চারি দিকে থৈ থৈ পানি-- লক্ষ লক্ষ আর্তস্বর- ঝরে পড়ছে পতঙ্গের মতো- চলছে জীবন , তাহারা বারবার তাকায় আকাশের পানে ধান ক্ষেতে মাঝী এপার ওপার বৈঠা বায় । তারা ঝরা ফসলের ভাষার সূর, বুকে গেঁথে ফিরে যায় একমুঠো ভাত- শত সহস্র হাত, স্থির চক্ষু-রক্ত ঝরে কাঁকন- কাঁদানো কণ্ঠ,ক্লান্ত বুড়ো- জোয়ান, ঝিমায় শিশু কাঁধে আধার [ বিস্তারিত ]