তুই বলতিস, পৃথিবীর সব প্রজাপতিগুলো নাকি আমি
তাই বুঝি সব কাছে থেকেও দূর আর দূরে
যেমন আমি, আমার থেকে…
স্থির হয়ে আমি প্রজাপতির অস্থিরতা দেখি
আমাদের একজীবনের নিভৃতে খোঁজাখুঁজি
মাত্র কএক সেকেন্ডেই বুককাভারের মতো চোখে পড়ে…
নিরীহ এক অশরীরী যেন প্রজাপতির বেশ নিয়েছে আজ
বিভ্রান্ত হয়ে উড়ে যেতে যেতে তার খোলস খুলে পড়ে
শরীরী কিছু রুবেক্স কিউব পড়ে থাকে যত্রতত্র
না মেলানো অবহেলায়।
প্রজাপতির রংগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে
দেখতে পাও?
তোমরা বোধহয় প্রজাপতির রঙ নিয়ে ভাবোনা আর
অথচ রঙিন প্রজাপতি আঁকো ঘরের দেয়াল জুড়ে!!
সময়ে সময়ে আমি আসর মাতাই
আহা!বেশী এক তরুন প্রজাপতি
যে আসরে দুঃখের গানেও বাজে তালি
আমি তখন দুঃখ লুটে নেয়া চকলেটে ভোলা কিশোর।
খুব কঠিন প্রশ্ন তোর,
প্রজাপতিগুলো সব তোর কাছে গিয়েই কেন মরে যায়!
এক জানলা ঘেরা অচিন আকাশ ঘর
চন্দ্রালোকে মরতে চাওয়া কবির মতোই
বেহিসাবি ভীষণ রকম….
কিছুতেই কিছু যায় আসেনা,
সব দেখে ফেলেছি, শেষের ঐ শেষ।
আমাকে জারক অথবা বিজারক বলতেই পারো
আমি না মানাতেও ওস্তাদ।
সেদিন এসে দাঁড়ালো অদ্ভুত কিছু ভুল
আমি বললাম, প্রয়োজন ছিলো
ভুলগুলো হেসে প্রজাপতির ডানায় উড়ে গেলো
শুনলাম তরঙ্গের মতো ভেসে এলো
ভুলের প্রয়োজন থাকেই……
৪৫টি মন্তব্য
ব্লগার সজীব
প্রথম মন্তব্য করে জায়গা দখল করে নেই আগে 🙂
শুন্য শুন্যালয়
এই প্রথম স্থানের জন্য কোন পুরষ্কার নাইক্কা 🙁
ব্লগার সজীব
কত রঙের যে প্রজাপতি! ছবিগুলো আপনার তোলা নিশ্চয়ই। কত কিছুর যে ছবি তোলেন আপনি 🙂 প্রজাপতির সব ছবিই ভাল হয়েছে।
সব লেখায় লেখায় কিছুটা আক্ষেপ কি আছে? ছবিতে এবং লেখায় চোখ আটকে থাকে।
মৌনতা রিতু
তোমার খালি ধান্দাবাজী!
শুন্য শুন্যালয়
হুম তুলিতো অনেক কিছুর ছবি। ফরিংও আছে। পরেরবার ফরিং আসবে। 🙂
আক্ষেপ কী জিনিস? লেখাতো লেখাই।
কে জানি তোমারে ধান্দাবাজ কইছে, আমি কিন্তু কিচ্ছু দেহিনাই :p
মৌনতা রিতু
সজু, আদর করে কইছি কইলাম। মুই না বড় বইন!
ছাইরাছ হেলাল
সেদিন এসে দাঁড়ালো অদ্ভুত কিছু ফুল
আমি বললাম, প্রয়োজন ছিলো আরও বেশি কিছু ফুল!
