সুইমিংপুল

হালিম নজরুল ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১২:২৩:৩৪অপরাহ্ন ছড়া ১০ মন্তব্য

ফের যদি যাস ওই সুইমিং পুলে,

তোকে আমি নিশ্চিত চড়াবোই শুলে।

 

সুইমিং পুলে শুধু সাঁতারের পানি !

কাপড় ভেজার পরে কমে কিছুখানি?

কমে কই! বাড়ে আরও দিন-রাত রোজ।

কোত্থেকে বাড়ে তা? রাখিস কি খোঁজ?

 

পানিতে মেশানো থাকে লবন ইউরিয়া,

বাড়ায় সারের গুণ ময়না ও টিয়া ।

এমনিতে মোটা তুই ডুববার ভয়,

আরও মোটা হওয়াটা শোভনীয় নয়।

দোহাই যাসনে ওই সুইমিং পুলে,

এরপরও যাস যদি চড়াবোই শুলে।

৪৫৫জন ৩৯৭জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