একটি হাহুতাশ বিজ্ঞপ্তিঃ—
সোনেলার কতিপয় ব্লগার এখন তীব্র বেকারত্বের সমস্যায় ভুগিতেছে। জুতা, স্যান্ডেলের তলা ক্ষয় করিয়া, টাকার বান্ডিলের শুধু ফিতা খানা হাতে ধরিয়া, কয়েন বক্সের তেলেসমাতি করিয়া অবশেষে তারা এই সিদ্ধান্তে উপনিত হইয়াছেন যে, এর চেয়ে সোনেলায় পোস্টের পর পোস্ট ঘুরিলেও কাজে দেবে, অন্তত এই ঘোরাঘুরিতে স্যান্ডেলের তলা ক্ষয় হইবার কোনই সম্ভাবনা নাই।
বিনা পারিশ্রমিকে এক সদস্যের একটি টিম সোনেলা পরিদর্শন করিয়া জানাইলো, এই তীব্র বেকার সমস্যায় যারা এখন বিনা বইঠাতেই নৌকায় উঠিয়া বসিয়াছেন তাহারা হইলেন ( বোকা ভাবিয়া আবার ভুল করিবেন না, এখন স্পিড বোটের যুগ ) :—
১। জিসান শা ইকরাম (মডু বলিয়া ভুল ভাবিবেন না,ইনি অনেক বেহাল অবস্থায়, না পারিতেছে কিছু বলিতে, না পারিতেছে সহিতে )
২। ছাইরাছ হেলাল ( ভাইরে জ্ঞানীদেরও এখন পকেট খালি )
৩। শুন্য শুন্যালয় ( চরম করুন অবস্থা, এনার সোনেলায় চরকির মতো ঘোরা দেখলেই পরিলক্ষিত হয়)
৪। লীলাবতী ( হাউ টু বুঝবেন দ্যাট আপনি একজন বিগ ব্লগার, এতো কিছু জেনে বুঝেও তাহার অবস্থান সুবিধার নয় খুব একটা )
৫। বনলতা সেন ( মানুষ তার ভাব গম্ভীর আর জটিল শব্দভান্ডারে মাথা গুলিয়ে ফেলেছেন, কিন্তু আদতে তিনি নাটোরের বনলতা সেন নন এই দুঃখে বাড়তি দুঃখী)।
৬। ব্লগার সজীব। ( আইনস্টাইন, নিউটনের সমতুল্য একজন জ্ঞানীর কি অবস্থা )!!!
৭। আদিব আদনান ( কএকদিন হাওয়া হয়ে যাওয়া দেখে বোঝা যায় এখনো জুতো ছিড়ে পারেনি, তাই ঘুরে বেরাচ্ছেন, কিন্তু ঘুরেফিরে সোনেলাতেই দীর্ঘনিঃশ্বাস ছাড়েন )।
৮। মা মাটি দেশ (সিম্বোলিক, অতি শোকে কথা কমিয়া গিয়েছে ) 🙂
এবার আসি যাহারা অর্ধ বেকারত্বে কিঞ্চিত শ্বাস গ্রহণ করিয়া ফের সোনেলায় আসিয়া নিঃশ্বাস ছাড়িতেছেন :—
১। ওয়ালিনা চৌধুরি অভি ( টাইটেলের সুবাদে তিনি কিছুটা সুবিধা ভোগি কিন্তু যা দিনকাল পরছে রে ভাই, টাইটেলও ফেইল মেরেছে )
২। সিনথিয়া খন্দকার ( না চোখ কপালে তুলিয়া লাভ নাই, তাকে জিজ্ঞেস করিতেই কহিলো আমি বাংলাদেশের বিসিএস ক্যাডার, বেতন কবে পাইব ঠিক নাই, তাই তাহাকেও অর্ধ বেকারের ঘরে রাখিতেই হইলো )
৩। আগুন রঙের শিমুল ( মাঝে মাঝে তাহার দেখা পাই, চিরদিন কেনো পাইনা )
৪। প্রজন্ম ৭১ ( তাহার নাম আর প্রোফাইল পিক দেখলেই আমার কেমন ডর লাগে, মনে হয় ডরেই বেকারত্ব কিছুটা অর্ধেক তার)
৫। স্বপ্ন ( মিথুনের পোস্ট খুঁজতে খুঁজতে বেচারা অর্ধেক পারমানেন্ট হয়ে গেছে সোনেলায় )
৬। শিশির কনা ( নামই যার শিশির কনা, তার তো বেকারত্ব আধাই থাকিবে )
৭। কৃন্তনিকা ( মেডিকেলে কেন যে পড়তেছি ? নইলে তীব্র বেকার থাকিতাম )
৮। পুষ্পবতী ( নামের গুনে মনে হয় বিশেষ দিনগুলোতে চুক্তিভিত্তিক, এই আছে এই নাই )
৯। মিথুন ( ওনার নাম মিথুন মানে জোড়া, চাকরিও মনে হয় দুজনে জোড়ায় করে, যাওয়া আসাও প্রায় একই সাথে )
কিছু ব্লগারের নিয়মিত অনিয়মিত হওয়াতে তাদের বর্তমান আপডেট জানতে অসমর্থ হইয়াছি, তেমন কএকজন :—
১। খসড়া
২। রিমি রুম্মান
৩। মশাই
