হঠাৎ মনে পড়ল তোমায় , এই গানটি কতবার যে শুনেছি দিনে , তা মনে নেই । গানের কথা গুলো হৃদয় স্পর্শ করেছে আমার ।
মা কে নিয়ে গাওয়া এটিই আমার কাছে সেরা গান মনে হয় ।

প্রত্যাবর্তন
কথা ও সুরঃ তাহসান

হঠাৎ মনে পড়ল তোমায়
মনে পড়ে গেল সেই ছেলেমানুষী
হারিয়ে গেছে কোথায়
হঠাৎ আজ মনে পড়ল তোমায়
এই আমি কতবার সেই তোমার
প্রেমে পড়েছি,মনে আছে কী তোমার ?
আর ঠিক ততবার বৃষ্টির গান লিখেছি
পিয়ানোতে সুর তুলেছি
হৃদয় জুড়ে গেয়েছি
তাই আবার ফিরে যাই
তাই আবার ফিরে যাই

আমি আবার আর একটা বার
তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আর একটা বার
তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আর একটা বার
তোমার প্রেমে পড়তে চাই ।

ইউটিউব লিংক


মা
কথা ও সুরঃ তাহসান

তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা
ভালবাসার সুবিশাল মহিমা
তুমি একজন মমতা
তুমি সাহস তুমি আশা
পবিএতার একমাএ ভাষা
মা ও মা আমারি মা

তুমি আমার প্রানের প্রিয় মা
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা আ আ আ আ
মা আ আ তুমি মা
মা তুমি মা আ আ
মা মা তুমি মা আ
তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা
ভালবাসার সুবিশাল মহিমা
তুমি একজন মমতা
তুমি সাহস তুমি আশা
পবিএতার একমাএ ভাষা
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা

তোমার যত্নে আমার শৈশব
তোমার আদর আমার কৈশোর
আলৌ্কিক আসাধারন
সবার চোখে আমি যাই বা হই
তোমার চোখে তা নই

তোমার চোখে আমি সেই শিশুটি
তোমার আদরের আমি
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা ও মা আমারি মা
তুমি আমার প্রানের প্রিয় মা
মা আ আ আ আ
মা আ আ তুমি মা
মা তুমি মা আ আ
মা মা তুমি মা ।

ইউটিউব লিংক

৬৬জন ১৫২৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