
আগষ্ট আসে ফিরে বারে বারে
পিতা হারানোর বেদনায় শোকার্ত নগরীর এই বাংলায়।
মায়ের অশ্রু সিক্ত কপাল ললাটের বোবা কান্নায়
নববধূর মেহেদী রঙে রঞ্জিত রক্তাক্ত আঙিনায়।
শিশুর আত্ননাদে ভারী হয় বাংলার আকাশ
পোষা পায়রাগুলো ডানা ঝাপটায় বদ্ধ খাঁচায়।
ঘুমন্ত শিশুরা শিহরিয়ে উঠে পৈশাচিক উন্মাদনায়
পাখিরা কলরব করে উঠে ক্রোধের উন্মক্ততায়।
পদ্মা মেঘনা গৌরী যমুনা রক্তস্রোতে গর্জে উঠে বাংলাদেশ
রক্ত গোলাপ বিবর্ণ হয়ে যায় বাংলার শ্যামল মৃত্তিকায়।
কৃষকের লাঙ্গল থমকে দাঁড়ায় ফসলের মাঠে
মাঝি মাল্লার ভাটিয়ালী সুর ভারী হয় স্বজন হারানোর বেদনায়।
তুমি নেই তাই গর্তে লুকা সাপ তুলে ফনা
বিষাক্ত নাগিনীরা ফেলে বিষাক্ত নিশ্বাস।
নেকড়ে বাড়ায় থাবা, হিংস্র শকুন লোলূপ দৃষ্টি মেলে
তোমার খুনীরা আজও দম্ভ করে দেশ ও বিদেশে
পুরস্কৃত হয়ে দূতাবাসের চাকরী ধরে
নাটের গুরুরা আজও ষড়যন্ত্রে লিপ্ত খুনীদের ক্ষমার আরজি নিয়ে।
আগষ্ট আসে ফিরে খুনীদের নির্লজ্জ মহড়ায়
রূপের আড়ালে ফুটে খুনীর বিভৎস চেহারায়
কেক কাটা উল্লাসে ঢাকা পড়ে যায় কবরের নিস্তব্দতায়।
খুনীর মুখোশ পড়ুক খসে শোকার্ত এই বাংলায়
জাগো মানুষ জাগাও বিবেক মনুষ্যত্ব্রের চেতনায়
খুনীর প্রেতাত্বারা নিপাক যাক সোনার বাংলায়।
৩২টি মন্তব্য
ইঞ্জা
আগষ্ট আসে ফিরে খুনীদের নির্লজ্জ মহড়ায়
রূপের আড়ালে ফুটে খুনীর বিভৎস চেহারায়
কেক কাটা উল্লাসে ঢাকা পড়ে যায় কবরের নিস্তব্দতায়।
খুনীর মুখোশ পড়ুক খসে শোকার্ত এই বাংলায়
জাগো মানুষ জাগাও বিবেক মনুষ্যত্ব্রের চেতনায় খুনীর প্রেতাত্বারা নিপাক যাক সোনার বাংলায়।
মন বিষাদের নোনা জলে ভরে গেলো, অনবদ্য চয়ন।
অনবদ্য পোস্টটির জন্য ধন্যবাদ দাদা।
সুপায়ন বড়ুয়া
প্রথম হওয়ার জন্য ধন্যবাদ জানাই ভাইজান।
জাগো মানুষ জাগাও বিবেক মনুষ্যত্ব্রের চেতনায়
খুনীর প্রেতাত্বারা নিপাক যাক সোনার বাংলায়।
আপনার সাথে সহমত পোষন করে বলি
আগষ্ট এলেই মনটা বিষাদে ভরে যায়
খুনীর প্রেতাত্বাদের দাম্ভীক পদচারনায়।
ভাল থাকবেন। আপনার জন্য শুভ কামনায়।
ইঞ্জা
সত্যি এ শুধু দুঃখজনক নয়, বিপদজনকও স্বাধীন দেশের জন্য।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
তাই স্বাধীন কমিশন গঠন করে নেপথ্য কুশীলব দের বের করে তাদের এ রচনা করা দরকার দেশ ও জাতির স্বার্থে।
আলমগীর সরকার লিটন
অনেক বিনম্র শ্রদ্ধা জানাই প্রিয় কবি দা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ।
জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা।
শুভ কামনা।
অরুণিমা মন্ডল দাস
সত্যি খুব দুঃখের ! যে বাংলাদেশ স্বাধীন করে গেলেন দেখিয়ে গেলেন নতুন সূর্যের মুখ দেখিয়ে গেলেন সকালের কোমল স্নিগ্ধতায় স্বাধীনতা র আলো ঝলমলে দিন সে ই নাই! শেখ হাসিনা আছেন ঠিক কিন্তু পিতা নাই
সুপায়ন বড়ুয়া
দিদি এলেন আমার পাতায়
