একটি হাহুতাশ বিজ্ঞপ্তি

শুন্য শুন্যালয় ৬ আগস্ট ২০১৪, বুধবার, ০২:৫৭:২২অপরাহ্ন রম্য ১২৩ মন্তব্য

একটি হাহুতাশ বিজ্ঞপ্তিঃ—

সোনেলার কতিপয় ব্লগার এখন তীব্র বেকারত্বের সমস্যায় ভুগিতেছে। জুতা, স্যান্ডেলের তলা ক্ষয় করিয়া, টাকার বান্ডিলের শুধু ফিতা খানা হাতে ধরিয়া, কয়েন বক্সের তেলেসমাতি করিয়া অবশেষে তারা এই সিদ্ধান্তে উপনিত হইয়াছেন যে, এর চেয়ে সোনেলায় পোস্টের পর পোস্ট ঘুরিলেও কাজে দেবে, অন্তত এই ঘোরাঘুরিতে স্যান্ডেলের তলা ক্ষয় হইবার কোনই সম্ভাবনা নাই।
বিনা পারিশ্রমিকে এক সদস্যের একটি টিম সোনেলা পরিদর্শন করিয়া জানাইলো, এই তীব্র বেকার সমস্যায় যারা এখন বিনা বইঠাতেই নৌকায় উঠিয়া বসিয়াছেন তাহারা হইলেন ( বোকা ভাবিয়া আবার ভুল করিবেন না, এখন স্পিড বোটের যুগ ) :—
১। জিসান শা ইকরাম (মডু বলিয়া ভুল ভাবিবেন না,ইনি অনেক বেহাল অবস্থায়, না পারিতেছে কিছু বলিতে, না পারিতেছে সহিতে )
২। ছাইরাছ হেলাল ( ভাইরে জ্ঞানীদেরও এখন পকেট খালি )
৩। শুন্য শুন্যালয় ( চরম করুন অবস্থা, এনার সোনেলায় চরকির মতো ঘোরা দেখলেই পরিলক্ষিত হয়)
৪। লীলাবতী ( হাউ টু বুঝবেন দ্যাট আপনি একজন বিগ ব্লগার, এতো কিছু জেনে বুঝেও তাহার অবস্থান সুবিধার নয় খুব একটা )
৫। বনলতা সেন ( মানুষ তার ভাব গম্ভীর আর জটিল শব্দভান্ডারে মাথা গুলিয়ে ফেলেছেন, কিন্তু আদতে তিনি নাটোরের বনলতা সেন নন এই দুঃখে বাড়তি দুঃখী)।
৬। ব্লগার সজীব। ( আইনস্টাইন, নিউটনের সমতুল্য একজন জ্ঞানীর কি অবস্থা )!!!
৭। আদিব আদনান ( কএকদিন হাওয়া হয়ে যাওয়া দেখে বোঝা যায় এখনো জুতো ছিড়ে পারেনি, তাই ঘুরে বেরাচ্ছেন, কিন্তু ঘুরেফিরে সোনেলাতেই দীর্ঘনিঃশ্বাস ছাড়েন )।
৮। মা মাটি দেশ (সিম্বোলিক, অতি শোকে কথা কমিয়া গিয়েছে ) 🙂

এবার আসি যাহারা অর্ধ বেকারত্বে কিঞ্চিত শ্বাস গ্রহণ করিয়া ফের সোনেলায় আসিয়া নিঃশ্বাস ছাড়িতেছেন :—
১। ওয়ালিনা চৌধুরি অভি ( টাইটেলের সুবাদে তিনি কিছুটা সুবিধা ভোগি কিন্তু যা দিনকাল পরছে রে ভাই, টাইটেলও ফেইল মেরেছে )
২। সিনথিয়া খন্দকার ( না চোখ কপালে তুলিয়া লাভ নাই, তাকে জিজ্ঞেস করিতেই কহিলো আমি বাংলাদেশের বিসিএস ক্যাডার, বেতন কবে পাইব ঠিক নাই, তাই তাহাকেও অর্ধ বেকারের ঘরে রাখিতেই হইলো )
৩। আগুন রঙের শিমুল ( মাঝে মাঝে তাহার দেখা পাই, চিরদিন কেনো পাইনা )
৪। প্রজন্ম ৭১ ( তাহার নাম আর প্রোফাইল পিক দেখলেই আমার কেমন ডর লাগে, মনে হয় ডরেই বেকারত্ব কিছুটা অর্ধেক তার)
৫। স্বপ্ন ( মিথুনের পোস্ট খুঁজতে খুঁজতে বেচারা অর্ধেক পারমানেন্ট হয়ে গেছে সোনেলায় )
৬। শিশির কনা ( নামই যার শিশির কনা, তার তো বেকারত্ব আধাই থাকিবে )
৭। কৃন্তনিকা ( মেডিকেলে কেন যে পড়তেছি ? নইলে তীব্র বেকার থাকিতাম )
৮। পুষ্পবতী ( নামের গুনে মনে হয় বিশেষ দিনগুলোতে চুক্তিভিত্তিক, এই আছে এই নাই )
৯। মিথুন ( ওনার নাম মিথুন মানে জোড়া, চাকরিও মনে হয় দুজনে জোড়ায় করে, যাওয়া আসাও প্রায় একই সাথে )

কিছু ব্লগারের নিয়মিত অনিয়মিত হওয়াতে তাদের বর্তমান আপডেট জানতে অসমর্থ হইয়াছি, তেমন কএকজন :—
১। খসড়া
২। রিমি রুম্মান
৩। মশাই
৪। নীলাঞ্জনা নীলা

একজন অতি প্রিয় ব্লগার যাকে কোন সেকশানে রাখবো বুঝে উঠতে পারছিনা, তার আপডেট তিনি নিজে দিলেই খুশি হইবো :—
১। স্বপ্ন নীলা

আমাদের বাকি ব্লগারগন এই আকালের দিনেও চূড়ান্ত সফলভাবে জীবিকা নির্বাহ করিতেছেন দেখিয়া আমরা ব্যপক আনন্দিত। তাহারা আমাদের সাথেই আছেন, মাঝে মাঝে খানিক সময় বের করে পোস্ট দিয়া যান বলিয়া আমরা এখনো আনন্দের সাথে সময় পার করিয়া বেকারত্বের দুঃখ ভুলিয়া যাইতে পারিতেছি।

বিঃদ্রঃ ভুল হইলেও হইতে পারে, বিনা পারিশ্রমিকে পরিদর্শন বলে কথা।
কেউ মনে কস্ট নিয়া থাকিলে নিজ দায়িত্বে লইবেন, অন্যের কস্টের ভার এই সামান্য শুন্য ব্লগার বহন করিতে রাজি নহে।
আমাদের মনেও অনেক কস্ট কিন্তু বোঝেনা কেউ বোঝেনা 🙁 

৭৪৪জন ৭৪৪জন
0 Shares

১২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