৪। নীলাঞ্জনা নীলা
একজন অতি প্রিয় ব্লগার যাকে কোন সেকশানে রাখবো বুঝে উঠতে পারছিনা, তার আপডেট তিনি নিজে দিলেই খুশি হইবো :—
১। স্বপ্ন নীলা
আমাদের বাকি ব্লগারগন এই আকালের দিনেও চূড়ান্ত সফলভাবে জীবিকা নির্বাহ করিতেছেন দেখিয়া আমরা ব্যপক আনন্দিত। তাহারা আমাদের সাথেই আছেন, মাঝে মাঝে খানিক সময় বের করে পোস্ট দিয়া যান বলিয়া আমরা এখনো আনন্দের সাথে সময় পার করিয়া বেকারত্বের দুঃখ ভুলিয়া যাইতে পারিতেছি।
বিঃদ্রঃ ভুল হইলেও হইতে পারে, বিনা পারিশ্রমিকে পরিদর্শন বলে কথা।
কেউ মনে কস্ট নিয়া থাকিলে নিজ দায়িত্বে লইবেন, অন্যের কস্টের ভার এই সামান্য শুন্য ব্লগার বহন করিতে রাজি নহে।
আমাদের মনেও অনেক কস্ট কিন্তু বোঝেনা কেউ বোঝেনা 🙁
১২৩টি মন্তব্য
লীলাবতী
আপু আমার স্যান্ডেল কয়েকজোড়া হাটটে হাটতে শেষ 🙁 রাস্তার ঘষায় এখন শুধু উপরের অংশ আছে , পায়ের নীচে শুধু পায়ের চামড়া ;(
শুন্য শুন্যালয়
হা হা হা, লীলাবতী দি, ঝুইলা পরেন কারো কান্ধে, মেলা জুতা কিনতে পারবেন 🙂
লীলাবতী
ঝুইলা পরার মত কোন কাধই পাইনা আপু 🙁 দুস্কের কথা কারে শুনাই ;(
শুন্য শুন্যালয়
কোটিপতি বর খোঁজার কোচিং চালান, আর নিজেই সিস্টেম জানেন না; কেমনে কি?
লীলাবতী
কোচিং চালাই ছাত্রীদের জন্য। অন্যন্য পেশার মতই ‘ শিক্ষা দেই কিন্তু শিক্ষা নেইনা ‘ এই শিক্ষাই পেয়ে আসছি 🙂 তাই আমার বেলায় সিস্টেম অকেজো আপু :p
ছাইরাছ হেলাল
বেহাল পকেটে তেমন আর কী ই বা লেখা সম্ভব !
রম্যের কলাটিও হস্তগত করে ফেললেন !
শুন্য শুন্যালয়
কি করবো মডুরা রম্যের বিভাগ রেখেছেন কিন্তু দুঃখের বিভাগ রাখেন নি, এটা একটা প্রতিবাদ।
পড়ার যে কাজটি করছেন চালু রাখুন, লেখার মানুষ ম্যালা।। 🙂
ছাইরাছ হেলাল
পড়তে পড়তে ল্যাহার ইচ্ছে হলে তখন কী করতে হপে ?
ল্যাখক ও কাকের অনুপাত ব্যাস্তানুপাতিক ।
মাভৈ মাভৈ বলা ছাড়া আর উপায় নেই ।
হুম ,আপনার কাছে দুঃখ বিভাগ খোলার অনুরোধ রাখছি ।
ইয়ে ,মানে আমরা বিষয়টি বনলতার থেকে জেনে গেছি , অবশ্য কাউকে বলিনি ।
শুন্য শুন্যালয়
কিছু কথায় একদম কান, মানে চোখ দেবেন না।
আপনার ইচ্ছে হলেই লিখে ফেলুন, শুধু কিবোর্ডে হাত রাখলেই হবে।
আমরা উল্টেপাল্টে যেভাবে পারি পড়বো। আপনি আর বনলতা দি লিখলেই আমার সেই দিন কিভাবে জানি পার হয়ে যায় এক লেখাতেই । 🙂
কাক তো নাইই আজকাল।
শুন্য শুন্যালয়
যারা চাঁদের সাথে কথোপকথন করতে পারে, তারা যে চাইলেই লিখতে পারে তা কিন্তু জানি। লেখা দিন জলদি।
ছাইরাছ হেলাল
দেখুন ,চাঁদ তারা লতা পাতা নদ নদী খুব নিরাপদ কথা বলার জন্য ।
কোনই হ্যাপা নেই ।
আমিও আপনাদের লেখার অপেক্ষা করি মনে প্রাণে । ইদানিং আপনারা এত্ত ভাল ভাল লেখা দিচ্ছেন যা পড়ে সত্যি অনেক আনন্দ বোধ করি , একজন পাঠকের এর থেকে আর বেশি কিছু চাওয়া বা পাওয়ার নেই ।
শুন্য শুন্যালয়
আমরাও নিরাপদ 🙂
হুম অনেকেই ভালো লিখছে, এর মধ্যে আপনিও আছেন। আমার দিক থেকে আমিও আনন্দিত বেশ, একজন পাঠকের এর থেকে আর বেশি কিছু চাওয়া বা পাওয়ার নেই ।
লীলাবতী
এত ঘুরি তবু জব দেয়না 🙁
