জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনে আজ সকাল ৮টা থেকে চ্যানেল আইয়ে চলছিল নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান গানে গানে সকাল শুরু। অতিথি বন্যা নিজেই। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন উপস্থাপিকা। দর্শক শ্রোতারা ফোন করে কথা বলছেন প্রিয় শিল্পীর সাথে। তাঁদের পছন্দের গানের জন্য অনুরোধ করছেন।
একজন শ্রোতার কল আসলো। পরিচয় জেনে উপস্থাপিকা বিস্মিত। ফোন করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখা হাসিনা। চাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এভাবেই টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে চমকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনেই বন্যা প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীর টেলিফোন এবারের জন্মদিনে তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে জানান। প্রধানমন্ত্রী বন্যাকে বলেন’ তোমার গানের ভক্ত আমি,তা তুমি জানো।’ আরো অনেক কথা বলেন তিনি বন্যার সাথে , এখানে শুনুন এবং দেখুন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মুলক অংশ। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
বন্যা বলেন, আমরা জাতি হিসেবে ধন্য। কেননা, আমরা একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি সকালে ঘুম থেকে ওঠে রবীন্দ্রসংগীত শোনেন। আর শেখ রেহানার সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক। তাদের ভালোবাসায় আমি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই। সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে ধন্য। কেননা, আমরা একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়েছি, যে কিনা সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রসংগীত শোনেন।
এই লিংকে ক্লিক করে শুনুন জনপ্রিয় ব্লগার নাফিস ইফতেখারের উপস্থাপনায়
শুভ জন্মদিন রেজওয়ানা চৌধুরী বন্যা -{@
আমাদের সৌভাগ্য আমরা এমন একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী আমাদের আছে।
শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা -{@
৩৮টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
শুধু বন্যা কেনো জেনে তো খুশিতে আমারই নাচতে ইচ্ছে করছে।খুব ভালো একটি খবর জানলাম দিনের শুরুতেই।
প্রজন্ম ৭১
আমারো ভালো লেগেছে খবরটি শুনে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভ জন্মদিন রেজওয়ানা চৌধুরী বন্যা -{@
ধন্যবাদ প্রধানমন্ত্রীকে এমন দেশনেত্রী বিরল।
প্রজন্ম ৭১
নেত্রীর এমন বেশ কিছু উদাহারন আছে।
সাইদ মিলটন
এই আমাদের বুবু 😀
প্রাউড টুবি আ দলকানা লীগার 🙂
প্রজন্ম ৭১
আমাদের বুবু,আমিও গর্বিত দলকানা হয়ে 🙂
নুসরাত মৌরিন
শুভ জন্মদিন রেজোয়ানা চৌধুরী বন্যা কে।
খুব ভাল লেগেছে এই খবরটা জেনে।
সত্যিই আমরা জাতি হিসেবে ধন্য । কেননা, আমরা একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রসংগীত শোনেন।
🙂
প্রজন্ম ৭১
আজ সকালে ফেইসবুকে লগইন হয়েই মন ভরে গিয়েছে আনন্দে। ইউ টিউব লিংক খুজে পেতে বিলম্ব হওয়ায় পোষ্ট দিতে দিতে রাত।
ব্লগার সজীব
জন্মদিনে এর চেয়ে ভালো গিফট আর হয়না।শুভ জন্মদিন রেজওয়ানা চৌধুরী বন্যা -{@ প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক শ্রদ্ধা।
প্রজন্ম ৭১
একজন শিল্পীর এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে?প্রধানমন্ত্রী তার গানের ভক্ত 🙂
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ সকালে রবীন্দ্র সঙ্গীত শোনা আমাদের প্রধানমন্ত্রীকে।
প্রজন্ম ৭১
প্রধানমন্ত্রীকে আন্তরিক শ্রদ্ধা
খেয়ালী মেয়ে
একজন শিল্পীর জন্য আসলেই এটা এক বিরাট প্রাপ্তি-
প্রজন্ম ৭১
আসলেই পরী আপু।
অরণ্য
নিশ্চিতভাবে সুন্দর একটি পোস্ট। অনেক অনেক শুভকামনা এই অতিপ্রিয় শিল্পীর জন্য। কারও জন্মদিনে একটি দেশের প্রধানমন্ত্রীর ফোন এবং শুভেচ্ছাবার্তা যে কারও জন্য অন্যতম কিছু পাওয়া। কিন্তু আমি ভাবি রেজওয়ানা চৌধুরী বন্যার পরে আমরা কোন শিল্পীকে তুলে ধরব রবীন্দ্রসঙ্গীতের আইকন হিসাবে।
প্রজন্ম ৭১
একমত আপনার সাথে। রেজওয়ানা চৌধুরী বন্যার পরে বিরাট শুন্যতা দেখা দেবে অরণ্য ভাইয়া।
প্রহেলিকা
খবরটা যখন প্রথম শুনি তখন বিশ্বাসই করিনি হয়তো আমার মতো অনেকেই এমন করেছে। কতটুকু আন্তরিক সম্পন্ন ব্যক্তিত্ব হলে এমন ভাবে একজনকে শুভেচ্ছা জানানো যায় তাই ভাবছি। শ্রদ্ধা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে।
প্রজন্ম ৭১
শ্রদ্ধা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। (y)
রিমি রুম্মান
আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করেন, শিল্পীদের উৎসাহিত করেন, দুঃস্থ শিল্পীদেরও ভুলেন না। এতো দায়িত্ব কাঁধে তবুও কেমন করে পাশের বাড়ির বড়বোনটির মতন সবার সাথে মিশে যান… কেমন করে !!
