ঘটনাবহুল ২০১৯ সাল শেষ হবে কিছুক্ষণ পরেই। নতুন বছরকে বরণ করার জন্য সমস্ত বিশ্ব প্রস্তুত। শুভ ইংরেজী নববর্ষ ২০২০ খৃষ্টাব্দ । সোনেলার পাঠক, শুভাকাঙ্খী, ব্লগার, ব্লগ টিম এর সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
২০১৯ এ কেমন ছিল আমাদের প্রিয় ব্লগ সোনেলা ? আসুন ফিরে দেখি সোনেলার ২০১৯ কে।
* সোনেলা আট বছরে পদার্পন করলো ২০১৯ এ। বাংলা ব্লগ সাইটের ক্রান্তি লগ্নে দীর্ঘ সাত বছর অতিক্রম করলো সবার ভালোবাসা নিয়ে। সোনেলার উঠোন ব্লগারদের পদচারণায় মুখরিত ছিল বিগত সাত বছর। বাংলা ব্লগ সাইট সমূহের মধ্যে সোনেলা ব্লগ একটি অত্যন্ত চলমান ব্লগ, দিন দিন এর পাঠক এবং ব্লগারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
* ছোট পরিসরে হলেও ২০১৯ এর ফেব্রুয়ারিতে অত্যন্ত আন্তরিক ভাবে সোনেলা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
* সোনেলার পুরাতন ভার্সন বাদ দিয়ে নতুন ভার্সন উন্মোচন করা হয়েছে গত ৩ মার্চ।
বর্তমানে সোনেলার বিভিন্ন ফিচার সমূহ আধুনিকায়ন এবং সহজ করা হয়েছে।
দেশের যে কোনো ব্লগের তুলনায় সোনেলা ব্লগ মোবাইল বান্ধব বলে বিবেচিত।
সোনেলার পেইজ লোড সিস্টেম অত্যন্ত দ্রুতগতির করা হয়েছে।
ব্লগের সিকিউরিটি সিস্টেম উন্নত করা হয়েছে। সোনেলা ব্লগ বর্তমানে একটি সিকিউরড সাইট।
* ২০১৯ এ মাসিক পোস্টের সংখ্যার পূর্বতন রেকর্ড ভংগ হয়েছে। পূর্বে ২০১৩ সনের নভেম্বর মাসে সর্বোচ্চ ২৫৮ টি পোস্ট এসেছিল। যা চলতি বছরের অক্টোবর মাসে ৩০০ টি পোস্ট আসায় রেকর্ড ভেংগে যায়। পোস্টের সংখ্যা এর পর প্রতিমাসেই বৃদ্ধি পেয়েছে।
নভেম্বর মাসে ৩২৭ টি
ডিসেম্বর মাসে ৩৩৯ টি।
পর্যালোচনা করলে দেখা যায় যে মে’ ২০১৯ এর পর থেকেই ব্লগে পোস্টেড় সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন।
* বিভিন্ন ইভেন্টে ব্লগারদের নানাবিধ সাড়ায় পুরো বছরেই ব্লগে ছিলো আনন্দমুখর পরিবেশ।২০১৯ এ ঈদ উপলক্ষে ই-বুক এর জন্য লেখা আহবান করা হয়। যদিও ই-বুক একটি জটিলতার কারণে প্রকাশ হয়নি, এটি প্রকাশের ইচ্ছে ব্লগ টিম এর আছে।
* সোনেলার জন্মমাস এ ব্লগারগন সোনেলাকে নিয়ে তাদের একান্ত অনুভুতি ব্যক্ত করে প্রচুর পোস্ট দিয়েছেন। এ উপলক্ষে ব্লগারগন তাদের ফেসবুক কভার ফটো হিসেবে সোনেলার ব্যানার ব্যবহার করেছেন বহুদিন।
