সময়ে আমরা পরিনত হয়েছি একে অপরের আত্মার অংশ। সেই ছোটবেলা থেকেই আমাদের জীবনের আনন্দ এবং বেদনাকে ভাগ করে নিয়েছি। হাতে হাত রেখে চলেছি ৩ যুগের বেশি সময়কাল। অতিক্রম করেছি অনেক পথ, যে পথ শুধুই যে মসৃণ ছিল এমন নয়, হাত ছাড়িনি কখনোই। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আমরা, আমাদের বন্ধুত্ব। আস্থা আর নির্ভরতায় পরিপুষ্ট দুজন মানুষ আমরা। ক্ষণস্থায়ী এজীবন পথের বাকী পথটুকু হাতে হাত রেখেই অতিক্রম করতে চাই।
বন্ধু ছাইরাছ হেলাল এর চোখের অপারেশন সু সম্পন্ন এবং সফল। অপারেশনটি অত্যন্ত জটিল ছিল। ঢাকার সাতমসজিদ রোডস্থ বাংলাদেশ আই হাসপাতাল এর ড: নিয়াজ আব্দুর রহমান নিপুন ভাবে এই অপারেশনটি সম্পন্ন করেন। ‘রেটিনাল ডিটাচমেন্ট’
( Retinal Detachment ) এর কারনে ছাইরাছ হেলাল গত কিছুদিন ডান চোখে দেখার সমস্যায় ভুগছিলেন। অপারেশন পরবর্তী চিকিৎসা এবং বিশ্রাম এর কারনে তিনি বেশ কিছুদিন সোনেলায় আসতে পারবেন না।
খুব দ্রুত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক ছাইরাছ হেলাল এই কামনা করি।
৫১টি মন্তব্য
পারভীন সুলতানা
ইনশাল্লাহ , পরম করুনাময় রহম করবেন। উনি ভাল হয়ে যাবেন শীঘ্রই । তবে চোখের অসুখের নামটা জানতে পারলে ভাল হত।
জিসান শা ইকরাম
চোখের অসুখের নাম> ‘রেটিনাল ডিটাচমেন্ট’ ( Retinal Detachment )
আল্লাহ্ তাকে দ্রুত সুস্থ্য করে দিক– আমীন
পারভীন সুলতানা
হু, বেশ অসুবিধাজনক আরোগ্য লাভের সুযোগ । আল্লাহ সব পারেন, ধৈর্য এবং দোয়া দুই প্রয়োজন । আল্লাহ ভাল করে দেবেন ইনশাল্লাহ
জিসান শা ইকরাম
……………… আমীন
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
খুব দ্রুত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক সেই প্রার্থনাই স্রষ্টার কাছে।
জিসান শা ইকরাম
আমাদের সবার আন্তরিক প্রার্থনা এমনই……
মারজানা ফেরদৌস রুবা
অবশ্যই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এই কামনাই করি। অপারেশন সফল হোক এবং দ্রুত সুস্থ হয়ে উঠুক হেলাল ভাই।
বন্ধুত্বের এমন উদাহরণ বিরল। বন্ধুত্ব থাকে ঠিক, কিন্তু দীর্ঘ সময়ের মাঝে কিছু সময়ের জন্য হলেও ব্রেকআপ ঘটে।
জিসান শা ইকরাম
অপারেশন অত্যন্ত সফল।
আমাদের মাঝে তেমন কিছু হয়নি কখনো………
অরুনি মায়া
প্রিয় কবির দ্রুত সুস্থতা কামনা করছি | দূর থেকে বসে শুধুই প্রার্থনা ছাড়া আর কিছু করার নেই আমাদের |
জিসান ভাইয়া আপনি বন্ধুত্বের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন | তার পাশে থেকে প্রকৃত বন্ধুর দায়িত্ব পালন করছেন | নাসির ভাইয়াও পাশে আছেন | তার প্রতিও জানাচ্ছি আন্তরিকতা কৃতজ্ঞতা |
জিসান শা ইকরাম
নাসিরের ছোট বোনের জামাই চোখের ডাক্তার, তিনি অত্যন্ত সঠিক ভাবে চোখের সমস্যাটি শনাক্ত করতে পেরেছেন। ওনার চেষ্টাতেই আজকে বিষেশজ্ঞ চিকিৎসক দেখানো সম্ভব হয়েছে।
নাসির, আমি দুজনই সারাক্ষন ছিলাম ছাইরাছ হেলালের কাছে।
ইলিয়াস মাসুদ
বন্ধু কপাল সবার হয়না…. যাদের হয় তারা অনেক অনেক সৌভাগ্যবান,নাসির ভাই, জিসান ভাই,হেলাল ভাই আপনারা একসাথে থাকলে উনার এমন সময়ও হয়ে উঠতে পারে আনন্দ সময় ….
হেলাল ভাইয়ের জন্য আমার ফ্রান্সিস্কো পর্ব অপেক্ষা করছে বলে দেওয়া হয় যেন..
ভাইয়াকে অনেক অনেক মিস করবো..