প্রজন্ম ৭১
তিনি পাশের বাড়ির বড়বোনটির মতন সবার সাথে মিশে যান (y)
সঞ্জয় কুমার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অপছন্দ করার অনেক কারণ থাকতে পারে ।
কিন্তু ব্যাক্তি শেখ হাসিনাকে অপছন্দ করার কোন কারণ নেই ।
তিনি সত্যিই মনেপ্রাণে একজন বাঙালী । ।
প্রজন্ম ৭১
তিনি সত্যিই মনেপ্রাণে একজন বাঙালী (y)
শুন্য শুন্যালয়
সংস্কৃতি, খেলাধুলা এসবে তিনি অনেকবার উৎসাহ দিয়ে এসেছেন আগেও। মাঠে চলে যান মাঝে মাঝে খেলা দেখতে। ভালো লাগলো শুনে। বন্যা আমাদের জন্য একটা গর্ব। তাকে এভাবে সারপ্রাইজ দিয়ে প্রধানমন্ত্রী আমাদেরও সারপ্রাইজ দিলেন। অনেক ধন্যবাদ তাকে।
ধন্যবাদ প্রজন্ম এমন নিউজটি শেয়ার করবার জন্যে।
প্রজন্ম ৭১
আপনাকেও ধন্যবাদ -{@
জিসান শা ইকরাম
ব্যাক্তি হাসিনার এমন অনেক গুনের উদাহরন আছে।
যেখানে উনি শুধু একজন সাধারণ বাংগালী বোন,মা,বন্ধুর মত।
প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা
আর এমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
প্রজন্ম ৭১
ব্যাক্তি হাসিনার এমন অনেক গুনের উদাহরন আছে।
যেখানে উনি শুধু একজন সাধারণ বাংগালী বোন,মা,বন্ধুর মত। (y)
মরুভূমির জলদস্যু
আচ্ছা আচ্ছা
প্রজন্ম ৭১
🙂
মেহেরী তাজ
এমন প্রধানমন্ত্রী পেয়ে আমরাও আনন্দিত। -{@
প্রজন্ম ৭১
অবশ্যই আনন্দিত (y)
ছারপোকা
প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
সত্যিই এত আন্তরিকতা দেখলে অনেকসময় হিংসে হয় ।
প্রজন্ম ৭১
আমরা ধন্য এমন প্রধানমন্ত্রী পেয়ে।
মিথুন
এমন করে উৎসাহ বা সারপ্রাইজ দেয়া বড় মনের প্রকাশ। প্রধানমন্ত্রীকে অনেক শ্রদ্ধা, সাথে প্রিয় বন্যা কে জন্মদিনের শুভেচ্ছা -{@
প্রজন্ম ৭১
এসব কেবল নেত্রী শেখ হাসিনার কাছেই আশা করা যায়।
শাহানা আফরিন স্বর্ণা
আমায় একদিন ফোন দিবে এই স্বপ্ন দেখছি :p
প্রজন্ম ৭১
দিতেও পারেন আপু।জিসান ভাইয়ার একটি লেখায় পড়েছি,তার স্কুলের এসএসসি পাস লুবনাকে ফোন দিয়েছিলেন নেত্রী।এরপরেই শিক্ষা ব্যবস্থায় গ্রেডিং সিষ্টেম চালু হয়।লেখাটি খুঁজে পড়ুন।ভালো লাগবে আপনার।
শাহানা আফরিন স্বর্ণা
শিরোনাম টা বললে ভাল হত তবে হ্যা খুজে নিচ্ছি ;?
প্রজন্ম ৭১
আপনি তো অনেক তৎপর একজন মানুষ!খুঁজে পেলেন লেখাটি!অবাক হলাম।