* ‘ হেমন্ত বন্দনা ‘ নামক আর একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রচুর লেখা এই প্রতিযোগিতায় জমা হয়। বিজয়ীদের ক্রেস্ট প্রদানের সিদ্ধান্ত সোনেলা ব্লগ টিম এর আছে।
* সর্বশেষ ‘ বিজয়ের মাস ‘ উপলক্ষে লেখা আহবান করা হয়। ব্লগারগন অনেক লেখা পোস্ট করেন বিজয় মাস নিয়ে।
* ব্লগার এস,জেড বাবু তৈরী করেছিলেন বিজয়ের আসে ফেসবুক ফটোফ্রেম। ব্লগারগন ফেইসবুকে তাদের প্রফাইল পিকচারে এই ফটোফ্রেম যুক্ত করেছেন।
একই ধারাবাহিকতায় ২০২০ সনেও বিভিন্ন ইভেন্টএ লেখা আহবান করা হবে।
* নিয়মিত বিভাগগুলো ছাড়াও ব্লগে নতুন কিছু বিভাগ সংযুক্ত করা হয়েছিলো। যার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট এসেছে শুভেচ্ছা বিভাগে। সোনেলার ব্লগারগন বিভিন্ন সময়ে এক অপরকে শুভেচ্ছা জানিয়েছেন অজস্র শুভ কামনায়।
* একটি ব্লগের মূল প্রা্ণ ব্লগের ব্লগারগন। বিশেষ করে নিয়মিত একটিভ ব্লগারগন পোস্ট, মন্তব্য, মন্তব্যের জবাব দানের মাধ্যমে ব্লগকে সচল রাখেন। সোনেলাকে সচল রেখেছেন সবসময় কিছু একটিভ ব্লগার।
পুরাতন এবং অভিজ্ঞ ব্লগারগন তাদের মেধা এবং মনন দিয়ে ব্লগকে সচল রেখেছেন। শক্ত হাতে সোনেলার হাল ধরে বিপর্যয়ের সময় সোনেলাকে সঠিক গন্তব্যে নিয়ে গিয়েছেন। সোনেলা ব্লগ টিম তাদের এই অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছে।
২০১৯ এ বেশ কিছু নতুন একটিভ ব্লগার সোনেলায় এসেছেন। এদের পদচাণায় মুখরিত ছিল সোনেলার উঠোন। নতুনদের মধ্যে বেশ কিছু ব্লগার আছেন, যারা বুঝতেই দেননি যে তারা নতুন। নতুন একটিভ ব্লগারদের তালিকা:
সুপায়ন বড়ুয়া, প্রদীপ চক্রবর্তী , নাজমুল হুদা, শফিক নহর, রেহেনা বিথী, সঞ্জয় মালাকার, কামাল উদ্দিন , এস.জেড বাবু, মৃণালিনী মুক্তা, সুরাইয়া পারভীন, অনন্য অর্ণব, জাকিয়া জেসমিন যুথী , সুপর্ণা ফাল্গুনী, রুমন আশরাফ, আসিফ ইকবাল, কামরুল ইসলাম, নুরহোসেন, মোহাম্মদ দিদার, সিকদার সাদ রহমান, সাদিয়া শারমীন, সাখিয়ারা তন্নী, রোবায়দা নাসরিন, শবনম মোস্তারি, অশোকা মাহবুব, নিরব সাগর, রাফি আরাফাত, সৈকত দে, হালিম নজরুল, ইসিয়াক
