আজ ২০ মে,চুকনগর গণহত্যা দিবস।এই দিনে হানাদার পাকিস্থানী বাহিনী এবং তাঁদের সহযোগী রাজাকারদের দ্বারা খুন হওয়া কয়েক হাজার বাঙ্গালীকে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলী। -{@
চুকনগর গণহত্যা পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসররা ১৯৭১ মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত করে।
এই বাঙালি গণহত্যাটি ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলায় ঘটে এবং বাঙালির মুক্তিযুদ্ধের অন্যতম বৃহৎ হত্যাকাণ্ড।
চুকনগর ভারতীয় সীমান্তের নিকটবর্তী হওয়ায় স্বাধীনতাযুদ্ধ শুরু হবার পর বিভিন্ন স্থান থেকে লোকজন সীমান্ত অতিক্রমের জন্য এখানে এসে জড়ো হয়।
বাংলাদেশের খুলনা ও বাগেরহাট থেকে ভদ্রা নদী পাড়ি দিয়ে প্রায় ৩০- ৪০ হাজার মানুষ চুকনগরে এসে জড়ো হয়।
২০ মে বেলা ১১ টার সময় মিলিটারির দুটি দল ও তাদের দোসররা একটি ট্রাক ও একটি জিপ গাড়িতে এসে চুকনগর বাজারের উত্তর প্রান্তে “কাউতলা” নামক একটি স্থানে এসে থামে।
পাতখোলা বাজার থেকে তারা গুলি চালনা শুরু করে এবং পরবর্তীতে চুকনগর বাজারের দিকে অগ্রসর হয়। বিকেল তিনটা পর্যন্ত গোলাগুলি চলতে থাকে।
চুকনগরে মৃত ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ণয় করা না গেলেও প্রতক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা ৮ থেকে ১০ হাজার।
মৃতদেহগুলো পাক বাহিনী নদীতে নিক্ষেপ করে।
সেই নির্মম গণহত্যায় শহীদ হওয়া অনেকের পরিচয়, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও নানা দালিলিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে এই গ্রন্থে _ ১৯৭১: চুকনগরে গণহত্যা- মুনতাসীর মামুন। গ্রন্থটি প্রতিটি বাঙ্গালীর সংগ্রহে থাকা প্রয়োজন বিবেচনায় এই সোনেলায় ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
মুনতাসীর মামুন সম্পাদিত এই গ্রন্থটির পিডিফে এখান হতে ডাউনলোড করুন বা পড়ুন
লেখা সুত্রঃ বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাঠাগার ও গবেষণা কেন্দ্র
২০টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা।হিংস্রতার সীমা অতিক্রমকারীদের পরাজয় নিশ্চিত।
প্রজন্ম ৭১
কিন্তু বিচার তো হচ্ছেনা এই গন হত্যার 🙁
জিসান শা ইকরাম
চুকনগরের গনহত্যাটি ছিল ১৯৭১ সনের সবচেয়ে বড় গনহত্যা
এত অল্প সময়ে এত মানুষকে হত্যা করা হয়নি কোথাও।
নিহত সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
বইয়ের ডাউনলোড লিংক দেয়ায় ধন্যবাদ।
প্রজন্ম ৭১
প্রচার নেই এই গন হত্যার।ব্লগে লেখা লেখি না করলে এটি আমিও জানতামনা।
অলিভার
চুকনগরের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
বইটি ডাওনলোড করে রাখলাম, পড়বো খুব শীঘ্রই।
প্রজন্ম ৭১
পড়ুন ভাই,প্রচার করুন।
আশা জাগানিয়া
শহীদদের প্রতি শদ্ধাঞ্জলী।বইটির ডাউনলোড লিংক দেয়ায় ধন্যবাদ।
প্রজন্ম ৭১
নিজে পড়ুন,অন্যকেও পাড়ান ভাই।
সঞ্জয় কুমার
ডাউনলোড করে রাখলাম
প্রজন্ম ৭১
অন্যকেও পড়তে উৎসাহিত করুন।
শুন্য শুন্যালয়
পৃথিবীর ইতিহাসে এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ড আর নেই। বিনম্র শ্রদ্ধা আর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কস্ট করে বইটির ডাউনলোড লিঙ্ক দেয়ার জন্য। মিডিয়াফায়ারে আপলোড করে নিয়েছিলেন দেখছি।
প্রজন্ম ৭১
হ্যা,নিজের হেফাজতে রেখেছি আগে।এরপর নিজের মিডফায়ারের লিংক দিলাম।
খেয়ালী মেয়ে
গভীর শ্রদ্ধা জানাই বীর শহীদদের..
এধরনের লেখা বেশি বেশি প্রকাশিত হোক, এটাই চাই…
প্রজন্ম ৭১
পরী আপু,বইটি অন্যকেও পড়াবেন প্লিজ।
স্বপ্ন
এত বড় গন হত্যা, অথচ এর প্রচার নেই। মানুষ তো জানেই না দেশে এক সাথে এত মানুষকে হত্যা করা হয়েছে। একারনেই মানুষ জামাতকে ভোট দেয়। ব্যাপক ভাবে প্রচারিত হলে জামায়াত ঘৃনায় নিশ্চিনহ হয়ে যাবে।
বই এর লিংক দেয়ার জন্য ধন্যবাদ।
প্রজন্ম ৭১
আমরা আমাদের মত করে প্রচার করবো স্বপ্ন।অন্যদের দিকে তাকিয়ে লাভ নেই।
ইমন
গভীর শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা করছি .
প্রজন্ম ৭১
আমীন
লীলাবতী
গন হত্যায় নিহত সবার প্রতি শ্রদ্ধা জানাই। বইয়ের লিংকের জন্য ধন্যবাদ।মুক্তিযুদ্ধ বিষয়ক আরো বই এর লিংক চাই।
প্রজন্ম ৭১
আরো বই দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে।