এটি নিষিদ্ধ ঘোষিত তাসলিমা নাসরিনের লজ্জা নয়।এটি লীলাবতীর লজ্জা,আশাকরি মনে থাকবে সবার 🙂
লজ্জা হচ্ছে :
১। গোপনীয় বিষয় প্রকাশিত হওয়ার জন্য বা অনুচিত ও অশোভন কাজ বা ব্যাপারের জন্য অস্বস্তি জনক ভাব, শরম, ব্রীড়া;
২। অস্বস্তির জন্য কোনো কথা বলতে বা কোনো কাজ করতে মানসিক বাঁধা, সংকোচ, কুণ্ঠা।
আমার লেখার বিষয় বস্তু ২ নং এর ‘ অস্বস্তির জন্য কোনো কথা বলতে বা কোনো কাজ করতে মানসিক বাঁধা, সংকোচ, কুণ্ঠা ‘।
আজকাল সোনেলায় পোষ্ট করতে লজ্জা লাগে।কি সব লেখি আমি আর তা সপ্তাহের শীর্ষ পঠিত তালিকায় চলে যায়। গর্বের চেয়ে লজ্জাই লাগে বেশি। মাঝে মাঝে মনে হয় আমি মেয়ে বলে হয়ত আমার লেখা পঠিত হয় বেশি। এই ভাবনা আসলে লজ্জার।এখানে নারী বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত হচ্ছে যা আমি ঘৃণা করি খুব।
অবশ্য এই ভাবনা স্থায়ী হয়না বেশীক্ষন যখন দেখি জিসান ভাইয়া,ছাইরাছ হেলাল ভাইয়া, অরণ্য ভাইয়া,মনির ভাইয়া,সজীব,প্রজন্ম ৭১ বা আমাদের কিউট প্রেমিক যুগলের একজন স্বপ্ন এর পোষ্ট শীর্ষ পোষ্ট এর তালিকায় থাকে।
তাহলে? অন্যন্য পুরুষ ব্লগারদের পোষ্ট তেমন একটা শীর্ষ পঠিত পোষ্টের তালিকায় কম আসে কেন? তারা কি ভালো লেখেন না? অবশ্যই ভাল লেখেন। তাঁদের পোষ্ট শীর্ষ পঠিত তালিকায় না থাকায় লজ্জিত হই আমি।
এর কারন কি হতে পারে?কেন তাঁদের লেখা এত ভালো হওয়া সত্বেও তালিকায় আসেনা?
এর উত্তর খুঁজে পেয়েছিঃ
১। তারা অন্য ব্লগারদের লেখায় মন্তব্য করতে লজ্জা পান
২। তারা তাঁদের লেখা শেয়ার দিতে লজ্জা পান
৩।তারা তাঁদের ফেইসবুক প্রফাইলে সোনেলার ব্লগার এটি লিখতে লজ্জা পান
৪।অন্যদের লেখা যেহেতু নিজের লেখার চেয়ে কম মান সম্পন্ন,একারণে পড়ে দেখতেও লজ্জা পান।
৫।এই সমস্ত ভাইয়ারা দেশের প্রায় সমস্ত ব্লগে লিখে থাকেন,সেক্ষেত্রে সোনেলার মত এত ছোট ব্লগে সময় নষ্ট করে অন্য ব্লগ পড়া,এটি জাতির কাছেও লজ্জা জনক বটে।
৬। কিছুটা কিপটুসও এনারা,তাই নিজে ধন্য হতে চান,অন্য কাউকে ধন্য হতে দিতে চাননা। এটি আমাকে লজ্জিত করে।
৭। যেহেতু তারা সমস্ত ব্লগে লেখেন এবং পোষ্ট দিয়ে দেশের মানুষকে ধন্য করেন,তাদের কাছে আমাদের মত বেকার ব্লগারদের সাথে তুলনা করাও লজ্জার।
তারা আসলে গন মানুষের জন্য লেখেন।যেহেতু সব ব্লগে লেখেন,কোথায় ব্লগিং করেন এ প্রশ্নের জবাবে এমনটাই বলবেন। কারো কেউ নয়তো আমি কেউ আমার নয়…… গায়ের জোরে গয়না গাটি কেরে নেয়া যায়…… ভালোবাসা নয়
🙁
আমি জানি এই পোষ্ট আবার শীর্ষ পোষ্টের তালিকায় যাবে। আবার লজ্জিত হবো আমি। শুভ ব্লগিং -{@
অনেক বক বক করলাম আসুন এবার কিছু গান শুনি 🙂
মরি মরি এ কি লজ্জ্বা!…….মরে যাই এ কি লজ্জ্বা!!