শুন্য শুন্যালয়
আপনার জবের ব্যবস্থা করে ফেলেছি, উপরে দ্রষ্টব্য 🙂 -{@
লীলাবতী
স্কুল খুলেছিলাম, আপনার স্মৃতি শক্তি দেখে তাজ্জব হয়ে গেলাম আপু 🙂 এত কিছু মনে রাখেন কিভাবে ? 🙂 -{@
শুন্য শুন্যালয়
তীব্র বেকার দের এসব মনে রাখতে হয় 🙂 -{@
লীলাবতী
তীব্র বেকার আর থাকতে চাইনা।ব্যাস্ত ব্লগার হতে চাই 😀
শুন্য শুন্যালয়
ম্যালা দিন তো পার হয়ে গেলো আপনার টিচিং এর, এখনো ব্যস্ত ব্লগার হতে পারেননি? আর কবে? আমি এখনো সেই বেকার আছি, কেউ জব দেয়না। 🙁 ফেসবুকে আপনার জন্য একটা প্রশ্ন আছে। গোলাপ দিয়ে বিছানা বানাইছে এমন মানুষ কে? 🙂
স্বপ্ন
মিথুনের নাম নেই কেনো? 🙁 আমার নাম লাগবে না, মিথুনেরটা দিন আপু।
শুন্য শুন্যালয়
ওরে বাপরে, গভীর ভালোবাসা দেখছি যে :p
আমিতো ভেবেছিলাম তিনি চাকরিবাকরি করেন, দেখিই তো না।
তা তিনি এসে যদি বলেন, আমার নাম লাগবে না, স্বপ্নের টা দিন?
স্বপ্ন
তাহলে দুজনের নামই দিয়ে দিন 🙂
গভীরের চেয়েও বেশী 🙂 :p
শুন্য শুন্যালয়
তা আপনার মিথুন কে কোন সেকশানে ফেলবো এটা না হয় আপনিই বলে দিন। হাফ বেতনের চাকরি পেলে মাঝে মাঝে মিস্টিমুস্টি খাওয়াতে বলবেন।
সঞ্জয় কুমার
আমিও চরম সংঙ্কটে আছি । ক্ষয় হতে হতে এখন জুতা ছাড়াই খালি পায়ে হাটি ।
শুন্য শুন্যালয়
পরিদর্শকের দর্শনে মনে হয় ভুল আছে, কেউ টাকাপয়সা ধার দেওয়া কিংবা মাঝে মাঝে খাওয়ানোর ভয়ে মিছে বলছে কিনা সেটাও বিবেচ্য।
সঞ্জয় কুমার
হুম একটু ভালো করে দেখতে বলেন । ।
স্বপ্ন
এক সদস্যের তদন্ত টিম কি মিথুনের আপডেট
জানেন? তাকে খুজে পাচ্ছিনা 🙁
শুন্য শুন্যালয়
হায় হায় ভাইয়া আপনারে দেখে এখন আমারই মায়া লাগছে। খুঁজে বের করার দায়িত্ব আপনার উপরেই দেয়া হলো। আপডেটেড। এবার হাসুন।
স্বপ্ন
সে আবার নিরুদ্দেশ 🙁
শুন্য শুন্যালয়
মিছে কথা ধরে ফেলবার মেশিন তৈরি করে ফেলেছি। নিরুদ্দেশ কে তা এখন জনতার সম্মুখে। আপনি আমাদের ফাঁকি দিচ্ছেন। মিথুনের একটি লেখা ই-বুকে স্থান পেয়েছে, এজন্য আপনাকে অভিনন্দন। 🙂
পুষ্পবতী
হাহাহা -{@
সবসময়ই সোনেলাতে আসতে চেষ্টা করি আপু।কিন্ত মাঝে মধ্যে আসার ইচ্ছা থাকলেও উপায় হয়ে উঠে না।
শুন্য শুন্যালয়
আমাদের কথায় একদম কান দেবেন না, শুধু কুবুদ্ধি দেব 🙂
যেভাবে আসছেন তাতেই খুশি -{@
সাইদুর রহমান সিদ্দিক
হায় লীলাবতী তো একজন খাটি সরকারি লোক…
লীলাবতী
আমি আবার সরকারী লোক হলাম কবে ভাইয়া ? জব খুঁজতে খুঁজতে পায়ের স্যান্ডেল সব শেষ 🙁
শুন্য শুন্যালয়
কেমন করে বুঝলেন? ;? @সাইদুর ভাই
মা মাটি দেশ
মা মাটি দেশ (সিম্বোলিক, অতি শোকে কথা কমিয়া গিয়েছে ) ঠিক তাই,আপনি জ্যোতিষির খেতাপ পেয়ে গেলেন।সোনেলার সম্মানীত জ্যোতিষী এবং সোনেলার বন্ধুরা আমার মাকে নিয়ে খুব চিন্তায় আছি বাতের ব্যাথায় জানে পানি নাই অনেক ডাক্তার দেখিও লাভ হচ্ছে না তাই দোয়া চাই সবার কাছে। -{@
শুন্য শুন্যালয়
আমি জ্যোতিষী? এটা আসলে বর্তমান দর্শনের ফল । তবে খেতাব পেলে মন্দ না।
আপনার মা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি।
অলিভার