ফুলগুলো হেসেছিল প্রজাপতির ডানায় ভর করে
বাতাসে এলো মনভাসা আনন্দ-ধ্বনি
ফুলের প্রয়োজন থাকেই……
শুন্য শুন্যালয়
আমার ছেলেকে ঋনাত্মক কে ধনাত্মক বাক্য শেখাই। এই লাইন দেখিয়ে দেবোনে।
নকল করা তো ভালু না, আপনার টিচার বলে নাই? 🙂
নীহারিকা
ছবিগুলো চমৎকার হয়েছে। যেমন লেখা, তেমনি ছবি। কেউ কারো থেকে কম নয়।
তুমি মেয়ে গুণের খনি।
ভালো থেকো।
শুন্য শুন্যালয়
সবই আপনাদের ভালোবাসার চোখের গুন আপু। আপনিও ভালো থাকবেন বেশি বেশি।
মেহেরী তাজ
প্রজাপতিরাও রঙ হারিয়ে ফেকাসে হয়ে যাচ্ছে? তুমি ঠিক দেখেছো? ওটা একটা নতুন রঙ নয় তো? সব কিছুই রঙ্গিন হইতে হবে কে বলছে? সাদাও তো দেখতে সুন্দর বলো?
তুমি বলছো তো? সত্যিই তো যে “ভুলের প্রয়োজন আছে”? উক্কে।
উত্তর কিন্তু ভিষন পছন্দ হয়েছে। (3
৭ টা প্রজাপতির ছবি ছিলো আমার কাছে। করলে তো আইডিয়াটা চুরি!!! ;?
শুন্য শুন্যালয়
সাদা প্রজাপতি ভালো না, দুস্টের দুস্ট। প্রজাপতির মধ্যে এইগুলা সবচাইতে অস্থির। অনেক চেষ্টা করেও ছবি তুলতে পারিনি 🙁
হ্যাঁ ভুল না থাকলে শুদ্ধের অস্তিত্ব নেই, তাই ভুলের প্রয়োজন আছে অবশ্যই।
আইডিয়া তা দিতে থাক। আন্ডা বাচ্চা সহ বাড়তে থাকবে। :@ সোনেলার সবচাইতে লেখা ফাঁকিবাজ তুই।
(3
মেহেরী তাজ
তুমি আমারে ফাঁকিবাজ বললে??? 🙁
পরের লেখা দেই আগে। তারপর দেখা যাবে।
শুন্য শুন্যালয়
পরের লেখা পড়েতো আরো ফাঁকিবাজ ভাবছি। ডিসেম্বরে এমন এমন লিখে রেখে দিলি কিনা এপ্রিলে? 😮
লীলাবতী
আমিও প্রজাপতি হব একদিন 🙂
শুন্য শুন্যালয়
তোমার ছবি তুলতে আমি ফি নেবো কিন্তু 🙂
প্রহেলিকা
ছবিতো ভালোই তুলেন তা জগৎ জানে। জগৎ এটাও জানে ক্যাপশনও ভালো দেন আপনি কিন্তু জগৎ-জাতি এ জানে না যে ক্যাপশনের আদলে লিখে ফেলছেন বেনামি টুকরো কবিতা।
কোনটাকে ফেলে কোনটাকে নিয়ে বলি নিজেই দ্বিধায় পড়ে যাই। তবে ছয় নাম্বার ক্যাপশনটা কিভাবে লিখলেন তাই ভাবছি। অসাধারণ!!!!!!!!!!!!!!!
কবিরা আসলে চন্দ্রালোকেই কেন মরতে চায় সেটা বোধগম্য নয় আমার। ব্যাপারটি আমিও লক্ষ্য করেছি তবে উপযুক্ত সমর্থনের অভাবে প্রকাশ করা হয়নি। আপনি মনের কথা বলে দিয়েছেন। যাহোক রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে কবিরা চন্দ্রালোকেই মরতে চায়।
বেশি ভালো লিখে ফেলেছেন এবারে।
শুন্য শুন্যালয়
প্রহেলিকা এতো সুন্দর করে কিভাবে মন্তব্য দেয় বলুন তো? এতোদিনে তো ভান্ডার শেষ হয়ে যাবার কথা। যাদুর হাড়ি আছে নাকি আবার?
ছবি চাইলে শ খানেক এক্ষুনি দিতে পারি কিন্তু ক্যাপশান দেয়া কতো কঠিন লিখতে বসে টের পাই। একটা করে শেষ করি আর ভাবি যাক বাবা একটা কমেছে।
আপনাদের মতো যদি লিখতে পারতাম!!
বেশি ভালো মন্তব্য করেন আপনি।
প্রহেলিকা
ভালো লেখায় বিদঘুটে মন্তব্য করাটা অসঙ্গত। এতে করে পাপ হয়, আর পাপে নরক অবধারিত। আর এসব সাতপাঁচ ভেবেই টুকটাক দু একটি কিছু সত্য বলে ফেলি (অবশ্যই তা প্রশংসা নয়)
ব্যস্ত মানুষ আপনি, ফুসরতে একদিন বসলেই হবে। একশোটা ক্যাপশন? এ আর এমন কি !!!