লাজে মরি ও আমি লাজে মরি ………বেবি ও বেব্বি কেন পাও তুমি লজ্জা
লাজুক পাতার মত লজ্জাবতী………তোমাকে ছুঁয়ে দিতে চাই অনুমতি
আমার শরীর আজ ভিজে যায়…… রক্তে নাকি বর্ষায়…… আগুনে পুড়ে প্রমাণ করেছি কতবার…… ভীষন লজ্জায়
শেষ গানটিতে মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত আমি।
৯৩টি মন্তব্য
সাজ্জাদুর রাহমান সাজিব
ওয়েল সেইড আপু
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া -{@ ভয়ে ছিলাম ভাইয়ারা আবার রাগ না করেন 🙂
সঞ্জয় কুমার
লজ্জা পেলাম
লীলাবতী
আমিও ভাইয়া :p
নীলাঞ্জনা নীলা
মরি মরি এ কি লজ্জ্বা!
মরে যাই এ কি লজ্জ্বা!! (আরতী মুখার্জীর গান)
এ গান গেয়ে দেখুন লজ্জ্বা হয়তো কিছু কমতে পারে। লেখা হিমালয় মানে সোনেলার শীর্ষ আসনে আরোহণ করুক আবারও। -{@
লীলাবতী
গানটি দেয়ার জন্য ধন্যবাদ নীলাদি।দিয়ে দিচ্ছি পোষ্টে 🙂 সোনেলার শীর্ষ আসনে আরোহণ করলে আবারো লজ্জা পাবো :p
আর্বনীল
লজ্জজ্জজ্জজ্জজ্জজা……
লীলাবতী
এ আমাদের জাতীয় লজ্জা 🙂
ব্লগার সজীব
আমার নাম দেখে লজ্জা পেলাম আপু। শেষের গান টি আমাদের লজ্জায় ডুবিয়ে দিল।
লীলাবতী
সজীবের আবার লজ্জা কিসে?সে তো ভালোই একটিভ।গানটি ভারতের ধর্ষিতা মেডিকেল ছাত্রীকে নিয়ে।
বোকা মানুষ
সব্বোনাশ! অনেক সিম্পটম তো মিলে আমার সাথে! লজ্জায় পইড়া গেলাম তো বইন লীলাবতী! ;? :p
লীলাবতী
ভাইয়া একটু একটিভ হলেই তো পারেন 🙂
সাতকাহন
বড় আপু, বাঁশ দিলেন মনে হয়?
লীলাবতী
আপন ভেবে কথাগুলো লিখেছি ভাইয়া 🙂
সাতকাহন
আসলে আমার লিস্টে সোনেলার আপনি, খেয়ালী মেয়ে, রুমি আপা ছাড়া আর কেউ নেই; আর সবাইকে আমি চিনিও না, হয়তো সবাই আমার বন্ধু তালিকায় থাকলে ভালো হতো।
লীলাবতী
জিসান ভাইয়াও নেই?
সাতকাহন
না, এই তিনজন বাদে আর কেউ নেই।
লীলাবতী
এটা কোন কথা হলো?বেছে বেছে আপনি তিনজন নারীকেই শুধু ফ্রেন্ড বানালেন?