দ্রুত সুস্থতা কামনা করছি
জিসান শা ইকরাম
আমি আমার বন্ধুদের নিয়ে গর্বিত ভাই।
অবশ্যই ছাইরাছ হেলালকে আপনার ফ্রান্সিস্কো পর্ব এর কথা জানাবো।
শুভ কামনা।
হতভাগ্য কবি
আল্লাহ ভরসা হেলাল ভাই অবশ্যই সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠবেন, অসাধারণ লেখায় মাতিয়ে রাখবেন আমাদের।
তিনি থাকবেন আমার প্রার্থনায়
জিসান শা ইকরাম
তিনি থাকবেন আমার প্রার্থনায় (y) (y)
অনিকেত নন্দিনী
ভয়ের কিছুই নাই। এখন প্রযুক্তি অনেক এগিয়েছে, সেই সাথে চিকিৎসা ব্যবস্থাও। আগে যা ছিলো কঠিন, জটিল তা এখন খুব সহজেই করে ফেলা যাচ্ছে।
ইনশাআল্লাহ খুব জলদিই তিনি সুস্থ হয়ে সোনেলায় ফিরে আসবেন। 🙂
জিসান শা ইকরাম
আজকের অপারেশনে বাংলাদেশের চক্ষু চিকিৎসা সম্পর্কে আমার ধারণাই পালটে দিলো।
শুভকামনা।
অনিকেত নন্দিনী
এখন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। আগের দিন ফুরিয়েছে। 🙂
জিসান শা ইকরাম
সব হাসপাতাল গুলো অবশ্য এমন ভাল না।
নাসির সারওয়ার
আমার প্রিয় একজন মানুষ। কাছাকাছি ছিলাম সময়ের ভাজে ভাজে। আছি এখনো। বাকি সময়টাও এভাবই যাক।
জিসান শা ইকরাম
এভাবেই থাকতে চাই আমৃত্যু ………
রিমি রুম্মান
নামাজে বাবা মা’র সাথে অদেখা অনেকের জন্য দোয়া করি।দোয়া করি উনার জন্যেও। ভাল হয়ে উঠুক।
জিসান শা ইকরাম
ভাল হয়ে উঠুক ছাইরাছ হেলাল।
প্রহেলিকা
দ্রুত সুস্থ হয়ে উনি আবার ফিরে আসুক সকলের মাঝে এই কামনা করি।
জিসান শা ইকরাম
আল্লাহ্র রহমতে অপারেশন সাকসেস হয়েছে,
দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে যাক।
শুভ মালাকার
পরম করুনাময় অবশ্যই উনাকে কৃপা করে সুস্থ করে তুলবেন।
এই প্রার্থনা করি।
জিসান শা ইকরাম
………… আমীন
অপার্থিব
দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসার শুভ কামনা থাকলো।
জিসান শা ইকরাম
অপারেশন পরবর্তী চিকিৎসা চলছে। ভাল আছেন তিনি।
নীলাঞ্জনা নীলা
বন্ধুত্ত্ব এই শব্দটির উপর আমার অপরিসীম শ্রদ্ধা। জীবন আমাকেও এমন বন্ধু দিয়েছে কিনা!
কবিভাই ফিরে আসুন তাড়াতাড়ি। কবিতা আড্ডায় আপনাকে ছাড়া মানায় না যে!
জিসান শা ইকরাম
দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসুক তিনি সোনেলায়
তিনি ব্যতীত কবিতা আড্ডা আসলেই সম্ভবনা।
ব্লগার সজীব
আপনাদের বন্ধুত্ব আসলেই উদাহরন এবং অনুকরণযোগ্য। এমন বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। ছাইরাছ হেলাল ভাইয়া যে দ্রুত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, আল্লাহ্র দরবারে এই প্রার্থনা করি।
জিসান শা ইকরাম
আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি তাকে বন্ধু হিসেবে পেয়েছি
আমীন………
আবু খায়ের আনিছ
হেলাল ভাই দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে এই কামনাই করি। আল্লাহ সহায় হোন।
জিসান শা ইকরাম
আমীন………
আপনার ভাই এবং বোন দ্রুত সুস্থ্য হয়ে উঠুন এই দোয়া করি।
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
২ দিনতো পার হয়ে গেছে। আর কত দেরী? উহ্ মাথা আউলাঝাউলা লেখা নাই কএকদিন সোনেলায়, কেমন জানি খালি খালি লাগে।
জিরাফ ভাউ, তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন।