ফয়জুল মহী, নৃ মাসুদ রানা, শান্ত চৌধুরী, রেজিনা আহমেদ, শামীম চৌধুরী, আরজু মুক্তা, শিরিন হক, মনি কাশফিয়া, ফয়সাল খান, সজীব ওসমান, ফজলে রাব্বি সোয়েব, আহমেদ ফাহাদ রাকা, হিমু ভাই, শামসুল আলম এফ এফ, আকবর হোসেন রবিন, মাছুম হাবিবী, দালান জাহান , মোস্তাফিজ খাঁন, অপু রায়হান, নুর নাহার রাহিমা, মোহাম্মদ জসীম, তারাবতী, শায়লা শারমিন সুচী, নাঈমা জাহান প্রমুখ।
সোনেলা ব্লগ টিমের পক্ষ হতে নতুন একটিভ ব্লগারদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
*যারা বিভিন্ন কারণে বা কর্মব্যস্ততায় বহুদিন ব্লগ থেকে দূরে ছিলেন, সেসব সম্মানিত ব্লগারগনেরাও এ বছর ফিরেছেন সোনেলায়। তাদের নিত্যনতুন লেখা দিয়ে পাঠকদের মন জয় করেছেন নব উদ্যমে।
* ২০১৯ সনের মে মাসে দুইজন মডারেটরের ব্যক্তিগত দ্বন্দে সোনেলায় কিছুটা অস্থিরতা দেখা দেয়। সিনিয়র ব্লগারদের কার্যকরী মনোভাব এর কারণে সোনেলা অতি দ্রুত সে অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হয়ে ওঠে। বেশ কয়েকজন ব্লগার সোনেলা ব্লগ ত্যাগ করেন। এর মধ্যে বেশ কয়েকজন ব্লগার নিজেদের বিরুপ মনোভাবের কারনে ব্লগের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্রে মেতেছিলেন। সেসব অকৃতজ্ঞ ব্লগাররা সোনেলা ধ্বংস করার জন্য বদ্ধ পরিকর ছিলো। যদিও তাদের ইচ্ছে বাস্তবায়ন হয়নি। তাদের প্রতিও সোনেলা ব্লগ কৃতজ্ঞ। সোনেলা ব্লগের এই অবস্থানে আসার পিছনে তাদেরও অনেক অবদান আছে। তারা ব্যাক্তিগত ও সামাজিক জীবনে ভাল থাকুক, সোনেলা ব্লগ টিম এটি কামনা করে।
* আপনারা জেনে আনন্দিত হবেন যে ৫৪ টি দেশে সোনেলার পাঠক এবং ব্লগারগন বিস্তৃত আছেন। সোনেলার দৈনিক পাঠক সংখ্যা বর্তমানে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি।
* ২০২০ বয়ে আনুক সবার জীবনে সুখ আর সমৃদ্ধি। সোনেলা আরো সমৃদ্ধ হোক এই প্রত্যাশা লালন করি বুকের মাঝে। শুভ ব্লগিং।
অ:ক: সোনেলা ব্লগ, গ্রুপ, পেইজের এই ব্যানারটি তৈরী করেছেন আমাদেরই একজন ব্লগার সুপর্ণা ফাল্গুনী।
৬৮টি মন্তব্য
সুরাইয়া পারভীন
নতুন বছরের শুভেচ্ছা। আগামীর দিন গুলো খুব ভালো কাটবে। সোনেলা পরিবারের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।💓💓
নিতাই বাবু
ইতি তো টানা যায়,
তবুও তো হয়না শেষ
অনেক কিছু থেকে যায়!
ইতি হলো ইংরেজি ২০১৯,
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
স্বাগত ইংরেজি নববর্ষ ২০২০!
