যদি পালিয়ে যাই?
কি ভেবেছ পালিয়ে যেতে পারিনা আমি?
একদিন আমিও পারবো দেখো।
তল্পিতল্পা না হয় রেখেই যাবো,
কোনদিন যদি;
যদি কোনদিন ফিরে আসি, ছুতো যেন থাকে।
হারিয়ে গেলে কেউ কাঁদে?
হয়তো, হয়তো না, হয়তো কিছুদিন।
শূন্যস্থান পূরন হয় যাবে আবারও ঠিক অন্য কোন প্রিয়ে।
শুধু হারিয়ে যাওয়া সে কাঁদবে
আস্তাকুড়ে টয় স্টোরির মতো গল্প ফাঁদবে
অভিমানে জট ফেলে দেবে চুলে,
খুঁজে বেড়াবার অবহেলায়, শূন্যস্থান পূরন হবার কস্টে কাঁদবে
কাঁদতেই থাকবে …
যদি কোনদিন ফিরে আসি?
কি ভেবেছিলে ফিরে আসতে পারবো না কোনদিন?
একদিন আমিও ফিরবো, ফেলে যাওয়া ছুতো ফিরিয়ে নিতে।
সেদিন আমি কাঁদবোনা।
দেখবো ভুলভাল প্রশ্নত্তোরে ফেলের কারিগররা
আবারও ঠিক শূন্যস্থানে পরে আছে …
ছেলেমানুষি এমন কিছু লিখে কতোবার ডিলিট করি ঠিক নেই। কবে, কি কারনে লিখেছি মনে পরেনা কিংবা মনে করতে চাইনা। আজ ছেলেমানুষই সই।
৭৪টি মন্তব্য
মেহেরী তাজ
সত্যিই পুরাতন লিখা তো? নাকি আপনি আবার ডুবমারার চিন্তা করছেন? ভুলেও এই কাজ করার চিন্তা করবেন না। আপনার শুন্যস্থান কাকে দিয়ে পুরন হবে বলেন????
ঠিক আছে আজ ছেলে মানুষীই সই।
শুন্য শুন্যালয়
শুন্যস্থান পূরন হয়ে যায়। আমি সোনেলা ছেড়ে কই যাব, পাগল হইছ? হুম পুরোনো এটা।
মেহেরী তাজ
আপু কেউ কারর শুন্য স্থান সঠিক ভবে পুরন করতে পারেনা। হয় কম নয় বেশি হয়েই যায়।
শুন্য শুন্যালয়
কম আর বেশি কি, আমার জায়গা কাউকে নিতে দিলে তো!! 🙂
ব্লগার সজীব
পালিয়ে যাবেন কোথায় আপু?যদি যান আপনার শুন্যস্থান পুর্ন হবে না কিছুতেই।এমন ছেলেমানুষই লেখা আমার আবার ভাল লাগে 🙂
শুন্য শুন্যালয়
আপনার তো লাগবেই। আপনি যে এখনো বড় মানুষ হতে পারেন নি। পালিয়ে গেলে খুঁজে বের করতে পারবেন না?
ব্লগার সজীব
পালাতে দিলে তো 🙂
অনিকেত নন্দিনী
পালিয়ে যাওয়ার চিন্তাভাবনা বাদ! আমরা হারাতে চাইনা। 🙁
অভিমানে চুলে জট ফেলে দেয়ার ব্যাপারটা মনে ধরেছে। ভাবছি চেষ্টা নেবো কিনা। ;?
