জোড়া কবিতা

মাহবুবুল আলম ২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১০:৩১:২১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

ধূয়ে দাও মৃত্তিকামন ||
ধূয়ে দাও বৃষ্টি
ধূয়ে দাও ঢলে
হৃদয়ের যত ক্লেদ
যত আবর্জনা,
ধূয়ে ধূয়ে করে দাও সাফ
আমার এই ক্লেদাক্ত মন
পবিত্র কর তোমার জলে।

কত না শুদ্ধ ছিল এই মাটি
ছিল পরিপাটি
মন ও হৃদয় ছিল খাঁটি
সবুজ সজীব প্রান্তর ছিল
সুন্দর পবিত্র প্রাণময়
সবকিছু পঁচে গিয়ে আজ
হয়ে গেছে দুর্গন্ধময়।

অবশিষ্ট নেই আজ কিছু
ধায় পিছু পিছু নষ্টের ছায়া
ঢেকে দিছে মানুষের কায়া
কুলষিত নর্দমার জল।

ধূয়ে দাও বৃষ্টি ধূয়ে দাও
প্রবলধারায় একেবারে
ধূয়ে মুছে নিয়ে যাও
নিয়ে যাও নোনাজলে।

১২ জুলাই ২০১৯

দূরের পাখি ||
তুই যে আমার পরাণ পাখি
উড়ে বেড়াস দূর আকাশে
দূরে দূরে থাকিস যে তুই
পাই না তোকে আমার পাশে।

থাকলেও তুই বহুদূরে
মনে হয় তুই পড়শি বাড়ি
একটুখানী হাত বাড়ালে
তোকে আমি ছুঁতে পারি।

তোকে আমি নিতে পারি
আমার বুকে আলিঙ্গনে
যতই দূরে থাকিস না তুই
থাকিসরে তুই আমার মনে।

আমার মনে বসত যে তোর
অন্তপুরের গহন কোণে
তোর কথা গান সুরের বাঁশি
সারাবেলা যাই যে শোনে।

হাতের স্পর্শে ছূঁইনা তোকে
ছূঁই যে আমি হৃদয় দিয়ে
মনের সুখে ঘুমাই আমি
তোকে নিজের সঙ্গে নিয়ে।

মাঝে মাঝে শিস দিয়ে যাস
এতেই আমি দারুণ খুশি
যত দূরেই থাকিস না তুই
মনের খাঁচায় তোকে পোষি।

করিস না রে আমায় দোষি
করিস না তুই অবহেলা
তোর সাথে যাই পা মিলিয়ে
থাকি সাথেই সারাবেলা।

১৭ জুলাই ২০১৯

 

৭০৫জন ৬১৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