শুন্য শুন্যালয়
একশো ক্যাপশান? 😮 হ্যাঁ তা ভালোই বলেছেন। এরপর একটা ছবি আর একটা ক্যাপশান দিয়ে একটা পোস্ট হবে। একশো ছবিতে একটা কমেন্ট দিয়ে পার পাবেন না।
হুম আপনি সত্যের মতো করে সত্য বলেন। ধন্যবাদ জানুন অনেক।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু অসাধারণ!
তুমি তো মেয়ে একাই একশ’! চুপিচুপি বলে নেই অনেক হিংসে হয় তোমার এতোসব গুণ দেখে। এতো ভালো গুণ থাকা ঠিক না, বুঝেছো?
ছবির সাথে মিলিয়ে ক্যাপশন দিতে তোমার মতো কেউ পারেনা।
শুভ নববর্ষ আপু।
ভালো রেখো। -{@
শুন্য শুন্যালয়
ইশ রে। ক্যাপশনে এক মার্ক কমিয়ে রাখছিলা আগেরবার মনে আছে। আর নিজেরে দিছিলা ১০০ 🙂 আমার চাইতে শতগুন ভালো তোমার ক্যাপশান। বেশি পাম্প দিলাম না, মটু হচ্ছো। হিংসার কথা আমি আর কতো বলবো? হিংসায় আমার সাথে পারবা না। আমিও যে তোমারে হিংসা করি তা কিন্তু স্বিকার করলাম।
ভালো থাইক্যো মাইয়া।
নীলাঞ্জনা নীলা
পিলিজ লাগে আরও হিংসা কইরো। এতোক্ষণ শুয়ে শুয়ে মন্তব্য লিখেছি, তুমি হিংসা করো শুনে উঠে বসেছি। \|/
তোমার হিংসায় ক্ষতির পরিমাণ কম। 🙂
বাহ তোমারে ক্যাপশন দেয়া তো আমি শিখাইলাম, ছাত্রী যদি ভালো করে গুরুনী কতো খুশি হবে বোঝোনা? :p
ভালো রেখো গো তিলোত্তমা। -{@
শুন্য শুন্যালয়
হ হ ক্যাপশান শিখাইছো। চোদ্দ বছর ধরেও একটা কবিতার লাইন শিখাইলো না, এত্তো কঞ্জুস।
উঠে বসেই নাচতেছ ক্যান? হিংসা খারাপ জিনিস জানোনা?
ইলিয়াস মাসুদ
কখনো কখনো আমার কাছে ছবির থেকে ছবির ক্যাপশন উর্ধে হয়ে যায়,সে দিন একটা এওয়ার্ড জয়ী ঘাঁস ফড়িং এর ছবিতে ক্যাপশন দেখলাম *** Small in Nature ** । সামান্য এই কথাটি ছবির আকর্ষণ আমার কাছে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। তেমন আপনার ছবির সাথে কথাও তাই
খুব সুন্দর সব মিলিয়ে
🙂
শুন্য শুন্যালয়
হ্যাঁ ক্যাপশান তো ছবির প্রাণ। ক্যাপশন ছবি দেখার লুক চেঞ্জ করে দিতে পারে। ব্লগে সাধারণত এক লাইনে বা শব্দে ক্যাপশন দেইনা আমি। লেখার চেষ্টা করি কিছুনা কিছু। যদিও কঠিন সমস্যায় পড়ে যাই।
আপনার ছবিগুলো কই সব? একটা ছবিব্লগ দিন ভাইয়া, আর বহুদিন স্কেচও দেখিনি, ওটাও চাই।
ভালো থাকবেন।
মৌনতা রিতু
তোমার এ ছবিগুলো সব আমার। খুটিয়ে খুটিয়ে দেখতে হবে আরো। এখন স্কুল যাইতাম। আসতেছি।
শুন্য শুন্যালয়
তুমি না আসলে সকালটা আজ এতো মিষ্টি হতোনা, তুমি না আসলে ব্লগ জুড়ে সব বেলীগুলো ফুঁটতো না। -{@
ছবি সব তোমার যাও ( বুবু যেন না দেখে) 🙂
তুমি এখনো স্কুলে পড়ো? :p
মিষ্টি জিন
প্রজাপতি এ মন মেলুক পাখনা..দূরে যত দূরে যায় যদি যাক না।
পাখির চেয়ে প্রজাপতি আমি বেশী পছন্দ করি।
প্রজাপতি গুলো খুব সুন্দর।
ক্যাপশন অসাধারন ।
কত ছবি তুলে রেখেছি ক্যাপশনের অভাবে দিতে পারঁছি না।
শুন্য শুন্যালয়
চুরি শুরু করো আমার মতোন। 🙂 তবে এইগুলা কিন্তু চুরি না হুম্মম, আমি নিজের হাতে টাইপ করেছি।
পাখির চাইতে সুন্দর আর কিছু নাই ম্যাম।
ছাইরাছ হেলাল
সময়ের অ-সময়ে আমিও আসর মাতাই
না-মাতানোর ভানে,
আহা!বেশী এক সদ্য-তরুনীর বেশে (বয়স লুকিয়ে)
যে-আসরে সুখ-পাখি গানে গানে হাসে;
আমি তখন চকলেটে-কিশোরী
প্রজাপতির ডানা হয়ে ভাসি!!
