নেই নাম

শুন্য শুন্যালয় ২৮ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১২:৪৩:৫৬অপরাহ্ন ছবিব্লগ ৫৬ মন্তব্য

IMG_6468 (2) []ক্ষুধার্ত জলদস্যু ক্ষুধায় মরেনা, মরে পিয়াসে

IMG_6493 (2) []আলোর ঝর্না বয়ে যায়,
কালো কুচকুচে মেঘ, হাড় কংকাল পাথর হয়ে
রয় পাহারায়
সামান্য সময়, হয়তো সেকেন্ড তখন ঘড়ির কাঁটায়।

IMG_6514 []বৃষ্টিকনা শিশিরকুচির মতো খণ্ডিত হতে হতেও অস্তিত্ব জানায়
মানুষ বৃষ্টিকনা কিংবা খন্ড ত (ৎ) নয়
খন্ড হলেই তারা অস্তিত্বহীন, অস্তিত্বের খোঁজে…

IMG_5654 (3) []সব রঙ এর ভিড়ে নীল একটা পাথর কেমন করে যেন আমাকে দেখছিলো
আচ্ছা তৃষ্ণার্ত নীল কি সব রঙ শুষে নেয়? চুমুকেই তৃপ্তি আহমেদ চা এর মতো?

IMG_5557 [] (2)এ গাছটার নীচে দাঁড়ালে সবকিছুই ধাঁধাঁর মতো লাগে
সেই যেমন সিনেমাতে মাথা চক্কর দিলে পৃথিবীটা ঘুরতে থাকে, ঠিক তেমন।
“মানুষ” এই শব্দটাই তো সবচেয়ে বড় ধাঁধাঁ।

IMG_6545 (3) []শৃঙ্খলিত জীবন এক ফোঁটা পানির চেয়েও দুর্বোধ্য অথচ মূল্যবান

IMG_6528 (2) []প্রজাপতির মতো হতে চাওয়া পাতাটিতেও
আস্তে আস্তে কালচে দাগ বসে যায়
মানুষ, পাতা কিংবা প্রজাপতির গায়ের কালো দাগ আর কি মোছে?

IMG_6440 []আঁকড়ে ধরাই জীবন, কারো কাছে শুধুই বেঁচে থাকবার জন্যে,
যদিও বেঁচে থাকবার অর্থ প্রত্যেকের কাছে ভিন্ন এবং ভিন্নে….

IMG_6506 (2) []দশহাজার গুনতে থাকো, আমি আবার তোমার কাছে ফিরে আসবো, কি শুরু করেছো তো?

১৬০৫জন ১৬০৫জন
0 Shares

৫৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