মেহেরী তাজ
:D) আপু আমি কিন্তু এই পোষ্টে তিন বার মন্তব্য করবো । জবাব ন্য মন্তব্য। অনেক কিছু বলার আছে। তার জন্য আবার লজ্বা দিয়েন না। :D)
লীলাবতী
বেশি কিছু বলা যাবেনা,মডুরা আছে আসে পাশেই।আমি ধমক খেয়েছি 🙁
মেহেরী তাজ
🙁 কে আপনাকে বকা দিলো????
আপনাকে আর একবার বকা দিলে লেখা হরতাল দিয়ে দেবো। :@
লীলাবতী
তোমাকে গতকাল বলেছি 🙁 দাও হরতাল।লেখার স্বাধীনতা চাই :c
মেহেরী তাজ
হুম অবশ্যই লেখার স্বাধীনতা থাকা উচিৎ। ;?
ইয়ে এখন মাথা ফাঁকা হরতাল দেওয়ায় যায়। :p
লীলাবতী
আচ্ছা দাও হরতাল,সাথে আছি 🙂 (3
অনিকেত নন্দিনী
এই পোস্ট পাঠপূর্বক লজ্জা পাইবার মতন বোকা আমি নহি। -:-
লীলাবতী
আপনি অল্প কয়েকদিনের মধ্যেই আপনি সোনেলাকে আপন করে নিয়েছেন।খুব অবাক হয়েছি এতে।অনেক অনেক শুভেচ্ছা আপু -{@
ছাইরাছ হেলাল
লজ্জা কোন সহজ প্রাপ্তির বিষয় নয়, তাই এটি পাওয়ার চেষ্টা না করাই শ্রেয়।
লীলাবতী
:D) :D) একমত ভাইয়া,তারপরেও তো পাই লজ্জা :p
নীতেশ বড়ুয়া
এর উত্তর খুঁজে পেয়েছিঃ
১। তারা অন্য ব্লগারদের লেখায় মন্তব্য করতে লজ্জা পান
(আমার উত্তরঃ আমি আসলেই অন্য ব্লগারদের লেখায় যাই না। কেন যাই না! এর কারণ আমি নিজেও সুনির্দিষ্টভাবে জানি না, তবে ব্লগে অনভ্যস্ততার জন্যেই প্রধান কারণ হতে পারে 🙁 )
২। তারা তাঁদের লেখা শেয়ার দিতে লজ্জা পান
( আমার উত্তরঃ আমি ব্লগে লিখি সেটা ফেবুতে বা অন্য কোন মাধ্যমে জানাতে পছনদ করছি না ফেবু বা অন্য মাধ্যমে অযতাচিত ব্লগার টাইটেলধারীদের আধিক্যে, যেহেতু নিজেই ব্লগিং ঠিক মতো বুঝি না তাই এখানে লেখা শেয়ার দিতে ইচ্ছুক নই।)
৩।তারা তাঁদের ফেইসবুক প্রফাইলে সোনেলার ব্লগার এটি লিখতে লজ্জা পান
(আমার উত্তরঃ ২ নং এই বলেছি আমি ব্লগে মাঝেমাঝে আসি বা দেখি বা লিখি সেটা জানাতে আমার যথেষ্ট আপত্তি কারণ ঐ একই আমি ব্লগিং বুঝি না এবং স্বাচ্ছন্দ্য নই এখনো 🙁 )
৪।অন্যদের লেখা যেহেতু নিজের লেখার চেয়ে কম মান সম্পন্ন,একারণে পড়ে দেখতেও লজ্জা পান।
(আমার উত্তরঃ মান দেখে নয় বরং অনভ্যস্ততার কারণেই, 🙁 এবং সবাই ভাল লিখেন আমি ছাড়া 😀 )
