থাকনা তুমি একলা কোথাও কিম্বা লোকের ভিড়ে, চাঁদ মামারি সঙ্গী কিবা দূর সে নদীর তীরে। জোনাক হয়ে সন্ধ্যাকাশে কিম্বা গভীর রাতে, দীবস জামী হয়তো কাটে সূর্যি মামার সাথে, হয়তো আছো সম্মুখেতে ঐ যে দূরের নীলে না হয় আছো সবুজ মাঠে কিম্বা নতুন ঝিলে। বলি কোথায় জানি কি আর হয়তো সবই মিছে, থাকতে পারো হয়তোবা তা [ বিস্তারিত ]