আজ ছেলেমানুষিই সই। বড়োর ভূমিকায় আর কাঁহাতক থাকা যায়? মাঝেমধ্যে তো ব্রেক নেয়া চাই। 🙂
শুন্য শুন্যালয়
ঠিক ঠিক। চেষ্টা নিন, জটাধারী নন্দিনী আপুকে দেখতে কেমন লাগবে দেখি 😀
ছাইরাছ হেলাল
সম্পর্কের দূরন্ততায়
কিছু রয়ে যায়, পড়ে থাকে
ফিরে ফিরে আসে,
ফিরেও যায়;
আসে ও
হৃদয় হৃদে।
সব লিখলেন বলে তো মনে হচ্ছে না। বাকিটুকু ও যোগ করে দিন।
শুন্য শুন্যালয়
সম্পর্কের দূরন্ততা!! বেশ তো!! দূরন্ত সম্পর্ক এটা নিশ্চয়ই আপনার বানানো শব্দ।
না সব লিখে ফেলেছি, কিছু বাঁকি নেই। আমি জামাহীন সেই সুখি মানুষ হতে চাইনা, যে সব বিলিয়ে দিয়ে সুখি। স্বার্থপরের মত নিজের জন্য কিছু রাখতে হয়।
আর্বনীল
পালিয়ে যাবেন কি করে?
পালাবার পথ নাই…..
সুন্দর লিখেছেন। যদিও বরাবরই আপনি সুন্দরই লেখেন।।। 🙂
শুন্য শুন্যালয়
বাড়িয়ে বললেও শুনলে কিন্তু ভালোই লাগে। 🙂
অনেক ধন্যবাদ।
হিলিয়াম এইচ ই
পালাবেন কোথায়?? খুজেঁ বের করে ফেলব!! :p
শুন্য শুন্যালয়
আপনাকে খুঁজতেই তো আমাদের পেরেশান হতে হয় 🙁
আদিব আদ্নান
মেয়েবেলায় ফিরে দিয়ে পলা-পলির কথা লিখতে চেয়েছেন বলে মনে হচ্ছে।
শুন্য শুন্যালয়
এ আপনি বুঝবেন না। গোল মাথা হলে বুঝতে পারতেন।
স্বপ্ন
পালাবার চিন্তা আসে কেন আপু?মানুষের শুন্যস্থান পূর্ন হয়না,শুন্যই থেকে যায়।আবার ফিরে আসবেন?এরপর তো ফিরে এসেছেন বাকী রয়ে গেলো 🙂
শুন্য শুন্যালয়
হা হা পালাইনি, ফিরেও আসিনি। আমি যে যেতেই পারিনা। মানুষের শুন্যস্থান পূর্ণ হয়না ঠিক নয়, হয়তো আগের চাইতেও সুন্দর করে হয়, পুরনো কাউকে সম্পূর্ণ ভুলিয়ে দেয়। সবার মধ্যেই পালানোর একটা চিন্তা কিন্তু আসে। খেয়াল করে দেখুন।
স্বপ্ন
সব মানুষের মাঝে পালানোর চিন্তা আসে? আমারও আছে নাকি?দেখতে হবে 🙂
শুন্য শুন্যালয়
পালানোর চিন্তা আছে কিনা দেখতে গিয়ে আবার পালিয়ে যেয়েন না। খবর দিয়ে দিব কিন্তু আপনার তেনার কাছে।
স্বপ্ন
পালালে তো তার কাছেই পালিয়ে যাবো।
শুন্য শুন্যালয়
আচ্ছা আচ্ছা, এই কথা!! মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত আর স্বপ্নের বুঝি মিথুন পর্যন্ত?
খেয়ালী মেয়ে
আস্তাকুড়ে টয় স্টোরির মতো গল্প ফাঁদবে
অভিমানে জট ফেলে দেবে চুলে,
খুঁজে বেড়াবার অবহেলায়, শূন্যস্থান পূরন হবার কস্টে কাঁদবে
কাঁদতেই থাকবে …………………………………………………শূন্য জায়গা হয়তো বা অল্প সময়ের ব্যবধানে পূর্ণতা পেয়ে যায়, কিন্তু একজনের অভাব অন্যজন মেটাতে পারে না……….সব লেখার কারণ খুঁজতে হয় না আপু……….ছেলেমানুষই আপুটাকেই চাই (3
শুন্য শুন্যালয়
উম আমি চলে গেলে কেউ না খুঁজলেও পরী ঠিক খুঁজবে। একজনের অভাব আরেকজন মেটাতে পারেনা ঠিক তবে সেই অভাবের কথা ভুলে যাওয়াই আমাদের স্বভাবজাত। সবার মধ্যেই কি তবে একটা শিশু থাকে? অস্থিরতা থেকে বের হয়ে ছেলেমানুষ হতে চাই!!