জিসান শা ইকরাম
হ্যা দাদা চলে গেলো ২০১৯
নববর্ষের শুভেচ্ছা জানবেন🌹 🌹
জিসান শা ইকরাম
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
নববর্ষের শুভেচ্ছা 🌹 🌹
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগের ধারাবাহিক সাফল্য কামনা করি।
নতুন বছরের শুভেচ্ছা,
শুভ হোক ২০২০ খৃষ্টাব্দ
প্রিয় ব্লগ পরিবারের জন্যে নিরন্তর শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
আপনাকে পেয়ে সোনেলা ধন্য,
আপনার আন্তরিক পদচারনায় মুখরিত থাকে সোনেলা।
নববর্ষের শুভেচ্ছা আপনার জন্য 🌹 🌹
তৌহিদ
সোনেলার পরিবারের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই আমরা সকলে মিলে এগিয়ে যাব হাতে হাত রেখে।
ব্লগ ব্যানারটি চমৎকার হয়েছে। ফাল্গুনী আপুকে অভিনন্দন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ নববর্ষ শুভ হোক। ভালো থাকুন সুস্থ থাকুন।
জিসান শা ইকরাম
খুবই সুন্দর একটি ব্যানার করে দিয়েছ ছোটদি।
অনেক ধন্যবাদ তোমাকে।
রুমন আশরাফ
শুভ নববর্ষ সুপর্ণা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকে ধন্যবাদ দাদা ভাই আমাকে সুযোগ দেয়ার জন্য
জিসান শা ইকরাম
আপনি সহ সিনিয়র কয়েকজন ব্লগারের কথা সোনেলা ভুলবেনা কখনো, আপনাদের বলিষ্ঠ ভুমিকার কারনেই সোনেলা সামনে এগিয়েছে অনেক।
নববর্ষের শুভেচ্ছা 🌹 🌹
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২০ সালে এর আরো সমৃদ্ধি কামনা করছি। সবাইকে নতুন বছর ২০২০ এর শুভেচ্ছা ও শুভকামনা।
জিসান শা ইকরাম
এভাবেই সোনেলার পাশে থেকো ছোটদি।
নববর্ষের শুভেচ্ছা জেনো 🌹 🌹
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই থাকবো । আপনাদের প্রাণঢালা ভালোবাসায় ধন্য আমি। শুভ নববর্ষ দাদা ভাই
জিসান শা ইকরাম
আমাদের শ্নেহ ভালোবাসা সব সময়ই পাবে তুমি ছোটদি।
নাজমুল আহসান
শুভেচ্ছা সোনেলা।
জিসান শা ইকরাম
নববর্ষের শুভেচ্ছা জানবেন🌹 🌹
মোঃ মজিবর রহমান
ইতি উতি আসবে ক্ষণে ক্ষণে
উড়ে যাবে বকপক্ষি উড়ন্ত পথে
সবায় স্রিতিতে জড়িয়ে কোন না কোন খানে
সবাই উড়ে চলে নিজ কাজের সন্ধানে আপনমনে।
সোনেলায় চলুক নতুনত্বের প্রকাশের মেলা।
সবাই থাকুক হাসি আনন্দের দোলায় জীবনভোর।
জিসান শা ইকরাম
কাব্যে শুভেচ্ছা সুন্দর হয়েছে।
নববর্ষের শুভেচ্ছা 🌹 🌹
স্মৃতি লিখবেন এমন করে : smrriti
মোঃ মজিবর রহমান
স্মৃতিময় হোক ভালবাসা, হৃদয়ে থাক আনন্দদোলা। ভাল থাকুন ভাইজান।
জিসান শা ইকরাম
আপনিও ভাল থাকুন মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আল্লাহ মেহেরবান
রাফি আরাফাত
২০২০ সবার ভালো কাটুক, সোনেলা আরও এগিয়ে যাক।
হ্যাপি নিউ ইয়ার
জিসান শা ইকরাম
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
নববর্ষের শুভেচ্ছা 🌹 🌹
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা সোনেলার সোনাদের।