৫।এই সমস্ত ভাইয়ারা দেশের প্রায় সমস্ত ব্লগে লিখে থাকেন,সেক্ষেত্রে সোনেলার মত এত ছোট ব্লগে সময় নষ্ট করে অন্য ব্লগ পড়া,এটি জাতির কাছেও লজ্জা জনক বটে।
(আমার উত্তরঃ এই পয়েন্ট আমার জন্যে নয় 😀 😀 )
৬। কিছুটা কিপটুসও এনারা,তাই নিজে ধন্য হতে চান,অন্য কাউকে ধন্য হতে দিতে চাননা। এটি আমাকে লজ্জিত করে।
(আমার উত্তরঃ মনে হয় তাই 😛 )
৭। যেহেতু তারা সমস্ত ব্লগে লেখেন এবং পোষ্ট দিয়ে দেশের মানুষকে ধন্য করেন,তাদের কাছে আমাদের মত বেকার ব্লগারদের সাথে তুলনা করাও লজ্জার।
(আমার উত্তরঃ কি জানি 😛 )
এইবার আসি আপনি কেন শীর্ষে থাকেনঃ
১। ব্লগে আপনার উচ্ছ্বল পদচারণা, প্রানবন্ত থাকা এবং সহজে সবার সাথে প্রায় সব পোস্টে থাকা
২। আপনার সাবলীল শব্দ লেখনী ও একেবারে পরিষ্কার করে স্বচ্ছন্দে লিখা।
সবচাইতে গুরুত্বপুর্ণ, গ্রহণযোগ্যতা। আপনার গ্রহণযোগ্যতাই আপনাকে সবার সাথে নিয়ে যায় সবার কাছে 😀
@ব্রীড়াবৃত লীলাপু।
লীলাবতী
বিশ্লেষন মুলক মন্তব্য ভালো লেগেছে ভাইয়া।সহজ সরল স্বীকারোক্তি।ধন্যবাদ ভাইয়া -{@
নীতেশ বড়ুয়া
কিন্তু আপনার লজ্জায় আমি ক্ষুদ্ধ :@ :p
লীলাবতী
কি আর করার ভাইয়া 😀
নীতেশ বড়ুয়া
এইরকম ব্রীড়া যদি আবার দেখান তবে আপনা :p র সাথে কাট্টি! অকা?
লীলাবতী
অকা 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নতুন যারা লিখছেন তারা অনেকেই পোষ্ট দিয়ে চলে যাচ্ছেেন অথচ তাদের মন্তব্যের ঘরে প্রচুর মন্তব্য উত্তর দেবার সময় নাই ….তবুও প্রানের সোনেলায় গর্ব করে বলতে পারি দেশের ব্লগগুলোর মধ্যে ছোট্র্র এই সোনেলা পরিবারে মন্তব্য এবং উত্তর অন্য যতগুলো ব্লগ আছে কোন অংশে কম নয়।এ অর্জন সম্ভব হয়েছে কেবল মাত্র আপনার এবং আপনাদের মতো কয়েকজন প্রকৃত মাটির মানুষের সাগরের মতো মন আর উজাড় করা আন্তরিকতার কারনে।
শুরু থেকেই আমি এই ব্লগে যখন ব্লগে ব্লগে আইয়ামে জাহালিয়ামের যুগ সোনেেলা তখনন আপন মহিমায় উজ্জল লক্ষত্র।
শুভ ব্লগিং -{@