মজা পেয়েছি। তবে জিসান ভাইয়ার অবস্থা এত করুন তা ধারণা করতে পারি নাই :p
চাকরি হোক না হোক সোনেলার আনন্দের দরজা আশা করছি কারো জন্যে বন্ধ হবে না :Happy:
শুন্য শুন্যালয়
আপনাকে আসলে আধা বেকারই মনে হয় আমার, বয়স হইছে, সব মনে থাকেনা 😛
জানেন তো মানুষ অন্যের ভালো দুই চোক্ষে দেখতে পারেনা, তাই সবাই তীব্র বেকারত্ব লাভ করুক এইটা চাই।
সোনেলার আনন্দ আর কস্টের দরজা সবার জন্য উন্মুক্ত।
বনলতা সেন
তা ভাই ভোরকে কার কাছে রেখে আসলেন ? আবার যেন হেলা ফেলা না হয় ।
বাগদেবীর সাথে হাল্কা রফা হয়েছে । সহজ কথা সহজেই প্রায় বলার চেষ্টা হবে । আমার দুঃখ শুধু আপনিই বুঝলেন ।
শুন্য শুন্যালয়
ভোরকে হেলাফেলা? কাভি নেহি। তবে সেও যাতে আমাকে মিস করে তাই মাঝে মাঝে একটু দূরে রাখছি। 🙂
বনলতা দি যেভাবেই বলতে চায় সেভাবেই বলবে। একটু দুস্টুমি করি, করবোই তো। আমরা আপনাকে নিয়ে গর্বই করি। দুঃখ থাকবেই না দেখবেন। অনেক ভালো থাকুন।
বনলতা সেন
ভোরের সাথে আপনার ইয়ে চালু থাকুক । তবে আমাদেরও জানাতে হবে । আমদের ও
আছে গর্ব , তা বলে দিতে চাই না । যা কানাকানি চারিধারে ।
ভোর কবে পাচ্ছি ? আগাম ঘোষনা চাই ।
শুন্য শুন্যালয়
আগাম ঘোষনা দিয়ে লেখার মতো এতো ভালো লেখক আমি? এই বুঝি চিনলো বনলতা দি !!!
ভোরের সাথে আপনার ইয়েও কিন্তু বেশ হচ্ছে… লেখা শেষ, এতোক্ষনে এডিটিংও শেষ হয়ে যাবার কথা, তবে দেরি হচ্ছে কেনো?
১৬ তারিখ একটা লেখা দেবার ইচ্ছে, আমার প্রথম জন্মদিনে, দেখা যাক বাকিটা। না দিতে পারলে চিল্লাপাল্লা মানা।
ভালো থাকবেন, থাকতেই হবে।
বনলতা সেন
ভোরকে আপনিই জুটিয়ে দিয়েছেন। মনে নেই ! আপনার অবর্তমানে একটু ইয়ে করে দেখ-ভাল করে যাচ্ছি মাত্র । বেশি নয় সামান্যই । কথা দিচ্ছি আস্তই ফেরৎ পাবেন । আপনি এলেই । ভোর ও উৎকণ্ঠিত উদ্বেগে আপনারই অপেক্ষায় ।
আপনি নেই লেখা দিতে পারলাম না , এ দায় ও আপনার ।
ই ই য়া য়া । দেখি ১৬ তারিখে কী করতে পারি । ফাটিয়ে হয়ত ফেলতে পারব না ।
চিল্লাপাল্লা হবেই ।
শুন্য শুন্যালয়
ফিরে এসেছি, সব দায় মেনে নিচ্ছি। দুতিনদিন একটু অনিয়মিত হলেও আসবো শিউর। কিছুটা ঝামেলা যাচ্ছে আসলে। ১৬ তারিখ সোনেলায় আমার প্রথম পোস্ট, সে হিসাবে প্রথম জন্মদিন বলতেই পারি। 🙂 চিল্লাপাল্লা ফাটাফাটি রোজ জারি রাখুন।
ভোরের পোস্ট পড়ার জন্য অপেক্ষায় আছি কিন্তু, দিয়ে দিন আজই।
লীলাবতী
৪। লীলাবতী ( হাউ টু বুঝবেন দ্যাট আপনি একজন বিগ ব্লগার, এতো কিছু জেনে বুঝেও তাহার অবস্থান সুবিধার নয় খুব একটা )
সুবিধা হবে কিভাবে আপু ? অবস্থান শক্ত হয় ভালো জুতা স্যামডেল পায়ে থাকলে। হাটতে হাটতে আমার পায়ে এখন শুধু নিজের পায়ের চামড়া ব্যতীত কিছুই নেই। হায় জব , আমার এই দৌড়ানো জব যে কবে শেষ হবে ? ;(
শুন্য শুন্যালয়
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভালো জুতা হলেই আপনি খুশি। সত্যি ঠিক করে বলুন তো নিজে দৌড়াতে চান নাকি কাওকে জুতা দিয়ে তাবড়াতে চান? 🙂
দোয়া করি জব না হোক, তীব্র বেকার হবার সৌভাগ্য সবার হয় নাকি?