জিসান শা ইকরাম
শুভ নববর্ষ ২০২০🌹 🌹
ইঞ্জা
অভিনন্দন ভাইজান, সোনেলা ও সোনেলার সোনাদের প্রত রইল শুভেচ্ছা ও শুভকামনা।
আমি আশাবাদ করছি ভবিষ্যতেও সোনেলার সোনারা বসাই অকুণ্ঠ চিত্তে সোনেলা পরিবারের সদস্য থাকবেন এবং সোনেলাকে তাদের ভালোবাসায় সিক্ত করে যাবেন।
আমি ধন্যবাদ জানাই ব্লগ মডারেটর, এডমিন সবাইকে।
জিসান শা ইকরাম
আপনার বলিষ্ঠ নেতৃত্বে সোনেলা ঘুরে দাড়িয়েছিল এর ক্রান্তি লগ্নে। আপনার অবদান সোনেলা কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে।
শুভেচ্ছা জানবেন নতুন বছরের।
ইঞ্জা
লজ্জা পেলাম ভাইজান, এ আমার অকুণ্ঠ ভালোবাসার প্রকাশ ছিলো আপনার ও সোনেলার প্রতি, আর কিছুই নয়।
মনির হোসেন মমি
ব্লগ কর্তৃপক্ষকে নতুন বছর ২০২০ এর শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। সোনেলা সম্পর্কে বলতে গেলে কাগজ কলম কালি কোনটাই কুলোবে না।তবে এইটুকু বলতে পারি অনলাইন জগতের মানুষ আমি ২০১১/১২/১৩ হতে দেখলাম কত কত ব্লগ এলে গেল ইনশাল্লাহ আমার এ সোনেলা ব্লগ দাপটের সহিত এখনো রয়ে গেল এবং রয়ে যাবে।
ব্লগের প্রান হলেন ব্লগাররা -ব্লগারদের সহিষ্ণুতা একাগ্রতা বিচক্ষণতা ব্লগকে এগিয়ে নিয়ে যায় যা আমাদের সোনেলায় বিদ্যমান।আশা রাখি এমনি করে একে অন্যের সহযোগী হয়ে সোনেলাকে এগিয়ে নিয়ে যাব।
এর সাফল্যের পিছনে যাদের অবদান তাদেরকে আমার অন্তরের অন্তস্থল হতে নব বর্ষের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই।
জিসান শা ইকরাম
শক্ত হাতে হাল ধরেছিলেন বলে সোনেলা তীরে ভিড়েছে, ডুবে যায়নি। কৃতজ্ঞতা আপনার প্রতি মনির ভাই।
সোনেলা ভবিষ্যতেও সবার ভালবাসা নিয়ে এগিয়ে যাবে দুর্বার গতিতে।
নববর্ষের শুভেচ্ছা জানবেন 🌹 🌹
নাজমুল হুদা
সোনেলা আমার জীবনের একটা অংশ।
জয় হোক সোনেলার এবং সোনেলার সাথে জড়িত সবাইকে শুভেচ্ছা ।্
জিসান শা ইকরাম
শুনে খুব আনন্দ পেলাম যে সোনেলা তোমার জীবনের একটা অংশ।
নববর্ষের শুভেচ্ছা জেনো 🌹 🌹
নাজমুল হুদা
হুম,, যদিও সময় পাই না পড়াশোনা, লেখালেখির জন্য লেখা পড়ার।
তবে অনেক চেষ্টা করি সরব থাকতে, আমি যখন পড়াশোনা শেষ করে সবার মতো ফ্রি জীবন যাপন করব তখন সোনেলা হবে আমার লেখালেখির বাহন।
কিন্তু এখনও আমি সোনেলার ভবিষ্যত স্থায়ী উদ্দেশ্য সম্পর্কে অজানা। জানতে চাই ?
জিসান শা ইকরাম
পড়াশুনার অগ্রাধিকার সবার আগে,
সোনেলা অতীতেও নতুন লেখকদের বাহন হিসেবে ছিল, ভবিষ্যতেও থাকবে।
লেখক, কলামিস্টদের একটি মিলনস্থল করতে চাই সোনেলাকে আমরা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
সম্মানিত লেখকদের সাথে আমার নাম ও উঠে এসেছে !
সোনেলা পরিবারের একজন হয়ে গর্ব অনুভব করছি।
সোনেলার জয় যাত্রা অব্যাহত থাকুক।
জিসান ভাইকে ধন্যবাদ সবকিছু তুলে আনার জন্য।
সবার মঙল কামনা করি।
শুভ নববর্ষ ২০২০ !
