সেকেলে

শুন্য শুন্যালয় ২৬ অক্টোবর ২০১৪, রবিবার, ০৭:২৭:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৯ মন্তব্য

চড়া রঙের স্মাইলিতে বেঁধে রাখা অনুভূতি,
নিজেকে বোঝাবার চেস্টায় হরিয়ালি পাখির একাগ্রতা।
কেউ কেউ তবু থাকে,অভিনয়ের ডিভান ফেলে দিয়ে
শীতলপাটিতেই যার রাত্রিযাপন।
জলতরঙ্গের সুরে কেউ কেউ ঢেউ গোনেনা জলের,
সমুদ্রের সুর শোনবার জন্য সমুদ্রেই পা ভেজানো চাই।
জ্যোৎস্নার রাত জাগা গল্প লেখা হয়না ঘরের রাতবাতিতে,
এক কিংবা আধখানা জ্যোৎস্নার জন্য শ’খানেক রাত্রিতেই তার বনবাস…
বনসাই হয়ে থাকে কতো কেউ, যত্ন পাত্রে সাজসজ্জায়
বটঝুরির ধুলোবালি ছুঁয়েই তবু কেউ কেউ রয়ে যায়।
হাওয়াই গিটারের তারে তারে
সেকেলে সেতারের আজ বড়ই আকাল……

৯৩৬জন ৯৩৬জন
0 Shares

৫৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