একটু যখন বড় হলাম, মুখটা একটু লাবণ্যময়
তুইও যখন হাত পা ঝারা,গোঁফের উঁকি
প্রেম করবো দু’জন মিলে
ইচ্ছে ছিলো!
বুকের মধ্যে কম বয়সের উনুন হৃদয়
খুব জ্বলুনি; দেখা পেলেই বৃষ্টি হতো,
বুকের ওমন জ্বলন্ত ছাদ শীতল হতো
তোকে পেলেই পাল্টে যেত দৃশ্য সময়!
তুই আমিতে এমন যখন ছটফটানি
যখন এমন পাগল পারা ; ইচ্ছে ছিলো
প্রেম করবো দু’জন মিলে
ইচ্ছে ছিলো!
ইচ্ছে গুলো আকাশ দেখুক!
ইচ্ছে ছিলো!
বুক না ফাটা কথা গুলো পাখনা মেলুক!
না হয় আমি কবিই হতাম,তোর জন্য,
না হয় আমি গান গাইতাম হাজার খানেক,
তোর জন্য, বাউল হতাম!
ইচ্ছে ছিলো!
ইচ্ছে ছিলো
মধুর রাতে,শান বাঁধানো পুকুর ঘাটে
মেলেই দিতাম গোপন সিঁদুক!
অজস্র গান আর কথারা সঙ্গী হতো!
চাঁদ থাকত,আকাশ জুড়ে সংগে তারা!
আমার চোখে শুধুই আকাশ, শুধুই আকাশ!
তুইই কেবল আমার চোখে রেখে দু’চোখ
খুঁজতি ব্যাকুল চোখের মধ্যে তোকেই নিজে
ইচ্ছে ছিলো !
বসতি যদি আমরা দু’জন।
হরেক রকম পাখির কূজন!
জানতি যদি একটু দূরে হাসনাহেনার গন্ধে সারা
আমার চুলে নাক ডুবিয়ে তুইও হতি পাগল পারা!
একটু না হয় গভীর ছোঁয়ায়
থির থির থির ঠোঁট কাঁপত
একটু বেশি মাতাল চাওয়ায়
চোখের পাতায় জল গড়াত,
পর্শ সুখের,ইচ্ছে ছিলো!
আমার এমন ইচ্ছে গুলো,
কোত্থেকে এক উড়নচন্ডি-
বাতাস এসে উড়িয়ে নিলো!
স্বপন কোথায় দু:খ এলো!
কোত্থেকে এক সুখের বেশে
বিরাট সফল মানুষ এসে
স্বপ্ন আমার গুড়িয়ে দিলো!
কিছু না হোক আমি জানি
আমিই ছিলাম প্রথম নারী
তোর জীবনে দিন রজনী!
তুইও ছিলি প্রেমিক ভীষণ
শরীর জুড়ে আমার এমন-
ভর-ভরন্ত ঢেউয়ের জোয়ার
ইচ্ছে ছিলো ভাসিয়ে নেয়ার
গুড়িয়ে দেয়ার অহং পুরুষ,
তোকে নিয়েই ছিলাম বেহুঁশ !
আরও অনেক ইচ্ছে ছিলো
এক জীবনে যায় না বলা
গোপন কিছু ইচ্ছে ছিলো
যায় না বলা যায় না বলা
না হোক বলা জানলি তো তুই
তোতেই ছিলাম, আজও আছি
খুব গভীরে বুকের যে ভুঁই
তোর জন্য তেমন আছে
যেমন তখন ইচ্ছে গুলো!
ইচ্ছে ছিলো!
১৫টি মন্তব্য
রাফি আরাফাত
কিছু না হোক আমি জানি
আমিই ছিলাম প্রথম নারী
তোর জীবনে দিন রজনী!
তুইও ছিলি প্রেমিক ভীষণ
শরীর জুড়ে আমার এমন-
ভর-ভরন্ত ঢেউয়ের জোয়ার
ইচ্ছে ছিলো ভাসিয়ে নেয়ার
গুড়িয়ে দেয়ার অহং পুরুষ,
তোকে নিয়েই ছিলাম বেহুঁশ !
