প্রিয়ার বিয়ে

শুভ্র রফিক ২৩ জানুয়ারি ২০১৬, শনিবার, ০২:৪৫:১০অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

গত কাল চিঠি পেলাম
আমার প্রিয়ার বিয়ে,
সারা রাতে ঘুম আসেনি
বিয়ের ভাবনা নিয়ে।

সত্যি বলছি দাদা
আমি হলাম এই জগতে
লেজ ছাড়া গাধা,
কি দোষ দেব তারে
সে তো আমার চেয়েছিল
আপন করিবারে।

বেকার আমি তাই,
এই কারণে তারে বিয়ে করতে পারি নাই
শুনতে পেলাম স্বামী তার বড় চাকরি করে,
দোয়া করি সুখে থাকুক গিয়ে স্বামীর ঘরে।

৫৭৫জন ৫৭৫জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