বলেছিলাম

বন্যা লিপি ২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ০৩:৫৯:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

এত বেশি বলতে নেই
যত বেশি দূরে থাকো!
তারো বেশি কাছে আসতে নেই।

খুব করে বললে যখন…
বোঝার বোধ ফানুস হলো মুহুর্তেই!
তাই তো বলি
এত বেশি বলতে নেই!

কুলুপ আঁটা খিড়কির ওপারেই
নামছে গভীর রাতের মায়া…
জমা রাখা কথার পিদিম
জ্বালিয়ে রেখো একা!

তাই বলছি
এখন, এত কথা বলতে নেই।

রুদ্র ক্ষণের বিরাগ মাঠে
একলা কাটে কথার বোলে
চাইছো যে খুব ইচ্ছে মতন
শোনাতে যত গল্পকথার খই!

সময়কালে আমার সে সব গল্পেরা আজ কই?

বলেছিলাম খুব করে
এত কথা!
বলতে নেই
আলগোছে যত্নে রাখো
হাজার কথার খই…

৭৯১জন ৫৮৮জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