ইচ্ছে ছিলো

সালমা আক্তার মনি ১৯ জুলাই ২০১৯, শুক্রবার, ১২:৫২:০৯পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

একটু যখন বড় হলাম, মুখটা একটু লাবণ্যময়
তুইও যখন হাত পা ঝারা,গোঁফের উঁকি
প্রেম করবো দু’জন মিলে
ইচ্ছে ছিলো!

বুকের মধ্যে কম বয়সের উনুন হৃদয়
খুব জ্বলুনি; দেখা পেলেই বৃষ্টি হতো,
বুকের ওমন জ্বলন্ত ছাদ শীতল হতো
তোকে পেলেই পাল্টে যেত দৃশ্য সময়!

তুই আমিতে এমন যখন ছটফটানি
যখন এমন পাগল পারা ; ইচ্ছে ছিলো
প্রেম করবো দু’জন মিলে
ইচ্ছে ছিলো!

ইচ্ছে গুলো আকাশ দেখুক!
ইচ্ছে ছিলো!
বুক না ফাটা কথা গুলো পাখনা মেলুক!
না হয় আমি কবিই হতাম,তোর জন্য,
না হয় আমি গান গাইতাম হাজার খানেক,
তোর জন্য, বাউল হতাম!
ইচ্ছে ছিলো!

ইচ্ছে ছিলো
মধুর রাতে,শান বাঁধানো পুকুর ঘাটে
মেলেই দিতাম গোপন সিঁদুক!
অজস্র গান আর কথারা সঙ্গী হতো!
চাঁদ থাকত,আকাশ জুড়ে সংগে তারা!
আমার চোখে শুধুই আকাশ, শুধুই আকাশ!
তুইই কেবল আমার চোখে রেখে দু’চোখ
খুঁজতি ব্যাকুল চোখের মধ্যে তোকেই নিজে
ইচ্ছে ছিলো !

বসতি যদি আমরা দু’জন।
হরেক রকম পাখির কূজন!
জানতি যদি একটু দূরে হাসনাহেনার গন্ধে সারা
আমার চুলে নাক ডুবিয়ে তুইও হতি পাগল পারা!
একটু না হয় গভীর ছোঁয়ায়
থির থির থির ঠোঁট কাঁপত
একটু বেশি মাতাল চাওয়ায়
চোখের পাতায় জল গড়াত,
পর্শ সুখের,ইচ্ছে ছিলো!

আমার এমন ইচ্ছে গুলো,
কোত্থেকে এক উড়নচন্ডি-
বাতাস এসে উড়িয়ে নিলো!
স্বপন কোথায় দু:খ এলো!
কোত্থেকে এক সুখের বেশে
বিরাট সফল মানুষ এসে
স্বপ্ন আমার গুড়িয়ে দিলো!

কিছু না হোক আমি জানি
আমিই ছিলাম প্রথম নারী
তোর জীবনে দিন রজনী!
তুইও ছিলি প্রেমিক ভীষণ
শরীর জুড়ে আমার এমন-
ভর-ভরন্ত ঢেউয়ের জোয়ার
ইচ্ছে ছিলো ভাসিয়ে নেয়ার
গুড়িয়ে দেয়ার অহং পুরুষ,
তোকে নিয়েই ছিলাম বেহুঁশ !
আরও অনেক ইচ্ছে ছিলো
এক জীবনে যায় না বলা
গোপন কিছু ইচ্ছে ছিলো
যায় না বলা যায় না বলা
না হোক বলা জানলি তো তুই
তোতেই ছিলাম, আজও আছি
খুব গভীরে বুকের যে ভুঁই
তোর জন্য তেমন আছে
যেমন তখন ইচ্ছে গুলো!
ইচ্ছে ছিলো!

৯২০জন ৭৮৬জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