ইদানিং আমি আমার PC নিয়ে সমস্যায় আছছি ঠিক সময় মত অনেকের পোষ্টে মন্তব্য করতে পারছি না বলে আপাতত দুঃখিত। -{@
লীলাবতী
সোনেলার এই আন্তরিক পরিবেশ সৃষ্টির পিছনে আপনারও বিশাল ভুমিকা আছে ভাইয়া।শুভেচ্ছা আপনাকে -{@
খেয়ালী মেয়ে
লজ্জাময় পোস্ট…………. (y)
লাজুক পাতার মত লজ্জাবতী………
তোমাকে ছুঁয়ে দিতে চাই অনুমতি ………….. -{@
লীলাবতী
ছুঁয়ো না ছুঁয়ো না ……ছুঁলে পুড়ে হবে ছাই :p এত্তগুলা শুভেচ্ছা পরী (3 -{@
খেয়ালী মেয়ে
শুধু শুভেচ্ছাতে কাজ হবে না, আমি ছুঁতে ছাই :p (3
লীলাবতী
এই যে হাত বাড়ালাম, ছুঁয়ে দাও (3
খেয়ালী মেয়ে
ছুঁয়ে দিলাম (3 বুঝতে পেরেছো ডিয়ার -{@
লীলাবতী
পেরেছি পেরেছি ডিয়ার পরী 🙂 (3
শুন্য শুন্যালয়
আমিও যে এই লজ্জায় লেখা কমিয়ে দিয়েছি 🙁
গানগুলো শুনে কি লজ্জা বাড়বে নাকি কমবে? আগে সেইটা বলুন। লীলাবতীর লজ্জা পড়ে আমি লজ্জায় পরে গেলাম। মনে থাকবেনা মানে? আলবৎ থাকবে, কিন্তু এই ব্রীড়া টা কি?
মেহেরী তাজ
শুন্য আপু লজ্বা টজ্বা বুঝি না। আপনি থাকেন কই? টর্চ দিয়ে খুজেও আপনাকে পাওয়া যায় না কেনূ??? 🙁
শুন্য শুন্যালয়
সুইট হার্ট তাজ, আমাকে খুঁজে বেড়াবার জন্য এত্তো থ্যাংকস। সময় একটু করে কমে যাচ্ছে। সিগারেটের মত টানলে আরো ছোট হচ্ছে 🙁 মিস ইউ অল।
লীলাবতী
আমাকে কেউ খোঁজে না,আমাকে তেমন কেউ মিস করেনা 🙁
নীতেশ বড়ুয়া
আপনি এই কথা বলতে পারলেন??? (-3
মেহেরী তাজ
লীলা আপু আপনাকে খুঁজি না এটা কি ঠিক বললেন আপনিই বলেন???
আর অন্য কেউ হলে বলতাম হারায়ে যান তার পর দেখেন! কিন্তু আপনাকে একথা বলতেও পারি না।
খবরদার ভুলেও হারানোর চেষ্টা করেন না।
আর শুন্য আপু মিষ্টি কথায় চিড়ে ভিজবে না বলে দিলাম। 🙁
লীলাবতী
ইশ শিশির ভাইয়ার হৃদয় ভেঙ্গে দুই ভাগ।সুপার গ্লু লাগিয়ে আস্ত করেন ভাইয়া 😀
লীলাবতী
তাজ,মাঝে মাঝে কিছু উল্টা পাল্টা কথা বলে দেখতে হয় ফিডব্যাক কি আসে 🙂 (3
মেহেরী তাজ
দেখা হয়ে গেছে? আর কোন কথা হবে না। ঠিক আছে?
লীলাবতী
তোমার সাথে কথা হবে জন্ম জন্মান্তর 🙂
মেহেরী তাজ
আপনার ও কি শুন্য আপুর মত সময় কমে যাচ্ছে। সিগারেট মত টানলে আরও কমবে??
