ফের যদি যাস ওই সুইমিং পুলে,
তোকে আমি নিশ্চিত চড়াবোই শুলে।
সুইমিং পুলে শুধু সাঁতারের পানি !
কাপড় ভেজার পরে কমে কিছুখানি?
কমে কই! বাড়ে আরও দিন-রাত রোজ।
কোত্থেকে বাড়ে তা? রাখিস কি খোঁজ?
পানিতে মেশানো থাকে লবন ইউরিয়া,
বাড়ায় সারের গুণ ময়না ও টিয়া ।
এমনিতে মোটা তুই ডুববার ভয়,
আরও মোটা হওয়াটা শোভনীয় নয়।
দোহাই যাসনে ওই সুইমিং পুলে,
এরপরও যাস যদি চড়াবোই শুলে।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর সুইমিংপুল কাব্যিক অনেক শুভেচ্ছা রইল কবি নজরুল দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
ভালো লাগলো হালিম ভাই। সতত ভালো থাকুন।
হালিম নজরুল
শুভেচ্ছা ভাই।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ভালো লাগলো ভাই
হালিম নজরুল
অফুরান শুভকামনা ভাই।
হালিমা আক্তার
ভালোই হলো, শুকনো কেউ গেলে তো সমস্যা নাই। মোটা হলে ভয়ের কিছু নাই। চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো।
হালিম নজরুল
ঠিক বলেছেন। যাদের ইউরিয়া বেশি দরকার তাদের জন্য গেলেই ভাল।
ছাইরাছ হেলাল
শুল তৈলাক্ত কী না তা কিন্তু পাঠক জানতে পারেনি।
হালিম নজরুল
হা হা হা