জিসান শা ইকরাম
আপনি অত্যন্ত দ্রুত সবার আপন হয়ে উঠলেন দাদা।
এটি আপনার একটি অসামান্য গুণ।
নববর্ষের শুভেচ্ছা জানবেন 🌹 🌹
রুমন আশরাফ
সকলকে নতুন বছরের শুভেচ্ছা। ব্লগিং চলছে। চলবে। সোনেলা পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। উক্ত পরিবারের প্রতিটি সদস্য অনেক আন্তরিক। আমি সবার মঙ্গল কামনা করছি। শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
আপনাকে পেয়েও সোনেলা পরিবার গর্বিত,
শুভ ব্লগিং।
নববর্ষের শুভেচ্ছা 🌹 🌹
রুমন আশরাফ
ধন্যবাদ প্রিয় জিসান ভাই।
সুপর্ণা ফাল্গুনী
শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন রইল
ইকবাল কবীর
সোনেলা পরিবারের সকলের পথচলা শুভ হোক এই নববর্ষের নতুন দিনগুলি। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি নতুন বছরের নতুন দিন আমাদের জীবনে তেমন একটা প্রভাব ফেলে না যতক্ষন আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করি। দিন, তারিখ, সময় প্রতিদিনই শুভ যদি আমরা নিজেদের দিনগুলি নিজেরা বদলে দিতে পারি। ধন্যবাদ
জিসান শা ইকরাম
” নতুন বছরের নতুন দিন আমাদের জীবনে তেমন একটা প্রভাব ফেলে না যতক্ষন আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করি। দিন, তারিখ, সময় প্রতিদিনই শুভ যদি আমরা নিজেদের দিনগুলি নিজেরা বদলে দিতে পারি। ” – এমন মন্তব্যের সাথে একমত। ধন্যবাদ এমন মন্তব্যের জন্য।
নতুন বছরের শুভেচ্ছা।
ইকবাল কবীর
আপনার জন্য শুভ কামনা রইল ও সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা।
ফয়জুল মহী
অনেক অনেক সুন্দর লিখেছেন । আপনাকে নতুন বছরের শুভেচ্ছা l জয়তু সোনেলা। তোমার স্থান হ্রদয়ে হ্রদয়ে।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
শান্ত চৌধুরী
নতুন বছরের শুভেচ্ছা….
জিসান শা ইকরাম
শুভ নববর্ষ…..
অরুণিমা মন্ডল দাস
Happy New year 2020
All
জিসান শা ইকরাম
ইংরেজীতে কেন?
অরুণিমা মন্ডল দাস
ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে।
জিসান শা ইকরাম
তোমাকেও নববর্ষের শুভেচ্ছা।
ইসিয়াক
সোনেলা পরিবারের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।
জিসান শা ইকরাম
আপনাকেও শুভেচ্ছা
আরজু মুক্তা
সোনেলার ধারাবাহিকতা বজায় থাকুক।
শুভ হোক পথচলা।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
তোমাকেও শুভেচ্ছা সোনেলায় থাকার জন্য
কামাল উদ্দিন
* ২০২০ বয়ে আনুক সবার জীবনে সুখ আর সমৃদ্ধি। সোনেলা আরো সমৃদ্ধ হোক এই প্রত্যাশা লালন করি বুকের মাঝে। শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
শুভেচ্ছা আপনাকেও
শুভ ব্লগিং
কামাল উদ্দিন
সোনেলার অতীত অনেক কিছুই জানতে পারলাম। সোনেলার উত্তরোত্তর সফলতা কামনা করছি…………
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে
রেহানা বীথি
ভালোবাসার উঠোন সোনেলা, ভালোবাসায় বেঁধে রেখেছে সবাইকে। ২০২০ -এ আরও বেশি মুখরিত হোক এ উঠোন। আন্তরিক শুভকামনা সোনেলার জন্য, সোনেলা উঠোনের প্রত্যেক সদস্যের জন্য।
জিসান শা ইকরাম
আপনিও অতি দ্রুত সোনেলাকে একান্ত আপন করে নিয়েছেন।
শুভেচ্ছা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।
সোনেলা এগিয়ে চলুক সবার সৃজনশীল প্রতিভায়।
জিসান শা ইকরাম
তোমাকেও শুভেচ্ছা প্রদীপ
সঞ্জয় মালাকার
সোনেলা ব্লগের ধারাবাহিক সাফল্য কামনা করি।
নতুন বছরের শুভেচ্ছা ভাইজান।
আপনার জন্য অজস্র শুভ কামনা, ও ব্লগ প্রিয় সবাইকে অভিনন্দন ও ভালোবাসা, শুভ ব্লগিং ধন্যবাদ।
জিসান শা ইকরাম
শুভেচ্ছা আপনাকে দাদা।