শান্তি, আজ সুদূর পরাহত

মোকসেদুল ইসলাম ২৮ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০১:৩০:৩৩অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

আমি বুঝি এবার মারাই যাব
না, না আত্মহত্যা করে নয়, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও নয়
বাতাসের দুষিত সীসা নয় কিংবা ফরমালিন যুক্ত খাদ্য খেয়ে নয়
গাড়ীর নীচে চাপা পড়ে নয়, সন্ত্রাসীদের হাতেও নয়।
আমি বুঝি এবার মারাই যাব
সরল রাস্তায় চলতে গিয়ে বোমা,ককটেল, গুলি কিংবা গ্রেনেডের আঘাতে।
আমার লাশ নিয়ে টানাটানি পড়ে যাবে জানি
কেউ বলবে এ করে লীগ কেউ বলবে না না এ বিএনপি’র একনিষ্ঠ কর্মী
আবার কেউ বলবে ও ছিল দেশ বিরোধী জামাত-শিবিরের কর্মী।
পত্রিকার প্রথম পৃষ্ঠায় খবর হবো আমি। না,না মানুষ হিসেবে নয়
দলের সন্ত্রাসী কর্মী হিসেবে চিনবে দেশবাসী।
হায়রে মানুষ! হায়রে দেশ।
মরেও কি শান্তি পাব না আমি।

৫১৬জন ৫১৬জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