আমি বুঝি এবার মারাই যাব
না, না আত্মহত্যা করে নয়, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও নয়
বাতাসের দুষিত সীসা নয় কিংবা ফরমালিন যুক্ত খাদ্য খেয়ে নয়
গাড়ীর নীচে চাপা পড়ে নয়, সন্ত্রাসীদের হাতেও নয়।
আমি বুঝি এবার মারাই যাব
সরল রাস্তায় চলতে গিয়ে বোমা,ককটেল, গুলি কিংবা গ্রেনেডের আঘাতে।
আমার লাশ নিয়ে টানাটানি পড়ে যাবে জানি
কেউ বলবে এ করে লীগ কেউ বলবে না না এ বিএনপি’র একনিষ্ঠ কর্মী
আবার কেউ বলবে ও ছিল দেশ বিরোধী জামাত-শিবিরের কর্মী।
পত্রিকার প্রথম পৃষ্ঠায় খবর হবো আমি। না,না মানুষ হিসেবে নয়
দলের সন্ত্রাসী কর্মী হিসেবে চিনবে দেশবাসী।
হায়রে মানুষ! হায়রে দেশ।
মরেও কি শান্তি পাব না আমি।
১৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
অসাধারণ লিখেছেন ভাইয়া …এভাবেই আসলে আমাদের আতংকে কাটে আজকাল …
বৈশাখী ঝড়
মন্তব্যর জন্য ধন্যবাদ
নীলকন্ঠ জয়
এইভাবেই চলছে এ দেশ।। খুবই কষ্টময় স্বাধীনতার একফোঁড়া। রাজনীতির দশ ফোঁড়া।। (y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ পাশে থাকার জন্য
তন্দ্রা
এই হল আমাদের দেশের জারজ দেশ প্রেমিক রাজনিতিবিদ।
বৈশাখী ঝড়
ধন্যবাদ মন্তব্যর জন্য
খসড়া
কি বলবো? আজ চলন্তবাসে আগুন দিয়ে মনষ পোড়াচ্ছে।ু
বৈশাখী ঝড়
ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
শান্তি শব্দটি এক সময় হয়ত কাগজেই থাকবে —
ভালো লিখেছেন ।
বৈশাখী ঝড়
পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য অনেক ধন্যবাদ
ছাইরাছ হেলাল
শান্তি একটি দুর্লভ বিষয় , যা চাইলেই এখন পাইয়া সম্ভব নয় ।
বৈশাখী ঝড়
ধন্যবাদ
আদিব আদ্নান
কঠিন থেকে কঠিনতর সময় পার করছি আমরা ।
বৈশাখী ঝড়
অশেষ ধন্যবাদ
নীলকন্ঠ জয়
🙁 এই হলো আমাদের রাজনীতির অবদান। ছিঃ