ছায়াপথ

শুন্য শুন্যালয় ২২ মার্চ ২০১৭, বুধবার, ০৪:০৪:৫৩অপরাহ্ন কবিতা ৩৫ মন্তব্য

img_0150-2
পাখি বাড়ায় এক পা, চূর্ণ জলে
উষ্ণ হবে ভেবে আচমকা
ছিটকে ওঠে শীতল দুঃখ-স্পর্শে
ধীরে, আরো ধীরে, গোলাকার সবুজ জলের স্পন্দন দ্যাখে;
অস্থির পাখি সুস্থির হয়ে নেমে ডুবে যায় জলে
কখন ক-খ-ন যেন………

জলজঘ্রাণে মেতে ওঠা পাখির ভুবন
পাখির পালকে ফোঁটা ফোঁটা সবুজ জল,
অসুখের সুখ পোহানো।

জলের বুকে সাদা-নীল মেঘগুলো কালোছায়া হয়ে নেমে আসে কোনো কোনোদিন
বিভ্রমে জল স্থির,
অতলে জলে অবিশ্বাস, জলোচ্ছ্বাসের মতো বাড়তে থাকে, বাড়তেই থাকে।

পাখি ডানা ওড়ায়, জল চুপচাপ
এই বুঝি জল, জলতরঙ্গের সুরে
জল চুপচাপ।
অবিশ্বাসের কালো রঙ খেয়ে নেয় জলের সবুজ

অভিমানী পাখি জলচোখে
সুদূরের চিল হতে চায়
হারায় দূরে, আরো একটু দূরে
“ভালোবাসায় প্রশ্ন এলে, তুমি সেই ভালোবাসার নও”, পাখি ভাবে
অথচ প্রশ্ন থেকেই যায় পাখি-জলের মাঝে ছায়াপথ হয়ে
এক হপ্তা, মাসকাল, হয়তো বছর কোন,
এক যুগ কিংবা দুই,

প্রিয় শিমূল ভাইয়াকে তার শততম পোস্টের অভিনন্দনস্বরূপ। একটু ছায়া নিয়েছি তার লেখার, তাই আগাম মার্জনাপ্রার্থী।

৬৫২জন ৬৫২জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