পিতা হারানোর বিষন্ন বেদনায়।
আজও আছি জেগে নতুন সুর্যের আরাধানায়
খুনী মুক্ত হোক প্রিয় বাংলায়।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
দিদি এলেন আমার পাতায়
পিতা হারানোর বিষন্ন বেদনায়।
আজও আছি জেগে নতুন সুর্যের আরাধানায়
খুনী মুক্ত হোক প্রিয় বাংলায়।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন। শুভ কামনা।
শামীম চৌধুরী
অসাধারন চয়ন্ গাঁথা শোকের কবিতাটি। নির্লজ্জ বেঈমান ঘাতকদের সবার ফাঁসি কার্যকর হলেই শান্তি পাবে ১৫ আগষ্টে শহীদ হওয়া সেই পবিত্র আত্মাগুলি। দাদাভাই কবিতাটি পাঠ করে অশ্রুসিক্ত হয়ে গেলাম। খুব কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখেছিলাম। ধন্যবাদ শোকের মাসে এমন একটা কবিতা পাঠ করার সুযোগ করে দেয়ায়। ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখা আপনাকে সোনেলায় পেয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি।
আমরা ৭ই মার্চের ভাষন শুনে শুনে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারন করেছি।
জাতি ইতিহাসের শ্রেষ্ট নায়ককে হারাল।
ধন্যবাদ ভাইজান ভালথাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
সুনিপুন প্রকাশ।
অপূর্ব গাঁথুনিতে অনবদ্য লেখা পড়ে মোহিত হলাম।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
আপনার প্রেরনাদায়ক মন্তব্যের জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
মাহবুবুল আলম
দারুণ লিখেছেন দাদা!
শুভেচ্ছা রইলো!
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
প্রীত হলাম জেনে
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা আপনার এমন দেশপ্রেম, আবেগ, শ্রদ্ধা এদেশের প্রতিটি হৃদয়ে যদি থাকতো তাহলে দেশটা সত্যিই এতো দিনে সোনার বাংলায় পরিণত হতো। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বৃথা যেতোনা, পঁচাত্তরের কালো থাবা দেখতে হতো না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সুপায়ন বড়ুয়া
দেশ প্রেমিক লোকেরা আছে বলেই দেশটা স্বাধীন
দেশ প্রেমিক লোকেরা আছেই খুনীর কবর রচনা করেছে।
ওরা আছে বলেই এখন খুনীর মদদ দাতাদের মুখোশ উন্মোচনের দাবী উঠেছে।
ভাল থাকবেন দিদি। শুভ কাকবেন।
প্রদীপ চক্রবর্তী
এভাবে আমরা যদি সকলে নিজের দেশকে অন্তরে রাখতাম। তাহলে এতকিছু আমাদের দেখতে হতো না।
ভালো লিখেছেন দাদা।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা।
সুপায়ন বড়ুয়া
সহমত দাদা।
নিজের দেশকে ভালবাসার বিকল্প নাই।
খুনের নৈপথ্য কারিগরদের কবর রচনা করতে হবে।
ভাল থাকবেন । শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এই শোক এ জাতি বহন করেই যাবে, অনিঃশেষ ভাবে।
শোকাবহ এ মাস আমাদের কাঁদিয়ে দেয়।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