জিসান শা ইকরাম
এই প্রথম দেশের কোন তদন্ত টীম রিপোর্ট প্রকাশ করলো।
অভিনন্দন বিনা পারিশ্রমিকে এমন রিপোর্ট প্রকাশ করার জন্য।
* টাকার বান্ডিলের শুধু ফিতা খানা হাতে ধরিয়া * ঘুরতেই আছি শুধু ঘুরতেই আছি 🙁
শুন্য শুন্যালয়
আহারে !!! কয়েন বক্স সামলিয়ে রেখেন 🙂
আপনার উপর আমি রাগ করেছি, আমাকে ঝামেলায় ফেলার জন্য।
রাগ এখন ঝাড়ছি না, জমায় জমায় বাড়াচ্ছি, অপেক্ষা করুন।
মশাই
জীবনে আরেকবার বেকার হতে চাই। জব শব্দের নাম শুনলেই ভয় লাগে এখন। দোয়া করি যাতে স্যান্ডেল ক্ষয় চালু থাকে।
শুন্য শুন্যালয়
হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে আমাদের দোয়া অব্যাহত থাকবে, চাকরি বাকরি করে কি হবে? বেকারত্ব ই সহি।
যাক, হারানো একজনের আপডেট পাওয়া গেলো।
প্রহেলিকা
চোখ বন্ধ রাখলে আপডেট পাবেন কিভাবে? চোখ খুললেও মন্দ হয় না মাঝে মাঝে।
জিসান শা ইকরাম
আচ্ছা আমার নামের সামনে মডু লেখার মানে কি ? মডু বানাবেন নাকি ? মডু হতে হলে কি ঘুস টুস লাগে ? যদি একটু সুপারিশ করে দিতেন তবে মনে হয় হতে পারতাম। বেকার জীবন আর ভালো লাগে না ।
শুন্য শুন্যালয়
অইটা ভুলে লেইখা ফেলাইছি। এই একটা ব্লগ যেইটা ভূতে চালায়, কোনই মডু নাই। 🙂
আপনারও চাকরি করার ইচ্ছা? এই দোয়া করতে পারুম না। আগে আমার জব পরে অন্যের।
জিসান শা ইকরাম
ভুতের আবার ক্যাটাগরি নাই তো ? তীব্র বেকার , অর্ধ বেকার টাইপ ?
শুন্য শুন্যালয়
থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না 🙂 আপনি আবার ভূত নাতো?
আদিব আদ্নান
আপনারা যে সব বিষয়ে লেখেন সেখানে গেলে চক্ষু চড়ক গাছ , তাই একটু দূরে দূরে । আপনাদের মত হাই প্রফাইলরা
আমাদের কথা মনে রেখেছেন তা বিশ্বাস করা কঠিন । ঐ যে বললন , লেজটি যে এখানেই পোতা তা কি বুঝিয়ে বলতে হবে ? এ লেখাটি বুঝতে পারছি সহজেই ।
শুন্য শুন্যালয়
হাই প্রোফাইল ;? প্রশংসা হলো নাকি ব্যাম্বো?
সোনেলায় আমার প্রথম মন্তব্যকারি আপনি, আপনাকে ভুলি কেমন করে?
লেজ এখান থেকে না উঠিয়ে নিলেই আপাতত খুশি। বাকিটা লেখা দিন, কোন কথা নাই।
আদিব আদ্নান
আমার কিন্তু মডু হতে খুব ইচ্ছে করে । আপনি নাকি মডু ? সবাই যেন একটু বলতে চায় ।
শুন্য শুন্যালয়
মডু কেমনে হইতে হয় তাতো আমিও বুঝতেছিনা, সবাই যেইভাবে শুরু করছে, এরপর তো মানইজ্জত নিয়ে টানাটানি হবে 🙁
আগুন রঙের শিমুল
মজা পাইসি
সিরাম মজা পাইসি 😀 😀
শুন্য শুন্যালয়
আমিও সেরাম মজা পেয়েছি দন্ত্য দেখে, অনেক ধন্যবাদ 😀
সিনথিয়া খোন্দকার
আহা, আপনিই আমার দুঃখ টা বুঝলেন। বেকার ভাতাও পাই না, ছাত্র হিসাবে কনসেশন ও পাই না। বেতন ও পাই না। 🙁
শুন্য শুন্যালয়
আহারে !!! পেয়ে গেলেও কাওকে বলার দরকার নেই, হাফ বেকারে নয়তো তীব্র বেকারে চলে আসুন।
