অনেক কথা বলতে ব্যকুল উথলে ওঠে মনটা,
অনেক কথা বলতে কাঁপে হৃদয় বাড়ির ঘন্টা,
অনেক কথা বলার আগে সামলাতে হয় ঠোঁটটা,
অনেক কথা বলার আগে গুণতে যে হয় নোটটা,
অনেক কথা বলার আগেই দাঁতটা নাচে হাসিতে,
অনেক কথা বলার পাপে ঝুলতে যে হয় ফাঁসিতে,
অনেক কথা বলার আগে মাথাটা নাও চুলকিয়ে,
অনেক কথা বলার আগে ভাবতে হবে ভুল কি এ,
অনেক কথা বলতে গিয়ে কষ্ট হৃদয় মন্দিরে,
অনেক কথা অব্যক্ত রয় হৃদয়মাঝে বন্দি রে,
অনেক কথায় সফলতা বিজয় হাতের মুঠোতে,
অনেক কথা আনতে মানা ব্যস্ত ওষ্ঠ দু’টোতে,
অনেক কথা বলতে মানা, বলতে হবে অনেকটা,
অনেক কথা বলার আগে ভাবতে হবে ক্ষণেকটা।
*********
৩৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এমন লেখা পড়তে পড়তে ভরে ওঠে মনটা।
দারুণ ছন্দ-সমাহার।
হালিম নজরুল
ভালবাসা অফুরান
মুক্তা মৃণালিনী
দারুণ চমৎকার অভিব্যক্তি কবি। আপনার কবিতা পড়েও মনটা ভরে উঠেছে আনন্দে। শুভেচ্ছা অনাবিল কবি.
হালিম নজরুল
আপনাদের তৃপ্তিই আমার সার্থকতা
বন্যা লিপি
বাহ, চমৎকার ছান্দিক কাব্যে ভরে গেলো মনটা।শুভ কামনা।
হালিম নজরুল
ভাল লেগেছে জেনে প্রাণিত হলাম
অনন্য অর্ণব
অনেক কথা বলার আগে ভাবতে হবে ক্ষণেকটা…বাহ দারুন রচিলেন প্রিয় ❤️
হালিম নজরুল
সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই
এস.জেড বাবু
ব্যাতিক্রমী লিখায় আপনি এগিয়ে
অল্প কথায়, দারুন হয়েছে
হালিম নজরুল
আপনাদের মতামতকে শ্রদ্ধা জানাই ভাই।
সাখিয়ারা আক্তার তন্নী
পৃথিবীতে বোধহয় একাকিত্বের যন্ত্রণা বেশি,
মন খুলে কথা বলতে না পারার যন্ত্রণা মনে হয় মিত্যু সমান।
হালিম নজরুল
হুম,না বলতে পারার কষ্ট অনেক।
মোহাম্মদ দিদার
বেশ সুন্দর অর্থবহ কাব্য।
ভালো লাগলো।।
হালিম নজরুল
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই।
তৌহিদ
দারুণ ছন্দের কবিতা পড়ে মন ভালো হয়ে গেলো ভাইজান। শুভকামনা রইলো।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা রইল ভাই।
মোঃ মজিবর রহমান
কবি রচিলেন অনবদ্য ছন্দময় কাব্য।
হালিম নজরুল
সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
হ্যা, আরো লিখুন পড়ুন ভাল লাগবে।💛💜🇧🇩♥
শাহরিন
অনেক সুন্দর কবিতা, শেষের লাইন দুটোই বেশি অসাধারণ হয়েছে। ধন্যবাদ।
হালিম নজরুল
অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য
ইঞ্জা
সত্যি মন ভরে গেলো ভাই, মন্ত্রমুগ্ধ হলাম।
হালিম নজরুল
ভালোবাসি তাই
ভালবেসে যাই।
মনির হোসেন মমি
সেই জন্যই হয়তো সৃষ্টি হয়েছিল-কথা কম কাজ বেশী।
চমৎকার ছন্দময় কবিতা।
হালিম নজরুল
আসলেই তাই।ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য।
আরজু মুক্তা
আসলেই কথা বলার আগে ভাবতে হবে।
হালিম নজরুল
হুম আপু।ধন্যবাদ।
আকবর হোসেন রবিন
এতো সহজ সরল ভাবে রচিত কবিতা এখন খুব কম দেখি। কবিরা শব্দের খেলা খেলতে গিয়ে দুর্বোধ্য সব শব্দ ব্যবহার করে। যা গুটিকয়েক পাঠক ছাড়া বাকিরা বুঝেনা।
এই যে স্রোতের বিপরীতে গিয়ে কবিতা লিখলেন, এটার জন্য ভালোবাসা নিবেন।
হালিম নজরুল
সাথে থাকবার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
শামীম চৌধুরী
কথার কথা এর ছলেই সত্য কথা বলে দেয়। ভালো লেগেছে লেখাটি।
হালিম নজরুল
ভাল লেগেছে জেনে ভাল লাগছে ভাই।ধন্যবাদ।
রাফি আরাফাত
ছন্দের জাদু। পড়তেই থাকি,পড়তেই থাকি। অসাধারণ লেখা।
ভালো থাকবেন।
ধন্যবাদ
হালিম নজরুল
প্রেরণা বাড়লো।ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
ছন্দের অপুর্ব মিল,
এই কবিতা মাথা দুলিয়ে দুলিয়ে আবৃত্তি করে পড়তে হয়।
কবিতায় বাস্তব সত্যি কথার সমাহার।
শুভ কামনা।
হালিম নজরুল
চমৎকার প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
রেহানা বীথি
দারুণ ছন্দে মুগ্ধ হলাম
শিরিন হক
ছন্দে আনন্দে ভরে গেলো মনটা
চমৎকার
মাহবুবুল আলম
সুন্দর ছান্দোসিক কবিতা। ভাল লাগলো।
সঞ্জয় মালাকার
বাহ, চমৎকার ছান্দিক কাব্যে ভরে গেলো মনটা।
ভালো লাগলো,আপনার জন্য রইল শুভ কামনা🌹🌹