তাই শোককে শক্তিতে পরিনত করে স্বাধীন কমিশন নেপথ্য কারিগরদের ও কবর রচনা করা উচিত যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না হয়।
শুভ কামনা।
নিতাই বাবু
জাতির পিতার প্রতি সশ্রদ্ধ বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ও তাঁর পরিবারের সকল শহীদের বিদেহি আত্মার শান্তি কামনা করছি।
জাতির পিতা স্মরণে খুব সুন্দরভাবে সাজিয়েছেন, আপনার সুলিখিত কবিতাখানা।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
সুপায়ন বড়ুয়া
পিতা হারানোর বেদনায় জ্বলে বুক
ক্রোধের অনলে পড়ুক খুনাীর আমৃত্যু সুখ।
এ আমার সম্বল আপনার প্রেরণা
দাদা জানাই শুভ কামনা।
তৌহিদ
আগস্ট আমাদের শোকের মাস। স্বাধীন দেশের স্বপ্নকে যিনি সত্যিতে পরিনত করেছিলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যসহ নিহিত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।
ধিক্কার জানাই যারা ভুলে যায় আগস্টের কালো ইতিহাস তাদের প্রতি।
চমৎকার লিখেছেন ভাই।
সুপায়ন বড়ুয়া
ইতিহাস কাউকে ক্ষমা করে না।
পাকিস্থানীরা ফাঁসির কাষ্টে নিয়ে যা পারে নাই
তাদের পোষ্য দালালেরা তাই করেছে।
ধিক শত ধিক ঐ খুনীর পৃষ্টপোষকদের।
ভাল থাকবেন। শুভ কামনা।
বন্যা লিপি
এই আগষ্ট শোকের আগষ্ট। চমৎকার অনুভূতি বর্ননা করেছেন ভাই। তবে নতুনত্ব কি? পাইনি খুঁজে। এ জাতি বহন করে যাবে আজন্মকালের এ কান্না।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
পুরান মানুষ থেকে নতুনত্ব পাওয়া যায় ?
মাট কর্মী থেকে এর থেকে বেশী কি আশা করবেন ?
যোদ্ধা ময়দানে ফয়সালা করে।
জাতির বিবেকরাই জাতি গঠন করে।
বাঙালী জাতি তেমন সত্বা যা জনক করে গেছেন।
আপনারা যারা প্রজন্ম তাঁদের দিকে জাতি থাকিয়ে আছে।
নতুনত্ব এনে দেন খুনীর পৃষ্টপোষকদের কবর রচনা করে।
আর তা যদি না হয় আবার তুলবে ফনা।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
আরজু মুক্তা
ঘাতকরা ধরা পরুক। তাদের শাস্তি হোক এটাই কাম্য। না হলে এ মাটি শান্তি পাবেনা
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
শুধু খুনী নয়। তাদের পৃষ্টপোষকরা ধরা পড়ুক।
স্বাধীন কমিশন গঠন করে তাদের মুখোশ খুলুক।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আগস্টের স্মৃতি /শোক আমাদের মাঝে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। শোকের এই মাস পৃথিবীর সব চাইতে নৃশংস, কলংকিত ইতিহাসের সাক্ষ্য বহন করবে যুগে যুগে, কালের আবর্তে।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
শুভ কামনা নিরন্তর দাদা 🌹🌹
★ নববধূর মেয়েদী রঙে রঞ্জিত রক্তাক্ত আঙিনায়।
মেহেদী।
সুপায়ন বড়ুয়া
আপুটা কেনো যে আগে আসেনা তাহলে আমি আগে ঠিক করতে পারতাম।
ধন্যবাদ। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
এখন থেকে আগেভাগে আসার চেষ্টা করবো দাদা। নতুন লেখা দিন।