হঠাৎ মনে পড়ল তোমায় , এই গানটি কতবার যে শুনেছি দিনে , তা মনে নেই । গানের কথা গুলো হৃদয় স্পর্শ করেছে আমার ।
মা কে নিয়ে গাওয়া এটিই আমার কাছে সেরা গান মনে হয় ।
প্রত্যাবর্তন
কথা ও সুরঃ তাহসান
হঠাৎ মনে পড়ল তোমায়
মনে পড়ে গেল সেই ছেলেমানুষী
হারিয়ে গেছে কোথায়
হঠাৎ আজ মনে পড়ল তোমায়
এই আমি কতবার সেই তোমার
প্রেমে পড়েছি,মনে আছে কী তোমার ?
আর ঠিক ততবার বৃষ্টির গান লিখেছি
পিয়ানোতে সুর তুলেছি
হৃদয় জুড়ে গেয়েছি
তাই আবার ফিরে যাই
তাই আবার ফিরে যাই
আমি আবার আর একটা বার
তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আর একটা বার
তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আর একটা বার
তোমার প্রেমে পড়তে চাই ।
তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা
ভালবাসার সুবিশাল মহিমা
তুমি একজন মমতা
তুমি সাহস তুমি আশা
পবিএতার একমাএ ভাষা
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা আ আ আ আ
মা আ আ তুমি মা
মা তুমি মা আ আ
মা মা তুমি মা আ
তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা
ভালবাসার সুবিশাল মহিমা
তুমি একজন মমতা
তুমি সাহস তুমি আশা
পবিএতার একমাএ ভাষা
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
তোমার যত্নে আমার শৈশব
তোমার আদর আমার কৈশোর
আলৌ্কিক আসাধারন
সবার চোখে আমি যাই বা হই
তোমার চোখে তা নই
তোমার চোখে আমি সেই শিশুটি
তোমার আদরের আমি
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা আ আ আ আ
মা আ আ তুমি মা
মা তুমি মা আ আ
মা মা তুমি মা ।
১৮টি মন্তব্য
আদিব আদ্নান
সকাল বেলা অনেক পুরোন কথা মনে করিয়ে দিলেন ।
লীলাবতী
ধন্যবাদ যে দিলেন না ? 😛
জিসান শা ইকরাম
গানদুটো আমারো প্রিয় গান । ধন্যবাদ শেয়ারের জন্য ।
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ ।
শিশির কনা
আমারো । তাহাসেনের সেরা গান মনে হয় এদুটো।
লীলাবতী
আমারও তাই মনে হয় ।
প্রজন্ম ৭১
(y) (y)
লীলাবতী
ধুনবাদ
বনলতা সেন
এখন আর মনে পড়ার কিছু নেই , তবুও মন এখনও আছে ।
সুন্দর গান ।
লীলাবতী
আমি তো মুখস্থ করে ফেলেছি প্রথম দিনেই 😛
মর্তুজা হাসান সৈকত
দুটি গানই যে কাউকেই ছুঁয়ে যাবে নিঃসন্দেহে । অসংখ্যবার বিমোহিত হয়ে শুনেছি । ধন্যবাদ আপনাকে পুনরায় উপস্থাপনের জন্যে ।
লীলাবতী
ধন্যবাদ আপনাকেও ।
ছাইরাছ হেলাল
প্রথমটি বাদ ,
এসব ‘তুমি’র সাথে দেখা হয়নি তাই এগুলো অজানা ।
তবে দ্বিতীয়টি বারবার শুনলেও শেষ হয় না শোনা ।
লীলাবতী
যাক একটি যে ভালো লেগেছে , বাঁচলাম ভাইয়া 🙂 নইলে চেষ্টা বৃথা যেত ।
সাতকাহন
আমার অসম্ভব প্রিয় দুটি গানই, আর আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি আমাদের আড্ডাতেই লেখা হয়েছিলো গান দুটি, একই দিন একই সময়। সাথে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো দুজন শিক্ষক। আসলে তাহসানের বন্ধু পেয়ে আমি নিজেই ধন্য। আপনি আবার আমাকে নষ্ট্যালজিক করে দিলেন, ধন্যবাদ আপনাকে।
"বাইরনিক শুভ্র"
গান দুইটা এখনও শোনা হয় নি । এবার শুনব । 🙂
হতভাগ্য কবি
গান দুটির কম্পোজিশন ও গায়কি মন ছুয়ে যায়। এমন আরো পোষ্ট দিন ।
লীলাবতী
ধন্যবাদ সবাইকে :p