এত বেশি বলতে নেই
যত বেশি দূরে থাকো!
তারো বেশি কাছে আসতে নেই।
খুব করে বললে যখন…
বোঝার বোধ ফানুস হলো মুহুর্তেই!
তাই তো বলি
এত বেশি বলতে নেই!
কুলুপ আঁটা খিড়কির ওপারেই
নামছে গভীর রাতের মায়া…
জমা রাখা কথার পিদিম
জ্বালিয়ে রেখো একা!
তাই বলছি
এখন, এত কথা বলতে নেই।
রুদ্র ক্ষণের বিরাগ মাঠে
একলা কাটে কথার বোলে
চাইছো যে খুব ইচ্ছে মতন
শোনাতে যত গল্পকথার খই!
সময়কালে আমার সে সব গল্পেরা আজ কই?
বলেছিলাম খুব করে
এত কথা!
বলতে নেই
আলগোছে যত্নে রাখো
হাজার কথার খই…
২৬টি মন্তব্য
তৌহিদ
আমি শ্রোতা হিসেবে মোটামুটি। তবে বলতে কার না ভালো লাগে আপু?
বন্যা লিপি
একসময় বলতে আমারো খুবই বাতিক আছিলো। এখন নিয়ন্ত্রন করতেছি। শ্রোতা হওয়ার আপ্রান চেষ্টা করে যাচ্ছি। কখনো কখনো দারুন ভাবে সফল হচ্ছি তাতে। কৃতজ্ঞতা শুভেচ্ছা জানবেন।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো আপু।
শফিক নহোর
বাহ্ দারুণ মুগ্ধ হলাম কবি ।
বন্যা লিপি
মন্তব্যে আমিও মুগ্ধ হলাম। শুভেচ্ছা শুভ কামনা জানবেন।
নিতাই বাবু
মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হলাম!
কবিকে ধন্যবাদ।
বন্যা লিপি
কৃতজ্ঞতায় ধন্যবাদ জানবেন দাদা। ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
কথা কম, অন্তরে ধারন বেশী,
কবিতা ভালো হয়েছে।
বন্যা লিপি
একদম ঠিক ধরেছেন । শুভ কামনা। কৃতজ্ঞতা।
দালান জাহান
চমৎকার জীবন ঘনিষ্ঠ কবিতা।ভালো লাগলো খুব।
বন্যা লিপি
ভালোলাগাটুকু সঞ্চিত করে রাখলাম। কৃতজ্ঞতা শুভ কামনা জানবেন।
শামীম চৌধুরী
বলেছিলাম খুব করে
এত কথা!
বলতে নেই
আলগোছে যত্নে রাখো
হাজার কথার খই
যারা বেশী কথা বলে তাদের মুখে হাজার খৈই ফুটে। আটকানো যায় না।
বন্যা লিপি
ঠিক বলেছেন। অবশেষে নিজেদেরকেই হারিয়ে ফেলে কথার ভীড়ে। কৃতজ্ঞতা শুভকামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
একরাশ মুগ্ধতা দিদি।
বন্যা লিপি
মুগ্ধতায় মুগ্ধতা রইলো 🌷🌷
রেহানা বীথি
কখনও কখনও চুপ থেকেও বলা যায় অনেক কথা।
খুব মিষ্টি করে লিখলেন। ❤
বন্যা লিপি
তাইতো! চুপ থেকে বলা যায় কত কথার গল্প। এমন করে বলতে পারে আছে যে বড় অল্প।
কৃতজ্ঞতা জানবেন।
মাসুদ চয়ন
রুদ্র ক্ষণের বিরাগ মাঠে
একলা কাটে কথার বোলে
চাইছো যে খুব ইচ্ছে মতন
শোনাতে যত গল্পকথার খই!
#গভীর জীবন বোধ_
বন্যা লিপি
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
অনেক কথা বলতে হবে, না বলা কথায়!
সহজে খুব সুন্দর ছন্দময়তা।
বন্যা লিপি
এক লাইনে পুরো ভাবার্থ উদ্ধার ।কৃতজ্ঞতা জানবেন শুভ কামনা সবসময়।
আরজু মুক্তা
কথা কম কিন্তু লিখতে হবে বেশি।
দারুণ লাগলো আপনার লিখা!
বন্যা লিপি
হুম! তাইতো দেখছি, কথা কম লিখা বেশি।
ভালো লাগলো আপনার মন্তব্য।শুভেচ্ছা শুভ কামনা।
মনির হোসেন মমি
যারা কথা বলায় ওস্তাদ তারা কথা না বললে পেটের ভাত হজম হবে না।আপনি মনে হয় তাদের কথা লিখেননি কারন তারা বাচাল।আর যারা কথা বলে মেপে অনেকটা ইশারায় তাদের কথা মনে কবিতায় উঠে এসেছে। খুব চমৎকার ভাবে লিখলেন
বলেছিলাম খুব করে
এত কথা!
বলতে নেই
আলগোছে যত্নে রাখো
হাজার কথার খই…
বন্যা লিপি
যারা কথা বলে বেশি তাঁদেরকে উদ্দেশ্য করেই তো লিখলাম ভাই!!আমার কি হয় জানেন ভাই, কারো সাথে কথা বলছি হয়তো…. বলতে বলতেই অনুভূতির খোঁচায় লিখে ফেলি যখন তখন! এ লেখাটাও তেমনই একটা লেখা। এক বান্ধবির সাথে কথা বলতে বলতেই লিখে ফেললাম।
কৃতজ্ঞতা জানবেন ভাই।
সাবিনা ইয়াসমিন
বেশি কথা না বললে কথার খৈ হবে কেমন করে? কথা বলতে হবেই, মুখে বা লেখায়। কথাই জন্ম দিবে শ্রোতার।
এত সুন্দর করে লেখো কিভাবে বন্যা?