কথার কথা

হালিম নজরুল ২৭ অক্টোবর ২০১৯, রবিবার, ০১:০৪:৫৬অপরাহ্ন কবিতা ৩৯ মন্তব্য

অনেক কথা বলতে ব্যকুল উথলে ওঠে মনটা,
অনেক কথা বলতে কাঁপে হৃদয় বাড়ির ঘন্টা,
অনেক কথা বলার আগে সামলাতে হয় ঠোঁটটা,
অনেক কথা বলার আগে গুণতে যে হয় নোটটা,
অনেক কথা বলার আগেই দাঁতটা নাচে হাসিতে,
অনেক কথা বলার পাপে ঝুলতে যে হয় ফাঁসিতে,
অনেক কথা বলার আগে মাথাটা নাও চুলকিয়ে,
অনেক কথা বলার আগে ভাবতে হবে ভুল কি এ,
অনেক কথা বলতে গিয়ে কষ্ট হৃদয় মন্দিরে,
অনেক কথা অব্যক্ত রয় হৃদয়মাঝে বন্দি রে,
অনেক কথায় সফলতা বিজয় হাতের মুঠোতে,
অনেক কথা আনতে মানা ব্যস্ত ওষ্ঠ দু’টোতে,
অনেক কথা বলতে মানা, বলতে হবে অনেকটা,
অনেক কথা বলার আগে ভাবতে হবে ক্ষণেকটা।

*********

১০৯২জন ৯০৩জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