গল্পের শেষাংশকে আরেকজন সেই জায়গা থেকে শুরু করবে, যেমন আংতাকশারি যেমন হয়, একজন গান যেখানে শেষ করবে, তার সেই অংশ থেকে আরেজন শুরু করবে, এতে না বুঝার কিছুই নেই।
জিসান শা ইকরাম
‘ আংতাকশারি যেমন হয়, একজন গান যেখানে শেষ করবে, তার সেই অংশ থেকে আরেজন শুরু করবে’ – এই সহজ বিষয়টি অনেকের কাছে খুবই কঠিন হয়ে গিয়েছে।
শুভ ব্লগিং।
ইঞ্জা
বুঝতে সময় লাগছে আর কি ভাইজান।
শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
সাদিয়া সারমিন আগের পর্বের শেষ দিয়ে শুরু করেছেন।
ইঞ্জা
জ্বি ভাইজান, এটাই সবার করা উচিত।
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং ভাইজান।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা ভাইজান।
তৌহিদ
বাহ! এত সুন্দর করে মনেহয় আমিও বুঝিয়ে বলতে পড়তাম না। আশাকরি সবাই স্বপ্নের ধারাবাহিতা বজায় রাখবেন। খুব সহজ বিষয়! একজন যেখানে লেখা শেষ করবেন অন্যজন সেখান থেকে ভীন্নগল্পে তার নিজস্ব লেখাটি লিখবেন। সেটা আড্ডা, ভ্রমণ, গল্প, সিনেমা যেটাই হোক হতে পারে।
আর না বুঝলে আমরাতো আছি, নিশ্চই সাহায্য করবো বুঝাতে। শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
আপনি লিখলে আরো ভালো ভাবে বুঝিয়ে বলতে পারতেন।
সহজ বিষয় অনেকেই বুঝতে পারছেন না।
শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন হোক সহজ, সুন্দর, গতিময়, বৈচিত্র্যময়।
হ্যাপি ব্লগিং 🌹🌹
জিসান শা ইকরাম
সোনেলার স্বপ্ন সফল হোক।
শুভ ব্লগিং।
সাদিয়া শারমীন
হুম ভাইয়া বুঝেছি। তবে এই পোস্ট টা আরো আগে করলে মনে হয় ভালো হতো। আগামীতে গল্প দিতে হবে আমাকে। আমিও সেই গতানুগতিক গল্পই চিন্তা করেছি।ভেবেছিলাম হয়তো আড্ডা কেন্দ্রীক হওয়াটাই মূখ্য। চেষ্টা করবো ভিন্ন রকম স্বপ্ন দেখার!! দেখা যাক কি হয়!!
জিসান শা ইকরাম
ফেইসবুক গ্রুপে দিয়েছিলাম সংক্ষিপ্ত ভাবে।
আড্ডা ধরনের গল্প লিখবেন না প্লিজ।
অপেক্ষায় আছি আপনার গল্পের।
শুভ ব্লগিং।
উর্বশী
সহমত।তবে আমি তো সব কিছুই শিখছি।আমার সিরিয়াল নম্বর ২২ ভালই হলো।আন্তরিক ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
আপনার স্বপ্ন গল্পের অপেক্ষায় আছি।
শুভ ব্লগিং।
আরজু মুক্তা
যথার্থ উপমা। এতো সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
শুভ ব্লগিং
জিসান শা ইকরাম
পনের তারিখ সম্ভবত তোমার পর্ব।
বুঝেছ আশাকরি কিভাবে লিখবে।
শুভ ব্লগিং।
আলমগীর সরকার লিটন
গল্প লেখার সুন্দর ভাবনা দিয়েছেন দাদা
অনেক শুভেচ্ছা রইল————-
জিসান শা ইকরাম
আপনার গল্পও চাই,
শুভ ব্লগিং।
সুরাইয়া নার্গিস
প্রথমেই ধন্যবাদ দিব ভাইজানকে পোষ্টে গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা যারা লিখার অপেক্ষায় সবার মাঝেই একটা ধারনা তৈরি হয়েছে গল্পো সকল ব্লগারের নাম উল্লেখ করতে হবে। ভাইজানের পোষ্ট পড়ে আশা করি সেই চিন্তা আর নেই গল্প লিখুন নিজের মতো করে পরে চরিত্র গুলোতে ব্লগারদের নাম দেন। চলবে মানে দৌঁড়াবে সবাইকে নিয়ে দৌঁড়াতে গেলে হোঁচট খাবেন আপাতত কয়েকজন নিয়েই চলুন। যাতে গল্পটা সুন্দর হয়,আমিও প্রস্তুত হচ্ছি গল্পের প্রয়েজনে যারা আসে তারাই থাকবে।
সকল ব্লগারগণেই আমার প্রিয় মানুষ একটা পোষ্টে সবার নাম দিলেই ভালোবাসার প্রকাশ হয় না ভালোবাসা হৃদয়ে থাকবে।
ভালো থ্কুন,
জয়তু সোনেলা ব্লগ।
জিসান শা ইকরাম
সবার নাম দেয়ার দরকারই নেই, একটি গল্পে এত চরিত্র আনা খুবই কঠিন।
গল্পে যে কটা চরিত্র সে কজন ব্লগারের নাম দিলেই যথেষ্ট।
শুভ ব্লগিং।
ছাইরাছ হেলাল
দেখি আমরা কীভাবে আমাদের এগিয়ে নিতে পারি।
আমরা তা পারবো বলেই মনে করি।
জিসান শা ইকরাম
ইনশআল্লাহ্ পারবো আমরা।
শুভ কামনা।