বাই দ্যা ওয়ে, বেকারের ভাতা আছে নাকি? 😮 সোনেলা থেকে এতোদিন আমাদের কিচ্ছু দেয়া হয়নি। 🙁
ওয়ালিনা চৌধুরী অভি
চৌধুরী সাহেবানকে নিয়ে এমন হাসি ঠাট্টা !! কি জমানা আইলরে বাবা। মান ইজ্জত কিছুই থাকবেনা দেখছি। মনের দুস্কে জংগলে যাওয়াই উচিৎ বলে মনে করছি :p
শুন্য শুন্যালয়
জঙ্গল সুন্দরী চৌধুরিদের জন্য সেফ না 😀
ওয়ালিনা চৌধুরী অভি
জঙ্গলে জন্তু জানোয়ার থাকে, মানুষ থাকেনা। সুতরাং জঙ্গলেই সেইফ বেশী 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
আপনার সম্পর্কে ধারনাই পাল্টে দিলেন আপনি। আপনার প্রকাশিত লেখা গুলো পড়েছি প্রায় সব। সে লেখা থেকে বের হয়ে এমন একটি লেখা আপনি দিতে পারেন, তা কল্পনাই করতে পারিনি। অসাধারন লিখেছেন শুন্য। বুঝলে হয় সবাই। যে কোন সময় তীব্র বেকার হয়ে যেতে পারি। তীব্র বেকাররা সাবধান সাবধান :p
শুন্য শুন্যালয়
আহ্লাদে বরন করে নেব, আসুন । 🙂
আপনার আশংকা সত্যি হলেও হতে পারে, বুঝলে হয়।
আপনি কি জানেন? আপনি অনেক চমৎকার করে সবাইকে উৎসাহ দিতে পারেন, এটা সবাই পারেনা। এটাও পরিদর্শনের একটা ফলাফল।
ওয়ালিনা চৌধুরী অভি
উৎসাহ আর দিতে পারি কই, পার্ট টাইম বেকারের হিসেবে তালিকাভুক্ত হবো এবার মাষ্ট 🙁
ছাইরাছ হেলাল
আপনি মডু এটি বুঝতে না দেয়ার সিস্টেম ঠিক আছে । তবে আপনি বনলতাকে বুঝতে না দিলেও
পারতেন ।
শুন্য শুন্যালয়
যত্তো দোষ সব এই জিসান ভাই এর, বনলতা দি কে সরল পেয়ে কি বুঝাইছে…বনলতা দি কে বললাম আপনি ওনাকে ধরে এনে খোলাসা করতে বলুন, কে এই বিলিতি মডু তাও করে না… এখন সব দোষ আমার :Cry-Out:
ছাইরাছ হেলাল
দেখুন ,বিলিতি গাব – বোম্বাই মরিচ – বিলিতি ধনে পাতা আমাদের কারও কারও পছন্দের দ্রব্য ।
আপনারা দু’টিতে রফা করলেই হয়ে যায় ।
শুন্য শুন্যালয়
বেশ একটা মজায় মজায় আছি, কেনো রে ভাই কেউ কারো ভালো দেখতে পারেনা!!! 🙁
দফা রফা দুটিতে নয়, তিনটিতে করতে হবে। 🙂 -{@
জসীম উদ্দীন মুহম্মদ
আপনার রস বোধে মুগ্ধ হইলাম ———– ।। সালাম ও শুভেচ্ছা জানবেন ।। -{@ -{@
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আপনাকে পড়বার জন্য। আপনাকেও শুভেচ্ছা -{@
নীলসাধু
আমি কোন দলে সেটা ভাবতাসি 😀
শুন্য শুন্যালয়
বছরখানেক পরে এসে জিজ্ঞেস করছেন আপনি কোন দলে? শুধু চাকরিজীবী না, আপনাকে কোন অফিসের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হলো।
নীলসাধু
পদ মন্দ না 😀 🙂 🙂 ধইন্যাপাতা।
আদিব আদ্নান
শেষ পর্যন্ত আসতেই জান শ্যাস । কী বলতে আসছি তাই ভুলে গেলাম ।
শুন্য শুন্যালয়
এইটুকু আসতেই ভুলে গেছেন? 🙂 আবার উপরে যান মনে পরবে।
কৃন্তনিকা
এত্ত মজার একটা পোস্ট এতদিন পর দেখলাম…হায় ;?
