চুমুটুকু রেখে

খুরশীদা খুশী ২৮ জুলাই ২০১৯, রবিবার, ০৪:৫১:৩৯অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

কোন এক নাম না জানা হাঁটে আমার
দুঃখগুলো বেচে দেবো পানির দামে-
গধূলীর রঙকে উপেক্ষা করে কিনে নেব
সন্ধ্যার একলা চড়ুই;যে পথ চিনে ফিরে আসে নীড়ে।

কোন এক ফাল্গুনী রাতে আমার
কাঁন্নাগুলো বেচে দেবো আগুনের দামে –
রোদে পোড়া ভাটফুল খোপায় গুজে পরে
নেবো বকুলের পায়েল;যার সুবাস আদি থেকে অন্তে।

নিজেকে বিকিয়ে দেবো ভালবাসার চড়ামূল্যে,
বিষন্ন নাগরিক শোকে ঝিঁঝিঁর গানকে মাড়িয়ে শুঁয়োপোকা হবো ; চুমুটুকু রেখে।

১২৪৮জন ১০৬৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