লাইনগুলো অসাধারণ ছিলো আপু। ইচ্ছে হয়তো সবার থাকে কিন্তু ইচ্ছের শক্তি থাকে না। তাই ইচ্ছে কখনো ইচ্ছে ছিলো বলেই মরে যায়, আবার কিছু ইচ্ছে পুরন হয়ে রোদে ঝিলিক দিয়ে উঠে।
ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ কামনা
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ ভাই মনোযোগ দিয়ে পড়েছেন বলে! শুভকামনা আপনার জন্যও
রাফি আরাফাত
শুভ কামনা
শিরিন হক
শ্বপ্নের সিড়ি বেয়ে চলো যাই বহু দুর। ইচ্ছের ডানা আকাশ ছুতে পারে অকপটে।ভালোবাসার মানুষকে কাছে টানতে পারে অবলিলায়।
বাহ সুন্দর একটি কবিতা। শুভকামনা রইলো।
সালমা আক্তার মনি
ধন্যবাদ ও শুভেচ্ছা অবিরাম আপু!
জিসান শা ইকরাম
মানুষের কত যে ইচ্ছে থাকে, তা এক জীবনে পুর্ন হবার নয়।
তা জেনেও আমরা ইচ্ছে গাড়িকে থামাতে পারিনা।
ইচ্ছের প্রকাশটা অত্যন্ত সুন্দর হয়েছে।
শুভ কামনা।
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ ভাইয়া! শুভেচ্ছা শুভকামনা অফুরান
ছাইরাছ হেলাল
এমন ইচ্ছে লেখা নিয়ে আপনি আমাদের কী করে ভুলে থাকেন তাই ভাবছি।
আহারে ইচ্ছে!!
সালমা আক্তার মনি
হেলাল ভাইয়া কে বলে ভুলে থাকি আপনাদের ? প্রথমত সময় পাই না, দ্বিতীয়ত আমি আসলে লেখায় নিয়মিত নই! পারিও না খুব বেশি! তবু যে মনে রাখেন, ভালবাসেন! কৃতজ্ঞতা অশেষ ভাইয়া!
সাবিনা ইয়াসমিন
ইচ্ছে গুলো ইচ্ছে হলেই ধরা যায়না, ছুঁয়ে দেখা হয়না কাঙখিত ইচ্ছে অবয়ব। তবুও আমরা ইচ্ছে করি।
শুভ কামনা 🌹🌹
সালমা আক্তার মনি
ধন্যবাদ ও শুভকামনা আপু
তৌহিদ
ইচ্ছেরা ডানা মেলুক মুক্ত আকাশে। তবে ইচ্ছে নিয়ে এত সুন্দর লেখা আগে পড়িনি। ইচ্ছে নিয়েই বেঁচে থাকা, না হলেতো কবেই চলে যেতাম অচীনপুরে।
সুন্দর লেখা উপহার দেবার জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য।
সালমা আক্তার মনি
আপনার মন্তব্য দারুন প্রেরণাদায়ক, ধন্যবাদ জানবেন! শুভকামনা অবিরাম ।
মনির হোসেন মমি
আমার এমন ইচ্ছে গুলো,
কোত্থেকে এক উড়নচন্ডি-
বাতাস এসে উড়িয়ে নিলো!
স্বপন কোথায় দু:খ এলো!
কোত্থেকে এক সুখের বেশে
বিরাট সফল মানুষ এসে
স্বপ্ন আমার গুড়িয়ে দিলো!
বাস্তবতা।সে জন্য বিয়েটা স্বয়ং স্রষ্টার হাতে।দারুণ লাগল কবিতাটি।
ইঞ্জা
অপূর্ব, অসাধারণ লিখলেন প্রিয় আপু।
আপনাকে সোনেলায় দেখে খুব ভালো লাগলো, আপু নিয়মিত লিখুন, খুব ভালো লাগবে। 👉