শুন্য শুন্যালয়
বয়স লুকানো ভালা না 🙂
চকলেট খাওয়াও খুব খ্রাপ, দাঁতে পোকা হবে। আর নকল করলে প্রজাপতি কাম্মে দেবে 🙂
ইঞ্জা
এত্তো এত্তো ছবি তুলেছেন আপু, লেখা আর ছবি মোহিত করলো আমাকে।
শুন্য শুন্যালয়
হুম আবজাব ছবি দিয়ে ভরা কম্পিউটার। থাংকু থাংকু প্রিয় ভাইয়া।
ইঞ্জা
ওই আবজাবই তো কাজে লাগে প্রিয় আপু। -{@
আগুন রঙের শিমুল
ছবি তোলা ছারি দিব 🙁 এইরাম সোন্দর ছবি তুলতে না পার্লে তুইলা লাভ কি (-3
শুন্য শুন্যালয়
সোন্দর ছবি যে কে তোলে জানি তো, তুলে সিন্দুকে ঢুকায় রাখে। ছবিব্লগ দ্যান ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
একটিতে প্রজাপতি নেই কেনো? পয়েন্ট – -{@
শুন্য শুন্যালয়
ওটাতে আমিই প্রজাপতি হয়ে গিয়েছিলাম। 🙂 ইচ্ছাকৃত অইটা। ভাইয়া মন দিয়ে পড়েছেন দেখে খুব ভালো লাগলো। থ্যাংকস।
চাটিগাঁ থেকে বাহার
প্রজাপতি আমার খুবিই প্রিয়।
প্রজাপতি দেখলে আমার গাইতে ইচ্ছে করে
তোমার সৃস্টি গো যদি হয় এতো সুন্দর, না জানি তুমি আরো কত সুন্দর, কত সুন্দর……… (y)
শুন্য শুন্যালয়
প্রজাপতি, ফরিং, পাখি এগুলো সৃষ্টিসুন্দর ক্রিয়েচার। ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
লেখা এবং ছবি নিয়ে আর কি বলার আছে?
সবাই তো বলে ফেলেছেন আগেই।
প্রতিটি ছবিতে আলাদা আলাদা অত্যন্ত সুন্দর ক্যাপশনে আপনাকেই খুঁজে পাওয়া যায়।
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
জ্বি অনেক ধন্যবাদ। প্রজাপতির ছবি তুলতে ধৈর্য লাগে, যা আমার একটু একটু কম। আর ক্যাপশান! ক্যাপশান লেখার ভয়েই ছবি দিতে পারিনা।
উৎসাহ দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
নীরা সাদীয়া
কত সুন্দর লেখা ও ছবি। আর আমি সাইজের কারণে (৭০ কিলোবাইট) ছবি যোগ করতেই পারি না।
শুন্য শুন্যালয়
ল্যাপি থেকে দিলে VSO image resizer টা ইন্সটল করে নিতে পারো নীরা। ৬০০/৪০০ সাইজ করে দিলে ৭০ এর নিচে চলে যাবে ছবি।
না পারলে আমাকে বইলো 🙂
থ্যাংকস।