খেয়ালী মেয়ে
হুমমমম ঠিক ধরেছো আমি তোমাকে সত্যি খুঁজবো……….
নারে আপু কিছু অভাব থাকে যা হৃদয়ে দাগ কাটে তা কখনো ভুলা যায় না–সবার মধ্যে একটা শিশু যেমন থাকে তেমনি হিংস্র কিছু একটাও হয়তো বা থাকে…….
সব অস্থিরতা ঝেড়ে ফেলে দাও, ছেলেমানুষ হয়েই থাকো 🙂
শুন্য শুন্যালয়
খুব ভালো বলেছ, শিশু যেমন থাকে হিংস্রতাও থাকে। হিংস্রতাটা খুব সহজে বের হয়ে আসে।
তুমি ভালো আছো? দেখিনি তোমাকে কএকদিন।
খেয়ালী মেয়ে
হুমমমমমমমম আমি সব সময় ভালো থাকি…..তুমি কেমন আছো?…
সবসময়ই আছি তোমাদের পাশে (3
শুন্য শুন্যালয়
আমিও সবসময় ভালো থাকি 🙂
জানি তুমি সবসময় পাশে আছ, তাই একদিন না দেখলেই অস্থির লাগে। অদৃশ্য ছায়ায় মত লাগে, ভূত পেত্নী বলি নাই কিন্তু 😀
খেয়ালী মেয়ে
তুমি না বললে কি হবে আমি কিন্তু মাঝে মাঝে নিজের মাঝে পেত্নীর ছায়া দেখি আর ভূতের প্রেমে মজে থাকি :p
শুন্য শুন্যালয়
আয় হায়, তাই তো বলি আজ পর্যন্ত তোমার চেহারা কেন আমি দেখতে পারলাম না !!
খেয়ালী মেয়ে
🙂
মারজানা ফেরদৌস রুবা
শূন্যস্থান পূরন হয়, কিন্তু একের বিকল্প অন্য হয় না।
শুন্য শুন্যালয়
পূরন হয়ে গেলে বিকল্প ভাবার সময় কোথায় আপু!!
জিসান শা ইকরাম
থিতু হয়ে বসে থেকে এমন প্রশ্ন কেন?
বর্তমান স্থানে সন্তষ্ট না হলে এমন চিন্তা আসার কথা।
প্রশ্ন কর্তা/কর্তি বর্তমান অবস্থানে অস্থির?
অবশ্য ছেলেমানুষি প্রশ্নের ছেলেমানুষি মন্তব্য করতে ভালোই লাগে।
শুন্য শুন্যালয়
কি যে বলেন!! আমার মত সুখি কে আছে, আয় সখী আয় আমার কাছে। হাজব্যান্ড বা ওয়াইফ কে বলতে শোনেন নি, সংসারে লাত্থি দিয়া যেদিক দুইচোখ যায় চলে যাব 😀 যায় কি?
