মন খারাপের দেশে
মানুষ ভালবেসে।
ভাল কিছু চোখে পড়লে
লিখে ফেলি হেসে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
আলুর দাম ও চড়া।
সিন্ডিকেটের কারসাজিতে
সবাই দিশেহারা।
করোনার এই মহামারীতে
মনটা থাকে মরা।
দিন কেটে যায় এলোমেলো
কেমন ছন্নছাড়া ?
উৎসব আসে উৎসব যায়
দিনটা থাকে পরে।
আয়োজনের কমতি থাকে
পরে না কোন সাড়া।
কষ্ট যাদের নিত্য সাথি
সুখটা খুঁজে বেড়ায়।
অলস সময় কাটায় যারা
জীবনটাকে হারায়।
একাকীত্বে জীবন কাটে
বিষন্নতায় ভোগে।
জীবনটাকে হারিয়ে বসে
নানান রোগে শোকে।
হতাশার ডুব সাগরে
মানুষ যখন ভাসে।
শত্রু মিত্র সবাই মিলে
মুখ ভেংচিয়ে হাসে।
তাইতো আমি সুযোগ খুঁজি
মুচকি করে হেসে।
ভাল কিছু খবর পেলে
লুফে নিই এসে।
কাঞ্চন জঙ্ঘার রূপটা দেখে
মনটা উঠে নেচে।
সুখ সাগরে হারিয়ে যাই
মন খারাপের দেশে।
স্বপ্ন মোদের পূরণ হবে
দেশটা যাবে এগিয়ে।
নিন্দুকের মুখ বন্ধ হবে
পালিয়ে যাবে লুকিয়ে।
সবার সাথে ভাগ করে যাই
থাকি সবার পাশে।
ভাল থাকার চেষ্টা করি
মন খারাপের দেশে।
ছবি : হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড় থেকে।
নেট থেকে
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
মন খারাপের দেশেও আসে অনেক খুশির খবর
খুঁজে নিই, লুফে নিই সব,জানি না কে আপন,
কেই-বা পর,
আজকে দাদার জন্মদিনে শুভেচ্ছা দিতে এলাম,
সুস্থ সুন্দর ভালো থাকুন তিনি, নিয়মিত প্রার্থনায় রাখলাম। শুভ জন্মদিন দাদা। দিনটি কাটুক আনন্দ সুখে শুভ কামনা রাশি রাশি 🌹🌹
সুপায়ন বড়ুয়া
পারিপাশ্বিক সব কিছু দেখে সব কিছু দেখে
আসলে মনটা খারাপ হয়ে যায়
তবুও ভাল কিছু দেখলে মনটা ভাল করতে চেষ্টা করি।
আমার জন্মদিনে সবার ভালবাসায় সিক্ত হই ধন্য।
আপনার প্রার্থনা পরিপূর্ণ হোক
আপনার জন্য শুভ কামনা।
জিসান শা ইকরাম
মন খারাপের যত উপকরন প্রয়োজন তা সবই আছে বর্তমান আমাদের দেশে।
তারপরেও স্বপ্ন দেখি একদিন আমরা সমৃদ্ধ হয়ে উঠব মন এবং সম্পদে।
#আজ আপনার জন্মদিন।
শুভ হোক জন্মদিন, শুভ কামনা সব সময়ের জন্য।
সুপায়ন বড়ুয়া
অস্থির সময় করছি পার
সুবিধাভোগী আর সুযোগসন্ধানীরা
তৎপর করছে তোলপাড়।
তারি মাঝে আশায় বাঁচি
ভাল কিছু পাবার।
ধন্যবাদ আপনাকে। শুভ কামনা অবিরাম।
উর্বশী
দেশে যতই মন খারাপ থাকুক না কেন,কিছু খুশি,কিছু আনন্দ সবার উর্ধ্বে ই থেকে যায়।জন্মদিনের শুভেচ্ছা সহ সালাম দাদা। অনাবিল সুখ, শান্তি সমৃদ্ধি হোক, শুভময় হোক সারাবেলা । ভাল থাকুন,দীর্ঘ জীবি হন। শুভ জন্মদিন।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু তাই তো মানুষ বাঁচে
আগামী দিনের সুন্দর প্রত্যাশায়।
অশেষ ধন্যবাদ। শুভ কামনায়।
তৌহিদ
চারপাশে সবকিছু নিয়েই যে অস্থিরতা বিরাজ করছে তাতে দেশের সাধারণ মানুষ নাজেহাল হচ্ছেন এটা নিশ্চিত। দায়িত্বশীলদের নিজেদের দায়িত্ব ঠিকমত পালন না করলে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে।
সুন্দর লিখলেন দাদা। জন্মদিনের শুভেচ্ছা রইলো।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
চারপাশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দৃশ্যমান।
শক্ত হাতে দমন না করলে দুর্ভোগ বাড়বে।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
রেহানা বীথি