এটি মনে হয় সোনেলার সর্বোচ্চ মন্তব্যপ্রাপ্ত… :c :c :c
(y)
শুন্য শুন্যালয়
আপনি ঠিক সময়েই পড়েছেন। আপনাকে নিয়মিত দেখে ভালো লাগছে।
সোনেলায় সেঞ্চুরি এমনকি ট্রিপল সেঞ্চুরি করা পোস্টও আছে। 🙂
শিশির কনা
আপু ফোর্থ ইয়ার। আপনি তো জানেন সময় বেড় করা কত কঠিন। আজ শুক্রবার তাই আসতে পারলাম। নইলে আমাকে ফুল বেকার ক্যাটাগরীতে রাখতেন জানি আমি 🙂 আপনি এত ফান জানেন ধারনা ছিলনা :D)
শুন্য শুন্যালয়
দুস্ট লোকের কথায় একদম কান দেবেন না। সবার আগে পড়াশোনা।
ভালো থাকুন সবসময়।
নীলাঞ্জনা নীলা
চমৎকার ফান। আমার পড়া বছরের সেরা ফান এটি। আমার আপডেট কিভাবে জানাবেন ? পায়ে ব্যাথা নিয়েও হাসপাতালে ডিউটি করতে যেতে হয়। এরপর বাসায় ফিরে কত্ত কাজ। এসব না থাকলে তীব্র বেকারের ১ম স্থানে আমিই থাকতাম। এটি এখন যিনি ১ম তিনি জানেন 🙂
শুন্য শুন্যালয়
প্রিয় আপুটা, যেভাবে আসছেন সেভাবেই আসুন। এটা শুধুই দুস্টামি। অলস মস্তিস্কের কারখানা।
ওয়ার্কিং লেডীদের প্রতি আমার স্যালুট, জানি তারা কতোটা আত্মত্যাগ করতে পারে।
সুস্থ থাকুন সবসময়…
লীলাবতী
আপনাকে দেখি এখন অর্ধ বেকার গ্রুপ হাতছানি দিয়ে ডাকছে :p
শুন্য শুন্যালয়
এই জীবনে আর সম্ভব না লীলাবতী দি। 🙁
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আমি এখন হাহুতাশ করছি, আর কিছুদিন পুর্বে কেনো সোনেলায় এলামনা, নিশ্চিত নামটা উঠে যেতো আপনার পোষ্টে। শুধু পোষ্ট পড়লাম, মন্তব্য পড়তে পুরো একদিন লাগবে :p
নাম শুন্য কিন্তু কাজেতো দেখি পরিপুর্ন -{@ -{@
শুন্য শুন্যালয়
এই জন্যই তো বলে শুভ কাজে দেরি করতে নেই 😀
দেরি করেও লেখাটি পড়লেন বলে খুশি হলাম খুব।
নেক্সট টাইম নাম উঠিয়ে দেব নো চিন্তা। 🙂 -{@
সীমান্ত উন্মাদ
নিজের নাম নাই দেখিয়া বুঝিলাম আমি কোন ধরনের মধ্যে নাই, খুবি প্রিত হইলাম, উন্মাদ নিজেকে আড়াল করিতে সাফল্য লাভ করিয়াছে দেখিয়া।
তবে এতো দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে সীমান্ত উন্মাদ দুটো ভাতের জন্য তার পাগলামি জীবনে লম্ফঝম্ফ করিতে করিতে সে রোবটে পরিনত হইয়াছে। আপনার লিখাখানা পড়িয়া খুবি ভাললাগিলু। শুভকামনা জানিবেন নিরন্তর। -{@
শুন্য শুন্যালয়
উন্মাদ কখনো রোবটে পরিনত হইতে পারেনা।
দুঃখিত আমি, কিছু পছন্দের মানুষের নাম মিস হয়ে গেছে আসলে।
তা নিজেকে আড়াল করার জন্য ফেসবুক একাউন্ট নিয়ে হাপিস হয়ে গেছেন দেখি।
ফিরে আসুন আবার আগের মতো।
ভালো থাকবেন সীমান্ত। -{@
পাগলা ঘন্টা
বেকার— আমি মনে করি ঘরের ঐ ব্যাক্তি যিন সব থেকে বেশী কাজ করেন যেইটা অতিরিক্ত বিজি মহাশয়েরা সময় দিতে পারেন না । আবার এদের ই বেশী গালি খেতে হয় কারণ টাকার কাছেই এরা বার বার হোঁচট খায়। যখন এই বেকার সদস্য টি কোন রকম একটি কাজ বা চাকরি জুটিয়ে নেয় অমনি তখন শুরু হয়ে যায় পড়ালেখা শিখে তুই এই চাকরি করবি? বুঝে দেখুন পরিস্থিতি। এ যেন শাখের কয়াত। ঢুকতেও কাটে । বাহির হতেও কাটে।
শুন্য শুন্যালয়
ভালোই বলেছেন। লেখাটির একটি বিশেষ উদ্দেশ্য ছিলো ভাইয়া। তবু পড়বার জন্য ধন্যবাদ আপনাকে।
মিসু
মিসুর নাম এক নাম্বারে নেই, এটিই মিসুর জন্য এক হাহুতাশ যন্ত্রনা। কার সাধ্য থাকতো আমাকে ১ নং থেকে অপসারন করার ? বিশ্ব জানে মিসু কি, শুধু পুরানো অতি পরিচিত নিকে নেই আমি, প্রকাশ করলে পারমানবিক বোমা ফেটে যাবে আপু।
এমন মজাদার পোষ্ট অনেক দিন পরে পড়লাম। ধন্যবাদ আপু। তবে পোষ্টের আসল বক্তব্য কতজনে বুঝতে পেরেছে, তা সোনেলায় ভ্রমন করলেই বুঝা যায় :p
শুন্য শুন্যালয়
আপনি ঠিক, বেশির ভাগ বোঝেনি বলেই ধারণা।
মিশু আপুর নাম একনাম্বারেই দেখতে চাই। হাহুতাশ আর হবেনা। কোন অজুহাত ও চলবেনা।
বিস্ফোরণ টা করেই ফেলুন। বিশ্ব দেখুক মিশু আপু কি?