আপনাকে খুজে ফিরছি আপু। হারায়ে যেতে নিষেধ করেছিলাম শুনলেন না।
এক বারও যদি জানতেন কতটা মিস করি…… 🙁
লীলাবতী
মিস আমি বুঝি করিনা? (3 আমার সাথেই থাকো তোমরা।
স্বপ্ন
আমি লজ্জা পাই যখন দেখি আমার লেখা শীর্ষ পনেরতে আসে।লজ্জা একটি সংক্রামক রোগ।
লীলাবতী
লজ্জা একটি সংক্রামক রোগ :D)
আদিব আদ্নান
গানগুলো সুন্দর। লজ্জা এত্ত সহজ বস্তু নয় যে চাইলেই পাওয়া যায়।
লীলাবতী
:p
নুসরাত মৌরিন
আমিও এই লজ্জায় ইদানীং খুব বেশি একটিভ না!! কী বিপদ!! আপু আর লজ্জা দিয়েন না প্লিজ…। 😛 🙁
লীলাবতী
না না ,আর নয় লজ্জা :p
মেহেরী তাজ
আপু আমি ভাবছি আপনার পোষ্ট পড়ার সময় লজ্বা নামক বিষয় টা মানুষের মধ্যে থাকে তা ভুলে যাবো।…….
আপাতত মতামত বদলাইছি। যেহেতু মডুরা ধারে পাশেই আছে সেহেতু দুইবার মন্তব্য করেই ক্ষান্ত দিলাম। 😀 :p
লীলাবতী
ঠিক ঠিক :D)
বন্দনা কবীর
আমাকেও যে লজ্জায় ফেলে দিলেন লীলাবতী।ব্লগ আসলে পরিত্যাগ করেছি।কয়েকবছর পরে সোনেলায় পোষ্ট দিয়ে প্রতিজ্ঞা থেকে সরে এসেছিলাম।তবে বিভিন্ন কারনে সময় দিতে পারিনা।
লীলাবতী
অন্য ব্লগ পরিত্যাগ করে,কয়েক বছর পর আপনি সোনেলায় আবার পোষ্ট দিয়েছেন,মনে আছে আমার -{@
অরণ্য
আপাতত একটা লাইন লিখে রেখে দিচ্ছি।
“লাজ লজ্জার কিছু নেই, এতো পরিচিত শিহরণ।”
গানের লিঙ্কটি খুঁজতে হবে।
ফের ফেরার আশাবাদ ব্যক্ত করছি।
মজা পেলাম – “আমি জানি এই পোষ্ট আবার শীর্ষ পোষ্টের তালিকায় যাবে। আবার লজ্জিত হবো আমি। শুভ ব্লগিং -{@ ” 😀
লীলাবতী
অপেক্ষায় থাকলাম গানের লিংকের।
এখন এই পোষ্ট ৪ নাম্বারে আছে।এটি লজ্জার বিষয় আমার জন্য ভাইয়া।পোষ্ট কম দেই একারনে।যাতে অন্য ব্লগারদের লেখা এই তালিকায় বেশি আসে।কিন্তু কি লাভ আমার এই সংযমে?
অরণ্য
না, লীলাবতী। গানের লিংক খুঁজে পেলাম না। ক্যাসেট যুগে শোনা গান।
আর, এতো অল্পতে লজ্জা পেতে নেই; সেটাই সেদিন অনেক বড় করে লিখতে চেয়েছিলাম।
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া।আড্ডা পোষ্ট কমিয়ে দেবো ভাবছি।
শুন্য শুন্যালয়
এই পোস্টে সবচেয়ে বেশি লজ্জা পেয়েছে নীতেশ দা। প্রতিশোধ স্বরূপ লীলাবতীর সব পোস্ট পইড়া তাবাতাবা কইরা ফালাইতাছে 😀
নীতেশ বড়ুয়া
😀 😀 :D) :p :D)
লীলাবতী
:D) :D) হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেলো আপু :D)
নীতেশ বড়ুয়া
আমি লজ্জা পাই নাই, সাধের দাড়ি গোঁফ ফেলে দিলাম, কারণ ব্রীড়া শুধু মাত্র লীলাপুর ভূষন :D) 😀 :D) 😀 :D) 😀 :D) 😀 :D) 😀
লীলাবতী
লজ্জা তো আর পুরুষের ভুষন নহে 🙂
মারজানা ফেরদৌস রুবা
সরবোচ্চ চেষ্টা করি দিনে একবার হলেও সোনেলা’য় ঢুঁ মারতে তবে রোজা আসার পর ইইইইইক্কক্কটুটুটূ কমে গিয়েছে, তাই লজ্জাবতীর লজ্জায় আমিও লজ্জা পাচ্ছি। ;?
