১৯৭৫ সালের ১৫ আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করা হয়।
এই হত্যাকান্ডে হত্যাকারীদের কৃতকর্মের সাথে ছিল রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সামরিক ও গোয়েন্দা তৎপরতার ব্যর্থতার একটি বড় ভূমিকা যা সেদিন জাতির পিতার হত্যাকান্ডকে সহজ করে দিয়েছিল হত্যাকারীদের জন্য।
বঙ্গবন্ধুর হত্যাকান্ডের ঘটনাচক্র এবং সামরিক ও গোয়েন্দা তৎপরতার ব্যর্থতার দালিলিক প্রমাণ নিয়ে ১৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদন বিশেষ ফিচারে প্রকাশ করেছেন চ্যানেল আই অনলাইনের এডিটর, চ্যানেল আই নিউজের বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান।
সূচিপত্র : পর্ব ১ থেকে ১৪
সেনাবাহিনী আসার খবরে নিশ্চিত বোধ করেছিলেন শেখ কামাল
আগ্নেয়াস্ত্র থাকলেও বঙ্গবন্ধুর নিরাপত্তারক্ষীদের কাছে গুলি ছিল না
হুদা-ডালিম ‘রেকি’ করে গেলেও গুরুত্ব দেয়নি কেউ
সবার শেষে হত্যা করা হয় শিশু রাসেলকে
সেদিন ৩২ নম্বরে ছুটে এসেছিলেন শুধু একজন
অন্তহীন ঘুমে পঁচাত্তরের গোয়েন্দা নেটওয়ার্ক
১৪ আগস্ট বিকেল থেকে প্রকাশ্যেই চলে সব প্রস্তুতি
ডালিমের স্টেনগান দেখে ভয়ে রাস্তা ছেড়ে দেন অফিসাররা
১৫ আগস্ট রথী-মহারথীদের অসহায় আত্মসমর্পণ
১৫ আগস্ট কিংকর্তব্যবিমূঢ় ব্রিগেড কমান্ডার
১৫ আগস্ট রহস্যময় ভূমিকায় জেনারেল জিয়া
শফিউল্লাহর ব্যর্থতায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে খুনিদের পক্ষে ওসমানী
কুমিল্লার বার্ড থেকে ঢাকার আগামসি লেন
‘জাতীয় ইতিহাসে সেনাবাহিনীর জন্য চিরস্থায়ী কলঙ্ক’
অবশ্য সংগ্রহের তালিকায় স্থান পাওয়া বইটি ডাউনলোড করুন এখান হতে
১৮টি মন্তব্য
ব্লগার সজীব
এমন বই এর লিংকের জন্য ধন্যবাদ ভাই।
প্রজন্ম ৭১
পড়ে দেখুন বঙ্গবন্ধুর স্বপ্নের সেনাবাহিনী কতবড় বেইমানী করেছে বঙ্গবন্ধুর সাথে।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ শেয়ার করার জন্য—
প্রজন্ম ৭১
বইটি কিছুটা সময় নিয়ে পড়বেন আপু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লিংক এর জন্য ধন্যবাদ -{@
প্রজন্ম ৭১
আপনাকেও ধন্যবাদ মনির ভাই -{@
জিসান শা ইকরাম
খুবই দরকারী একটি বইয়ের লিংক দেয়ার জন্য ধন্যবাদ।
প্রজন্ম ৭১
খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম,তাই দিয়েছি।
শুন্য শুন্যালয়
নি:সন্দেহে গুরুত্বপূর্ন একটি বই পেয়ে গেলাম। ডাউনলোড দিচ্ছি ভাইয়া। ধন্যবাদ জানবেন।
প্রজন্ম ৭১
অবশ্যই পড়বেন বইটি,অনেক অজানা তথ্য আছে এটিতে।
মেহেরী তাজ
চেষ্টা করে দেখি লিঙ্ক টা কাজ করে না কি।
আপনাকে অনেক ধন্যবাদ এই লিঙ্ক টার জন্য।
প্রজন্ম ৭১
আপনাকেও ধন্যবাদ তাজ আপু।
ছাইরাছ হেলাল
খুব ভাল কাজ করেছেন। এখনই নিয়ে নিচ্ছি।
প্রজন্ম ৭১
খুব তথ্য সমৃদ্ধ বই একটি।
জিসান শা ইকরাম
পড়া শুরু করলাম।
সেনাবাহিনীর তো প্রায় সবাই জানতো এটি ঘটছে,অথচ কেউ কোন শতর্ক বার্তা দিলেননা বংগবন্ধুকে।
এই সেনাবাহিনী বংগবন্ধুই গড়েছিলেন,অন্য যে কোন দেশ হলে মিত্র বাহিনীকে দেশে রেখে দিতেন সরকার প্রধান
অথচ বঙ্গবন্ধু নিজস্ব সেনাবাহিনীতে আস্থা রেখে মিত্র বাহিনীকে ৯০ দিনের মধ্যে ভারতে ফেরত পাঠিয়ে দেন।
প্রজন্ম ৭১
প্রায় সবাই জানট,কিন্তু বঙ্গবন্ধুকে কেউ অবহিত করেনি।
নীলাঞ্জনা নীলা
বইটি হাতে পেতাম যদি। দেখি দেশ থেকে আনাতে পারি কিনা কাউকে দিয়ে।
প্রজন্ম ৭১
বই হাতে পাবার আগে ডাউনলোড করে পড়ে দেখতে পারেন আপু।