এই যে এখন আসছেন আর কিন্তু যাওয়া চলবেনা। অনেক ভালো থাকবেন আপু।
লীলাবতী
এই লিষ্ট থেকে নাম কর্তন পুর্বক আমাকে ধুমকেতু গ্রুপে রাখা হোক। যদিও ধুমকেতু গ্রুপ নেই এখানে,সৃষ্টি করতে আর কতক্ষন লাগবে? এক সদস্যের তদন্ত টীম এর নতুন আবিস্কার’ ধুমকেতু’ :p
শুন্য শুন্যালয়
ধুমকেতু গ্রুপ? ম্যাডাম, এক ঝলক দেখার জন্য এত্তোদিন অপেক্ষা করায় রাখবার ইচ্ছা আপনার? ব্যস্ততা সব কোনে আপনার? করেন টিম, অচিরেই সংখ্যা বাড়বে বলেই মনে হয়। আপনি হবেন এডমিন।
লীলাবতী
আহ,আপনার মুখে ফুল চন্দন পরুক।আমার ভাগ্যে তো মডু নেই,তাই এডমিন শুনেই কেমন একটা অনুভুতি হলো।ইহাকে আবার খোঁচা ভাবিয়া কেউ যেন আবার কাউকে ডংগি না বলে :p
শুন্য শুন্যালয়
আপনি মডু নন তার প্রমান দিন। আর এই নামটা আপনাকে ছাড়া আর কাউকে যে মানায় না 🙂
স্বপ্ন
এখানে আজ এত হইচই কিসের আপু?আমার অবস্থানের কি কোন উন্নতি হয়েছে আপু?
লীলাবতী
স্বপ্ন ভাইয়া আপনাকে ধুমকেতু গ্রুপে রাখা হবে।আমিও সে গ্রুপে।ধুমকেতুর মত এসে প্রিয় ব্লগারদের লেখায় ধুম ধাম কমেন্ট করে উধাও আবার :p
শুন্য শুন্যালয়
এভাবে উধাও গ্রুপের সংখ্যা বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
শুন্য শুন্যালয়
আপনি এতোদিন পর আবার কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতে এলেন? 🙁
হ্যাঁ আপনার অবস্থার অনেক উন্নতি হয়েছে। নতুন জব কি পেলেন তা কিন্তু আমাদের জানান নি। আবার এখন এসে ধুমকেতু গ্রুপ বানানোর প্ল্যান করছেন।বিয়ে কবে?
শুন্য শুন্যালয়
দুঃখিত, এটা লীলা দি ভেবে লিখেছি। চোখে বয়সজনিত সমস্যা 🙂
স্বপ্ন
এখন বুঝলাম,দুজনের মন্তব্যের জবাব এক জবাবে দিয়েছিলেন 🙂 ধুমকেতু বুঝতে সময় লেগেছে আমার।আপু বিয়ে যে কবে তাই জানিনা।জানে সে :p দোয়া করবেন আপু।
শুন্য শুন্যালয়
দুজনকেই জানতে হবে। আমরা সোনেলার সবাই সদলবলে আমন্ত্রিত আপনাদের বিয়েতে। কার্ড লাগবে না।
লীলাবতী
আচ্ছা সবার দাওয়াত 🙂
লীলাবতী
আমি দাওয়াতের পোষ্ট দেবো \|/
স্বপ্ন
লীলাদি আপনি কট। আপনার বিয়ে কবে বলুনতো? শুন্য আপু তো তাহলে আপনাকেই জিজ্ঞেস করেছিলো :D) আপনার বিয়ের পোষ্ট তাহলে শুন্য আপু দেবেন \|/
লীলাবতী
আমিও তো অবাক,ধুমকেতু ঠিক আছে, তবে বিয়ে কার? এটি ভেবে তো আমি অস্থির 🙂 স্বপ্ন ভাইয়া বিয়ের দাওয়াত পাবোতো?
ইঞ্জা
😜 😂😂😜
শুন্য শুন্যালয়
আর কেঁদেন না ভাইয়া।
ইঞ্জা
কাঁদছি কই, হাসতে হাসতে পেট ব্যাথা। 😜
শুন্য শুন্যালয়
তাহলে থামুন। বিনা ফি তে প্রেস্ক্রিপশান দিবো না পেটে ব্যাথার।
মোঃ মজিবর রহমান
যোগ হ্ল আরো কত এই হিসাব কি দেবেন শুন্য আলু আপু।
শুন্য শুন্যালয়
আলু মানে? আমার নামকে এভাবে বিকৃত কেন করছেন, আমি আসছি না বলে?
তৌহিদ
সবার মন্তব্য পড়ে আমি হাসতে হাসতে শেষ। মন ভালো হয়ে গেলো।
শুন্য শুন্যালয়
আপনাকে চরম ধৈর্য্যশীল খেতাব দিয়ে দিলাম 🙂
তৌহিদ
ধন্যবাদ
শুন্য শুন্যালয়
এই লেখা এদ্দিন পরে হাজির হলো কোন দুঃখে?
তৌহিদ
আমার এক পোস্টে জিসান ভাই আমাকে প্রেরনা দেয়ার জন্য এই লিংক দিয়েছেন আপু।
শুন্য শুন্যালয়
আচ্ছা। থ্যাংকস তৌহিদ ভাই।