সীমান্ত উন্মাদ
আমি কিন্তু ঠিকই ভেবেছি বন্ধু তুমি পালিয়ে যেত পারোনা। :p
মনের মাঝে যা কিছু আসে তা সাবলিল ভাবে লিখলেই বেশি ভালোলাগে, আর এই কারনে তোমার এই লিখাটা আমার বেশ ভালো লেগেছে।
শুভকামনা নিরন্তর।
শুন্য শুন্যালয়
কোন লেখা খারাপ লাগছে আজ পর্যন্ত কইছ? ^:^
সীমান্ত উন্মাদ
সব যদি আমার ভালো লাগে তাইলে আমি কি কইরতাম শুধু ভালোলাগার পরিমান কম আর বেশি। আর আমি সব সময় উৎসাহ দেই বেশি এইটা আমার স্বভাব তাই কিছু করার নাই। \|/
শুন্য শুন্যালয়
আচ্ছা আচ্ছা বুঝলাম, উন্মাদদের একটু বেশিই 🙂
মিথুন
টয় স্টোরির মত গল্প ফাঁদবে, মজা তো। টয় স্টোরি আমার প্রিয় মুভি। হারানো রা এভাবে নিজের আরেকটা জগত তৈরি করে নেয় বুঝি?
শুন্য শুন্যালয়
আমারো প্রিয়। হয়তো তাদেরও একটা জগত আছে, কতটুকুই বা আমরা জানি? আপনাকে কিন্তু আরো নিয়মিত চাই।
নুসরাত মৌরিন
বাহ্ বেশ তো। ছেলেমানুষীই সই তাহলে…।
প্রায়ই তো এমন ইচ্ছে চাপে হারিয়ে যাওয়ার।
যায় কি?একজীবনে মানুষ বড্ড বন্দী!! জীবনের কাছে…।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুন্যস্থান পূরণ হয়ে যায়….হবেই তাতে কেউ চলে যায় যাক না।সুন্দর -{@
শুন্য শুন্যালয়
হুম সুন্দর বলেছ। সে বন্দী নিয়মের কাছেও। ব্যস্ততা কমবে কবে?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুন্যস্থান পূরণ হয়ে যায়….হবেই তাতে কেউ চলে যায় যাক না।সুন্দর -{@
শুন্য শুন্যালয়
পূরন হয়তো হয়না, তবে সময়ের তাগিদে সেই অভাবটা আমরা আগের মত ফিল করিনা। ধন্যবাদ ভাইয়া।
লীলাবতী
আফগানিস্থান,বেলুচিস্থান এর মত শুন্যস্থান কি কোন জায়গার নাম নাকি আপু? 🙂
একা একা কথা বলা?একা একা এমন ভাবনা খেলা করে নিজের মাঝে।বুঝেছি আপু।তবে শুন্য আপুর শুন্য স্থান পুর্ন হবে না কিছুতেই।
শুন্য শুন্যালয়
আরে আপনি দেখি আমার মনের কথা বলছেন!! কদিন ধরে ভাবছি নিজের সাথে কথা বলার একটা সিরিজ করবো। কেমন হবে? শুন্যস্থান এদের চাইতেও ভয়ংকর একটা জায়গার নাম। 🙂
রিমি রুম্মান
একজন মানুষের স্থান আরেকজন মানুষ কখনো পূরণ করতে পারে না, যেমনটি একজন শিল্পীর আঁকা ছবি তাঁর ভাবনার মত করে আরেকজন শিল্পী শেষ করতে পারে না।
শুন্য শুন্যালয়
হ্যাঁ আপু। আর কেন যেন আমাদের কাছে হারিয়ে যাওয়া মানুষদের অভাব বেশি মনে হয়, কাছের মানুষদের চাইতেও যতক্ষন না সেও হারিয়ে যাচ্ছে।
রাসেল হাসান
ভালো লেগেছে। 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ।