লীলাবতী
আপু আপনি লজ্জা পেয়ে আমাকে লজ্জায় ফেলে দিলেন।জব করেন আপনি,একটি সংসার দেখেন,এরপরেও এখানে আসেন,এটি সোনেলার প্রতি ভালবাসা না থাকলে আসতেন না।একথা আমি বুঝি। রোজার পরে আমার প্রিয় রুবাপুকে নিয়মিত চাই 🙂
মিথুন
হাই প্রোফাইলধারী ব্লগারদের একটু আধটু এমন লজ্জা পেতেই হয়। ভাগ্যিস আমি এই লিস্টে নাই। তবে লেখা শেয়ার দেয়া হয়না আপু। মরি মরি একি লজ্জা দিয়ে দিলেন 🙁
লীলাবতী
আমাদের মিথুন বুঝি হাই প্রোফাইলধারী নন?ইশ মিথুনের মত যদি কিছু লিখতে পারতাম 🙁 আমাকে লজ্জা দেয়া হয় বুঝি তা।
নীতেশ বড়ুয়া
লীলাবতীর লজ্জা বেড়েছে তাই ইদানীং নিজের পোস্ট দেওয়া বন্ধ করেছে (9) (9) (9) (9) (9) (9)
লীলাবতী
আপনি কি ভুলে গিয়েছেন,লজ্জা নারীর ভুষন 😀
নীতেশ বড়ুয়া
:@ ^:^
লীলাবতী
:D)
অরুনি মায়া
আমিতো চিরকালের লজ্জাবতী,,,,,, আর বেশি লজ্জা দিলে প্রাণ হারাব কিন্তু,,,,,,, 🙂
লীলাবতী
তুমি তো লজ্জাবতী লতা,ছুয়ে দিলেও লজ্জা পাও 🙂 -{@
নীতেশ বড়ুয়া
আপনার লাজ থেকে লজ্জা কেড়ে নিতে হতে হচ্ছে লীলাপু :D)
লীলাবতী
নিন কেড়ে 🙂
নীতেশ বড়ুয়া
:D) :D) :D) :D)
লীলাবতী
🙂
নীতেশ বড়ুয়া
:p
আবু খায়ের আনিছ
কর্মের মাধ্যমেই জবাব দিতে চাই, তবে দুটো কথা বলতে হয়।
ব্লগিং আগেও করেছি এখনো করছি। দেখেছি, জেনেছি এবং বুঝেছি। সেই জন্যই সব ছেড়ে সোনেলাকেই আপন করে নিয়েছি।
বেসম্ভব সুন্দর গানের লিংক দিয়েছেন।
লীলাবতী
একশত ভাগ আস্থা এবং গ্যারান্টি দিয়ে বলছি, সোনেলার মত প্রাণ আপনি আর কোথাও পাবেন না।আমাদের সোনেলার পরিসর খুবই ছোট।খুব বড় হোক এটি কিন্তু আমরা চাইও না। থাকুন আমাদের মাঝে আপন হয়ে, আমাদেরকে আপন করে।
আবু খায়ের আনিছ
আমিও বলছি, যা পেয়েছি তা পাইনি কোথায়ও, তাই ত নীড় গেরেছি এই ঠিকানায়।
লীলাবতী
অনেক গুল ফুল আপনার জন্য -{@ -{@ -{@ -{@
আবু খায়ের আনিছ
আপনার জন্য, অনেক আপন করে নিয়েছে আমায়। -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@