মন খারাপের দেশেও কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয় মন। খুব ভালো লিখেছেন দাদা। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই আপু।
হিমালয় পর্বত কন্যা কাঞ্চনজঙ্ঘার
সুর্যালোকের আলোক বিচ্ছুরন
মনকে করে আন্দোলিত।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
মন খারাপ হয় প্রতিদিনকার নিত্যনতুন নির্মমতা, নিষ্ঠুরতা দেখে, অস্থির সময় পার করছি । মানুষের মনুষ্যত্ব কোথায় যেন হারিয়ে গেছে। ছবিটা অসাধারণ লেগেছে। দাদা শুভ জন্মদিন এর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ঈশ্বর সবার মঙ্গল করুন। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
সহমত দিদি।
চারপাশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দৃশ্যমান।
শক্ত হাতে দমন না করলে দুর্ভোগ বাড়বে।
মানুষ পোড়ে দানবে
কষ্ট পাচ্ছি তাই ভেবে
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
দাদাভাই শুভ জন্মদিন। আমরা যারা আশেপাশের ঘটনায় মন খারাপ করে থাকি এটা বাদ দিতে হবে। কারন বেঁচে তো থাকতে হবে?
শুভ কামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
বাদ দিতে চেষ্টা করি আপু।
এ বিভৎস অমানবিকতা দেখলে
মনটা ঠিক রাখা দায়।
শুভ কামনা।
আরজু মুক্তা
এভাবেই বেঁচে থাকতে হয় মন খারাপের দেশে। তবে যারা দেশের কাজে নিয়োজিত তারা এগিয়ে আসুক। আবার দেশটা সুন্দর হোক।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
ভাল মানুষেরা এগিয়ে আসে বলেই
অগ্রগতি অব্যাহত থাকে। সেটাই হল ভরসা।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ঝাঁপিয়ে কাঁপিয়ে পড়ে ফেলি
কবির কিছু পেলে
থাকুক সঙ্গে যতই অতিমারি।
দিন আসে আসে রাত
তবুও থাকি হাসিহাসি
তাজ্জব কি বাৎ।
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
এত সুন্দর করে বলা।
মহারাজ বলে কথা।
তাই তো আমি ভুলে থাকি
সকল দু:খ ব্যাথা।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। ভাল থাকবেন।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
সুপায়ন দা,
লইয়েন না কষ্ট
তুইলা দেন নষ্ট
ভেলায় সাজিয়ে।
কি আর হবে
ভাবিয়া নষ্ট কষ্ট
মন উজাড়ে ছাড়েন।
ভুলিয়া যান সময় জ্ঞ্যান
তুলিয়া নিন দেখাকে ছিকেই
না আনুন মননে।
সদা থাকুন
একা থাকুন
না পড়ুন সংবাদ।
তাইলেই থাকবেন ভাল
মন থাকবে চাংগা
ফুরফুরে সুরতুলে নিঃশ্বাস
ফেলুন কি আরাম! আর আরাম!
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
লিখলেন একখান ভাইজান
উপদেশ বাণী।
ভাল থাকার জন্য আমি
অবশ্যই মানি।
ধন্যবাদ। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
দাদাভাই, উপদেশে দেওয়ার মত কোন লিখনি শক্তি আমার নাই। ভালো থাকার জন্য বপ্লা মত্র তাই।
সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ কাছে প্রার্থনা করি। সকল মানুষের জন্য।
সুপায়ন বড়ুয়া
অসংখ্য ধন্যবাদ ভাইজান।
ভাল থাকবেন। শুভ কামনা।
রেজওয়ানা কবির
মন খারাপের দেশে এভাবেই আমাদের বিচরন। এত অন্যায়, এত ঝামেলা, এত কষ্ট, সবকিছুর মাঝে এখনো বেঁচে আছি এতেই আল্লাহর কাছে শুকরিয়া। তবে এভাবেই মন খারাপের দেশে ঘুরে বেড়াতে হয়, থাকতে হয়। ভালো থাকবেন দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
ভাল কিছু চোখে পড়লে
লিখে ফেলি হেসে।
ভাল থাকবেন। শুভ কামনা।