সিকদার
এই যদি হয় পচা লেখা তাহলে ভাল কোনটা ? -{@
শুন্য শুন্যালয়
পঁচা আর ছেলেমানুষি লেখার মধ্যে পার্থক্য আছে। ধন্যবাদ আপনাকে।
অরণ্য
প্রথমতঃ ভাল লিখেছেন বা লিখেছিলেন।
দ্বিতীয়তঃ যে কোন শুন্যস্থানই পুরন হয়ে যায় – কিছু না পেলেও বাতাস তো আছেই।
তৃতীয়তঃ আবেগটা বেগকে প্রভাবিত করে বেশ, হোক সে ত্বরণে নতুবা সে মন্দনে।
শুন্য শুন্যালয়
আপনি যখন মন্তব্য করবেন তখন সেটা লিখেছিলেনই হবে 🙂
বাতাসের অস্তিত্ব ভুলে যাইযে আমরা।
ত্বরণ আর মন্দনকে এখানে পোস্ট প্রকাশ করা আর ডিলিট করা বললে কেমন হবে বলুনতো? 😀
অরণ্য
তা বলা বোধহয় ঠিক হবে না। 🙂
সাতকাহন
আপনার লেখা বরাবরই ভালো লাগার কাতারে থাকে।
শুন্য শুন্যালয়
আপনি আমার লেখা আগে পড়েছেন এটাই তো আজ প্রথম জানলাম 🙂
অনেক ধন্যবাদ জানবেন।
বন্দনা কবীর
শুন্যস্থান পূর্ন হয়না।মানিয়ে নেই আমরা।ভালো লিখেছেন শুন্য।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপু।
আশা জাগানিয়া
শূন্যস্থান – ছুটিপুর-১ – ভ্রষ্টা নারী এই তিনটি লেখা সিরিজ লেখার মত মনে হচ্ছে 🙂
শুন্য শুন্যালয়
কাছাকাছি সময়ের লেখা, হয়তো মাথাতে থেকেই থাকবে। আশা কি সব শেষ হয়ে গেলো? এভাবে আমাদের নিরাশায় ডুবিয়ে চলে গেলেন যে 🙁
মেহেরী তাজ
আপনাকে খুজে খুজে আমি পাগল হয়ে গেলাম। 🙁
আমি ডুব মারলে কিন্তু আর এ মুখু হবো না। :@
আপনার শুন্যস্থান কাওকে দিয়ে পূর্ণ হবে না বিশ্বাস করেন।।।। ;(
নীতেশ বড়ুয়া
আমিও ;(
শুন্য শুন্যালয়
আপনি কি নিতিয়েছ দাদা? 😀
নীতেশ বড়ুয়া
আপনার সাথে রাগ :@
শুন্য শুন্যালয়
কতোক্ষনের? 🙂
নীতেশ বড়ুয়া
যতদিন ছিলেন না ততোদিনে :@
শুন্য শুন্যালয়
আমাকে ছেড়ে ডুব দিয়ে থাকতে পারবি? চেষ্টা করেই দেখ না। যাদু জানি তো, ছুঃ মন্তরেই নিয়ে আসবো আবার, মিথ্যে নয়, তিন সত্যি। নামই তো শুন্যস্থান, তার স্থানে অন্য কাউকে বসতে দিলে তো!! ধাক্কা দিয়ে সরিয়ে দেবনা! আমি বড় হিংসুটে 🙂
জানিস রে, তুই আমার আদরের একটুখানি ছোট্ট আপু। লাভু (3
মেহেরী তাজ
তাও ঠিক। থাকতে পারবো কি না! যাদু,মন্তর দিয়ে ধরে আনলে তো আর না এসে পারা যাবে না।
কিন্তু তারপরেও আবার না বলে ডুব মারলে আপনার একদিন কি আমার যে কদিন লাগে। :p
🙂 🙂 🙂 ♥♥♥♥♥
অরুনি মায়া
পালিয়ে গেলে কেউ খুঁজবেনা, হারিয়ে গেলে কেউ কাঁদবেনা।
শূন্যস্থান সেটাও পূরণ হয়ে যাবে।
হয়ত একদিন………………
শুন্য শুন্যালয়
হ্যাঁ আপু, শূন্যস্থান থাকেনা কখনো।