জিসান ভাইয়া, আপনাদের বন্ধুত্বের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। অপারেশনের কথা শুনে হুট করে যখন আপনাকে বললাম বাসা থেকে কেউ আসবেনা? আপনি উত্তর দিলেন, আমি তো এসেছি। এই কথাতেই প্রমাণ হয়, আপনি আর আপনাদের বন্ধুত্ব। প্রার্থনা করি, আরো কএক যুগ এমনি করে পেড়িয়ে যাবেন। শুভকামনা।
জিসান শা ইকরাম
আপনার এবং আপনাদের সবার আন্তরিক দোয়ায় ছাইরাছ হেলাল সময়ের পূর্বেই সুস্থ্য হয়ে যাবেন বলে বিশ্বাস।
বাসা থেকে কেউ আসবেনা, এই প্রশ্ন শুনে আমি খুবই অবাক হয়েছিলাম,
অবাক এর পালা অতিক্রম করে আপনার প্রশ্নের উত্তর দিতে কিছুটা বিলম্ব হয়েছিল,
এমনি ভাবেই থাকতে চাই বাকী জীবন।
শুভ কামনা।
স্বপ্ন নীলা
অনেক অনেক দোয়া করছি যাতে ছাইরাস হেলাল ভাই দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন —-
প্রকৃত বন্ধুতো সেইজন যে বিপদের সময়ে পাশে থাকেন — আপনাদের বন্ধুত্ব আরো মজবুত হোক –
জিসান শা ইকরাম
আমীন…………
স্বপ্ন
আশাকরি দ্রুত ফিরে আসতে পারবেন আমাদের প্রিয় ছাইরাছ হেলাল ভাইয়া। দুই বন্ধুর জন্য -{@ -{@
জিসান শা ইকরাম
ধন্যবাদ স্বপ্ন।
মোঃ মজিবর রহমান
পরমকরুনাময় অব্যশই আমাদের মাঝে তাকে ফিরে দেবেন।
-{@ -{@
জিসান শা ইকরাম
আমীন………
মিথুন
এমন বন্ধু পাশে থাকলে কোন অসুস্থ্যতাই বড় কিছু হবেনা। ছাইরাছ ভাইয়া ফিরুন তাড়াতাড়ি, লেখা না দিয়ে থাকছেন কি করে এতদিন?
জিসান শা ইকরাম
এমনি বন্ধুত্বের মাঝেই থাকতে চাই আমৃত্যু।
তার লেখা আছে খসড়ায়, পোষ্ট দিবেন হয়ত
পোষ্টে অংশ গ্রহন হয়ত করতে পারবেন না।
দ্রুত ফিরে আসুক সে।
ছাইরাছ হেলাল
মহান আল্লাহর অশেষ রহমতে, সবার দোয়া ও ভালোবাসায় সুস্থতার পথে হাঁটছি,
যদিও জানি সে পথ দীর্ঘ,
বন্ধুত্বের ভালোবাসায় সে পথ ও পাড়ি দেব, সবার দোয়া চাচ্ছি আবার ও।
সবাইকে অকৃত্রিম শুভেচ্ছা এ গভীর বিপদে সাথে থাকার জন্য।
কৃতজ্ঞতা অশেষ।
শুন্য শুন্যালয়
কি ভাল যে লাগলো আপনাকে দেখে দোস্ত। দীর্ঘ পথও একদিন শেষ হয়ে যায়, সেই মনোবল আপনার আছে, থাকবেও অটুট।
শুধু সময় নয়, অসময়েও পাশে থাকবার আরেক নাম বন্ধুত্ব। সাইডে সুইডে একটু জায়গা করে আছি, থাকবোও। ফিরুন একদম সুস্থ্য হয়ে। শুভকামনা।
ছাইরাছ হেলাল
আরে আপনি সাইডে থাকবেন কেন!! পুরাই ফ্রন্ট লাইনে।
সোনেলা ও আপনাদের ছেঁড়ে থাকা সত্যি অসম্ভব,
তাছাড়া নানান লেখা মাথায় চিড়িক দিয়ে যাছে। আপনাদের আনন্দ দেখে আনন্দ লাগছে,
আবার হিংসা ও হচ্ছে যোগ দিতে পারছি না বলে।
এবারে একটু একটু থাকব আশে পাশে, ভাইয়া কেমন আছেন!!
শুন্য শুন্যালয়
আমাদেরও লেখা পড়বার জন্য মাথায় চিড়িক দিচ্ছে। আমি মোডারেটর হইলে, আপনার জন্য ২৪ ঘন্টার রুলস উঠায় দিতাম, ঘন্টায় ঘন্টায় একটা পোস্ট। শীতের রাতে প্রত্যেক ঘন্টায় জ্যোৎস্না কেমনে বদল হয়, তার পোস্ট দিতে বলতাম।
আমিতো ভালো আছি, হুম আনন্দেই আছি। হিংসা করাতো ভালো না, দিন না যোগ। তবে চোখের উপর প্রেশার না দিয়ে। আনন্দ পালিয়ে যাবেনা, বেঁধে বুধে রাখতেছি, নো চিন্তা।
ছেঁড়ে থাকবেন কেন? জানি তো চোখ অর্ধেক খুলেও নজর ঠিক ঠিক ছিল। 🙂
জিসান শা ইকরাম
কষ্টকর চিকিৎসা পরবর্তী সময়গুলো দ্রুত কেটে যাক।
অন্তরা মিতু
আমার প্রিয় মানুষটি দ্রুত সুস্থ হয়ে উঠুন পুরোপুরি…….
জিসান শা ইকরাম
দোয়া করবেন আন্তরিক ভাবে।
দ্রুত সুস্থ্যতার দিকে হাঁটছেন তিনি।