
একজন শহীদ বলছি
আমি সেই শহীদদের একজন শহীদ।
মুক্তি যুদ্ধের জন্য জীবন উৎসর্গ করেছিলাম।
তোমাদের জন্য, একটি স্বাধীন দেশের জন্য আমার মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছিলাম।
রেখে গেছিলাম একটি লাল সবুজ পতাকা, একটি স্বাধীন দেশ।।
আমার জীবনের মূল্যে।
শুধু কী স্বাধীন দেশের স্বপ্ন বুনে হায়নার ঝাঁঝালো বুলেটের সম্মুখে বুক পেতে ছিলাম?
আজ এতটা বছর পর আবারও
ফিরে আসতে মন চায় মাগো।
কেনো সেদিন তোমার আঁচল ছেড়ে
আমার স্বপ্ন, আমার সুখের সংসার,
পোয়াতি বউয়ের বুকফাটা কান্না উপেক্ষা করে।
একটি মুজিবের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কেনো, জানো মা?
আমার অনাগত সন্তান যেন স্বাধীন দেশে মানুষের মতো বাঁচতে পারে।
তোমার চোখের এক ফোঁটা অশ্রু কনা যেনো মাটিতে না পড়ে।
আমার খুব কষ্ট হয় মা!
অন্ধকার কবরে প্রতিদিন কত মানুষের লাশ আসে আমাদের কাছে। কেউ যু্বক, শিশু, নারী যারা অকালে জীবন দিয়েছে।
পঁচা লাশের গন্ধে ঘুমোতে পারিনা আমি।
বোনের সম্ভ্রম বাঁচাতে যে রক্ত দিয়েছিলাম সেই সব বোনদের দেহ দেখে ধিক্কার দেই নিজেকে।
কেনো যুদ্ধ করেছিলাম?
কবর থেকে যখন দেখি সন্ত্রাস বাদ, মৌলবাদ মাথা চাড়া দিয়ে ওঠে।
৩৩টি মন্তব্য
শাহরিন
আসলেই মনে শহীদরা এভাবে আহাজার করছে কষ্টে। কষ্ট করে কিছু পেলে সেটার নাকি দাম থাকে বেশী কিন্তু আমরা নির্বোধ তাই স্বাধীনতার মূল্য আমরা বুঝই না।
শিরিন হক
ধন্যবাদ
শাহরিন
*বুঝিই
ছাইরাছ হেলাল
ন্যায় প্রতিষ্ঠার এ সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে।
সব কিছু সহজে পেয়ে গেলে মনে হয় এমন-ই হয়।
শিরিন হক
ধন্যবাদ
মাছুম হাবিবী
অামি শহিদ বলছি অসাধারণ একটি বিদ্রোহী কবিতা
শিরিন হক
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
শেষের পংতিমালা খুব খুবি কষ্ট হলেই সত্যি কার কাছে বিচার চাইব, কেউ নেই সত্যেওর পাশে দাড়াবার??? । ক্ষমতাসীনরা মিথ্যার বেশাতি করছে, মিথ্যার সংগে ঘর করছে।
শিরিন হক
ধন্যবাদ
তৌহিদ
দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তেনারা যদি আজকের এই বাংলাদেশ দেখতেন, বোধকরি নিজেরাই লজ্জা পেতেন। আপনার লেখা পড়ছি আর চিন্তা করছি- ক্ষমতাবানদের দাপটে আর কত নিষ্পেষিত হবো আমরা?
সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রইলো। লেখা ভালো লেগেছে।
শিরিন হক
আর কত?ধন্যবাদ মন্তব্য করার জন্য।
শামীম চৌধুরী
শহীদরা আত্মত্যাগের মাধ্যমে সবকিছুই আমাদের জন্য রেখে যায়। বিনিময়ে মূল্যায়ন হয় না। সকল শহীদদের প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলী। খুব সুন্দর লিখেছেন আপু।
শিরিন হক
ধন্যবাদ জবাব। সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা।
মাসুদ চয়ন
হৃদয় স্পর্শ করলো লেখাটা
শিরিন হক
ধন্যবাদ। সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি।
প্রদীপ চক্রবর্তী
সকল শহীদের প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলী।
খুব সুন্দর লেখনী দিদি।
শিরিন হক
শহীদদের প্রতি শ্রদ্ধা অবিরাম। ধন্যবাদ আপনাকে।
হাফেজ আহমেদ রাশেদ
লেখাটা হৃদয়ে আচ্ করেছে বড় বেশি।আর মনে হলো আজ যদি শহিদরা জীবিত থাকতো তাহলে দেশের এহেন অবস্থা দেখে নিজেকে লুকিয়ে নিত
শিরিন হক
ধন্যবাদ মন্তব্য করার জন্য। এভাবে পাশে থাকবেন।
মনির হোসেন মমি
মুক্তিযুদ্ধের চেতনা আজ আর নেই।ওরা যেন ভুলই করেছিল জীবন দিয়ে এ দেশটাকে স্বাধীন করে।চমৎকার লেখা।
শিরিন হক
মমি ভাই দুদিন দেখিনি আপনাকে।
ধন্যবাদ মন্তব্য করার জন্য। এভাবে পাশে থাকবেন।
মনির হোসেন মমি
সরি ভাই
মাঝে মাঝে মন সব কিছুইতেই উদাস থাকে।ধন্যবাদ বোন।
রিফাত হক
আপনার লেখাটায় একটি শক্তিশালী ম্যাসেজ আছে। চমৎকার লেখা, আমরাও এমন দেশ চাইনি।
শিরিন হক
ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম
আরজু মুক্তা
শহীদ না হতে পারি আত্মত্যাগ করতে তো পারি।।
শিরিন হক
মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।পাশে থাকবেন এভাবে
সাবিনা ইয়াসমিন
সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের ত্যাগের প্রতিদান আমরা দিতে পারিনি।
শুভ কামনা। 🌹🌹
শিরিন হক
শুভ কামনা আপু।আমারা এক নির্বোধ জাতি।।
জিসান শা ইকরাম
শহীদের আর্তনাদ ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন লেখায়।
দেশের চলমান অব্যবস্থা, দুর্নীতি, বিচারহীনতা ইত্যাদি দেখে শহীদরা এমন আর্তনাদ করবেই।
এমন দেশের জন্য শহীদরা যুদ্ধ করেননি,
ত্যাগ স্বীকার করেননি।
শুভ কামনা।
শিরিন হক
শুভকামনা রইলো। সুন্দর একটি মন্তব্য করলেন। ধন্যবাদ।
রেহানা বীথি
ভীষণ কষ্ট হয় আজকের এই বাংলাদেশ দেখে।
খুব সুন্দর লিখলেন।
শিরিন হক
সত্যি খুব কস্ট হয়। শুভ কামনা আপু।
সিকদার সাদ রহমান
দারুন লিখেছো ভায়া! এক কথায় অসাধারণ। আর প্রতিটা মন্তব্য অনেক ভালো লাগছে!