ঘৃণা

নিশীথের নিশাচর ১৩ সেপ্টেম্বর ২০১৩, শুক্রবার, ০১:৫২:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় অনেক ভালোবাসি তা
বোঝাতে পারিনি বলে ।

আমি আমায় ঘৃনা করি কারন –
তোমার হারিয়ে যাওয়াটা
মেনে নিতে পারি নি বলে ।

আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় বিশ্বাস করেছিলাম বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় আজো ভুলতে পারি নি বলে ।

আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় পাবো বলে এখনো অপেক্ষা করি ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
এখন ও আমি তোমাকে নিয়ে স্মপ্ন দেখি বলে।

আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমার দেয়া কষ্ট গুলো নিরবে
মুখ বুঝে সহ্য করেছি বলে।

আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় হারিয়ে বেঁচে আছি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
তুমি না থাকলে আমার
কিভাবে থাকবো সেইটা ভাবি নি বলে ।

আমি আমাকে ঘৃনা করি কারন –
প্রতি রাতে তোমায় ভেবে কান্না করি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
স্বার্থপর না হয়ে তোমার সাথে
কাটানো স্মৃতি গুলো নিয়ে বেঁচে আছি বলে ।

হাঁ আমি আমাকে ঘৃনা করি ।
অতীত কে ভুলে সময়ের সাথে
তালমিলিয়ে চলতে পারি নি
জানি পারবো না কোনদিন ।

আসলেই আমি আমার জীবন কে ঘৃনা করি . ……….

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